মীর সৌরভ, রাজবাড়ীঃ সেকেন্ডারী এডুকেশন ষ্টাইফেন প্রজেক্ট (সেসিপ) প্রকল্পের কর্মকর্তা কর্মচারী কর্তৃক সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক লাঞ্চিত হওয়ার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। সেই সাথে আজ বুধবার স্কুলের পাঠদান ও কর্মবিরতী পালন করেছেন শিক্ষকরা।
বুধবার বেলা বারোটার রাজবাড়ী প্রেসক্লাবের সামনে রাজবাড়ী সরকারি মাধ্যমিক পরিবারের আয়োজনে এ মানববন্ধনে অংশ গ্রহণ করেন শিক্ষকরা। গতকাল মঙ্গলবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে শিক্ষকদের অবস্থান ধর্মঘটে প্রকল্প কর্মকর্তাদের সরকারি বিদ্যালয়ে হামলা ও মারপিট ঘটনার প্রতিবাদে মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অমরেশ চন্দ্র বিশ্বাস, সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রদান শিক্ষক মো. মোফাজ্জেল হোসেন, সহকারী শিক্ষক নুরতাজ তাজিয়া, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক প্রবির কুমার সেন, সিনিয়র শিক্ষক মো. জহুরুল ইসলাম প্রমূখ।