১২:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দের সাবেক ইউএনও গৌতম আইচ সরকার মারা গেছেন

রাজবাড়ীমেইল ডেস্কঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গৌতম আইচ সরকার শনিবার দুপুরে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে মৃত্যু বরণ করেছেন। তিনি খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তবে তিনি দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। বিসিএস (প্রশাসন) ৮ম ব্যাচের এই কর্মকর্তার মৃত্যুতে রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম গভীর শোক প্রকাশ ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

গৌতম আইচ সরকারের পরিবার জানায়, মৃত্যুর আগে তিনি শ্বাসকষ্টে ভূগলেও করোনাভাইরাসে আক্রান্ত হননি তিনি। তবে মৃত্যুর পর তাঁর শরীর থেকে করোনার নমুনা সংগ্রহ করা হয়েছে। মৃত্যুর আগে তাঁর ওপেন হার্ট সার্জারি করা হয়। তার কিডনিরও সমস্যা ছিল। প্রতি সপ্তাহে তিনবার তার ডায়ালাইসিস করা লাগত। করোনা পরিস্থিতিতে তিনি ঠিকমতো ডায়ালাইসিস করাতে পারেন নি। প্রায় এক বছর ধরে তিনি অসুস্থ্যতার কারণে ঘর থেকে বের হতে পারেননি। তাঁর মেয়ে সুষ্মিতা সেন একজন চিকিৎসক। সরকারের বর্তমানে স্বাস্থ্য সেবার জন্য হটলাইন নাম্বার ৩৩৩ খোলা হয়েছে, সেখানেই দায়িত্ব পালন করছেন ডা. সুষ্মিতা সেন।

ডা. সুষ্মিতা সেন সাংবাদিকদের জানান, তাঁর বাবার করোনার উপসর্গ না থাকলেও অন্য কোন উপায় না থাকায় শ্বাসকষ্ট নিয়েই বাধ্য হয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর জরুরীভাবে আইসিইউ সার্পোট খুব দরকার ছিল। কিন্তু তা পাওয়া যায়নি। আমি ডাক্তার হয়েও আমার বাবাকে বাঁচাতে পারেনি। বাবা প্রায় এক বছর ধরে কিডনি সহ ননা জটিল রোগে ভূগছিলেন। গত বৃহস্পতিবার অবস্থার বেশি অবনতি হলে তাকে ভর্তি করার জন্য বিভিন্ন হাসপাতালের দ্বারে দ্বারে ঘুরেছি। কোথাও ভর্তি করাতে না পেরে অবশেষে ওই দিন রাতেই কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার দুপুর বারোটার দিকে তিনি মৃত্যু বরণ করেন।

গৌতম আইচ সরকার ২০০১ সালের ১৮ জুন থেকে ২০০৪ সালের ৪ জুলাই পর্যন্ত গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি স্বপরিবারে ২০১৮ সালে গোয়ালন্দে বেড়াতে আসেন। ইউএনও থাকা অবস্থায় তিনি গোয়ালন্দ পৌরসভা গঠনকালে পৌর প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করেন। গোয়ালন্দে সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে তিনি সক্রিয়ভাবে জড়িত ছিলেন।

গৌতম আইচ সরকারের মৃত্যুতে বাংলাদেশ এ্যাডমিনিষ্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন, রাজবাড়ী জেলা শাখার সকল সদস্য এবং রাজবাড়ী জেলা প্রশাসনের আওতাধীন সকল কর্মকর্তা/কর্মচারী তাঁর মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

রাজবাড়ী পৌরসভার সাবেক মেয়রের বিরুদ্ধে জমি দখল ও নির্যাতনের অভিযোগ

গোয়ালন্দের সাবেক ইউএনও গৌতম আইচ সরকার মারা গেছেন

পোস্ট হয়েছেঃ ০৬:৪৪:১৯ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২০

রাজবাড়ীমেইল ডেস্কঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গৌতম আইচ সরকার শনিবার দুপুরে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে মৃত্যু বরণ করেছেন। তিনি খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তবে তিনি দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। বিসিএস (প্রশাসন) ৮ম ব্যাচের এই কর্মকর্তার মৃত্যুতে রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম গভীর শোক প্রকাশ ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

গৌতম আইচ সরকারের পরিবার জানায়, মৃত্যুর আগে তিনি শ্বাসকষ্টে ভূগলেও করোনাভাইরাসে আক্রান্ত হননি তিনি। তবে মৃত্যুর পর তাঁর শরীর থেকে করোনার নমুনা সংগ্রহ করা হয়েছে। মৃত্যুর আগে তাঁর ওপেন হার্ট সার্জারি করা হয়। তার কিডনিরও সমস্যা ছিল। প্রতি সপ্তাহে তিনবার তার ডায়ালাইসিস করা লাগত। করোনা পরিস্থিতিতে তিনি ঠিকমতো ডায়ালাইসিস করাতে পারেন নি। প্রায় এক বছর ধরে তিনি অসুস্থ্যতার কারণে ঘর থেকে বের হতে পারেননি। তাঁর মেয়ে সুষ্মিতা সেন একজন চিকিৎসক। সরকারের বর্তমানে স্বাস্থ্য সেবার জন্য হটলাইন নাম্বার ৩৩৩ খোলা হয়েছে, সেখানেই দায়িত্ব পালন করছেন ডা. সুষ্মিতা সেন।

ডা. সুষ্মিতা সেন সাংবাদিকদের জানান, তাঁর বাবার করোনার উপসর্গ না থাকলেও অন্য কোন উপায় না থাকায় শ্বাসকষ্ট নিয়েই বাধ্য হয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর জরুরীভাবে আইসিইউ সার্পোট খুব দরকার ছিল। কিন্তু তা পাওয়া যায়নি। আমি ডাক্তার হয়েও আমার বাবাকে বাঁচাতে পারেনি। বাবা প্রায় এক বছর ধরে কিডনি সহ ননা জটিল রোগে ভূগছিলেন। গত বৃহস্পতিবার অবস্থার বেশি অবনতি হলে তাকে ভর্তি করার জন্য বিভিন্ন হাসপাতালের দ্বারে দ্বারে ঘুরেছি। কোথাও ভর্তি করাতে না পেরে অবশেষে ওই দিন রাতেই কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার দুপুর বারোটার দিকে তিনি মৃত্যু বরণ করেন।

গৌতম আইচ সরকার ২০০১ সালের ১৮ জুন থেকে ২০০৪ সালের ৪ জুলাই পর্যন্ত গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি স্বপরিবারে ২০১৮ সালে গোয়ালন্দে বেড়াতে আসেন। ইউএনও থাকা অবস্থায় তিনি গোয়ালন্দ পৌরসভা গঠনকালে পৌর প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করেন। গোয়ালন্দে সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে তিনি সক্রিয়ভাবে জড়িত ছিলেন।

গৌতম আইচ সরকারের মৃত্যুতে বাংলাদেশ এ্যাডমিনিষ্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন, রাজবাড়ী জেলা শাখার সকল সদস্য এবং রাজবাড়ী জেলা প্রশাসনের আওতাধীন সকল কর্মকর্তা/কর্মচারী তাঁর মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছে।