০৪:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

করোনাঃ রাজবাড়ীর সেই পাঁচ ব্যক্তি অবশেষে সুস্থ্য হয়ে বাড়ি ফিরলেন

হেলাল মাহমুদঃ রাজবাড়ী সদর উপজেলায় যে পাঁচ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছিলো তারা পাঁচ জনই সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। শনিবার বিকেলে রাজবাড়ী জেলা স্বাস্থ্য বিভাগ সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন। তবে তাদের আরো দুই সপ্তাহ হোম কোয়ারেন্টাইনে থাকতে নির্দেশ প্রদান করা হয়েছে।

আক্রান্ত ব্যক্তিরা ছিলেন রাজবাড়ী শহরের বিনোদপুর এলাকার জহিরুদ্দিন (৬৫), মঞ্জু রাণী (৩৫), সদর উপজেলার বানীবহ ইউনিয়নের শিহাব (২০), চন্দনী ইউনিয়নের রাতুল (২৬) ও ফরিদপুর জেলা থেকে সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নে আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসা অরুন চন্দ্র (৭০)।

শনিবার বিকেলে জেলা সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম বলেন, গত ১১ এপ্রিল রাজবাড়ী সদর উপজেলার পাঁচ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। এরপর তাদের রাজবাড়ী সদর হাসপাতালে আইসোলেশন ইউনিটে এনে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছিল। এরমধ্যে তাদের পাঁচ জনের নমুনা দুইবার করে পরীক্ষা করা হয়েছে। দুই বারই তাদের করোনার রির্পোট নেগেটিভ এসেছে। যে কারনে আজ শনিবার তাদের হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। খুব দ্রুত সময়ের মধ্যে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান এই স্বাস্থ্য কর্মকর্তা ।

উল্লেখ্য, রাজবাড়ী সদর উপজেলায় পাঁচ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ায় জেলা করোনা প্রতিরোধ কমিটির জরুরি বৈঠকে সিদ্ধান্ত নিয়ে পুরো জেলাকে ১০ দিনের জন্য অবরুদ্ধ (লকডাউন) ঘোষণা করা হয়েছিল, যা এখনো বলবৎ রয়েছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

করোনাঃ রাজবাড়ীর সেই পাঁচ ব্যক্তি অবশেষে সুস্থ্য হয়ে বাড়ি ফিরলেন

পোস্ট হয়েছেঃ ০৭:২৯:২৫ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২০

হেলাল মাহমুদঃ রাজবাড়ী সদর উপজেলায় যে পাঁচ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছিলো তারা পাঁচ জনই সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। শনিবার বিকেলে রাজবাড়ী জেলা স্বাস্থ্য বিভাগ সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন। তবে তাদের আরো দুই সপ্তাহ হোম কোয়ারেন্টাইনে থাকতে নির্দেশ প্রদান করা হয়েছে।

আক্রান্ত ব্যক্তিরা ছিলেন রাজবাড়ী শহরের বিনোদপুর এলাকার জহিরুদ্দিন (৬৫), মঞ্জু রাণী (৩৫), সদর উপজেলার বানীবহ ইউনিয়নের শিহাব (২০), চন্দনী ইউনিয়নের রাতুল (২৬) ও ফরিদপুর জেলা থেকে সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নে আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসা অরুন চন্দ্র (৭০)।

শনিবার বিকেলে জেলা সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম বলেন, গত ১১ এপ্রিল রাজবাড়ী সদর উপজেলার পাঁচ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। এরপর তাদের রাজবাড়ী সদর হাসপাতালে আইসোলেশন ইউনিটে এনে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছিল। এরমধ্যে তাদের পাঁচ জনের নমুনা দুইবার করে পরীক্ষা করা হয়েছে। দুই বারই তাদের করোনার রির্পোট নেগেটিভ এসেছে। যে কারনে আজ শনিবার তাদের হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। খুব দ্রুত সময়ের মধ্যে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান এই স্বাস্থ্য কর্মকর্তা ।

উল্লেখ্য, রাজবাড়ী সদর উপজেলায় পাঁচ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ায় জেলা করোনা প্রতিরোধ কমিটির জরুরি বৈঠকে সিদ্ধান্ত নিয়ে পুরো জেলাকে ১০ দিনের জন্য অবরুদ্ধ (লকডাউন) ঘোষণা করা হয়েছিল, যা এখনো বলবৎ রয়েছে।