• ঢাকা
  • শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২১
সর্বশেষ আপডেট : ২৮ আগস্ট, ২০২১

রাজবাড়ীতে মঞ্চস্থ হলো নাটক অভিশপ্ত আগস্ট

অনলাইন ডেস্ক

ষ্টাফ রিপোর্টার, রাজবাড়ীঃ ১৫ আগস্ট ১৯৭৫ সা‌লের নৃশংস হত্যাকা‌ন্ডের উপর ই‌তিহাস আশ্রয়ী গ‌বেষণালব্দ নাটক ‘অভিশপ্ত আগস্ট’ রাজবাড়ী‌তে মঞ্চস্থ হ‌য়ে‌ছে। এ সময় ৭০ মি‌নি‌টের এ ই‌তিহাস নির্ভর নাট‌কে দেশ ও বঙ্গবন্ধুর জীবন কাহিনী তুলে ধরা হয়।

রাজবাড়ী জেলা পুলিশের আয়োজনে শুক্রবার (২৭ আগষ্ট) সন্ধ‍্যা সা‌ড়ে ৭ টায় জেলা শিল্পকলা একা‌ডে‌মি‌তে এ নাটক মঞ্চস্থ হয়। ঢাকা রে‌ঞ্জের ডিআই‌জি মোঃ হা‌বিবুর রহমানের প‌রিকল্পনা, গ‌বেষণা ও তথ্য সংকল‌ন এবং নারায়ণগঞ্জ জেলা পু‌লিশ প‌রিদর্শক মোঃ জা‌হিদুর রহমান এর রচনা ও নি‌র্দেশনায় ৩১ জন পুলিশ সদস্যদের অভিনয়ে ২২ তম বারে মত এ নাটক মঞ্চস্থ হয়।

এসময় উপ‌স্থিত ছি‌লেন, রাজবাড়ী-১ আস‌নের সংসদ সদস্য, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী, জেলা প্রশাসক দিলসাদ বেগম, পু‌লিশ সুপার এম এম শা‌কিলুজ্জামান সহ জন প্র‌তি‌নি‌ধি, জেলা পু‌লি‌শের উর্দ্ধতন কর্মকর্তা সহ অ‌নে‌কে।

আরও পড়ুন

  • আজকের রাজবাড়ী এর আরও খবর