দলীয় নেতাকর্মীদের ওপর হামলা হয়েছে বলে অভিযোগ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শেখ ফজলে নূর তাপস। রবিবার (১২ জানুয়ারি) রাজধানীর শান্তিনগর বাজারে নির্বাচনি প্রচারণার সময় তিনি এ অভিযোগ করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তাপস বলেন, ‘শনিবার আরকে মিশন রোডে নির্বাচনি প্রচারণা চালানোর সময় বিএনপির প্রার্থী ইশরাক হোসেনের বাসায় দাওয়াত দিতে গিয়েছিলাম। সেখানে সবার সঙ্গে সাক্ষাৎ করেছি। ভোট প্রার্থনা করেছি। কিন্তু, সেখান থেকে বের হওয়ার পর আমাদের ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীসহ গণসংযোগে যারা ছিল, তাদের ওপর অতর্কিতভাবে আক্রমণ হয়েছে। এটা অত্যন্ত ন্যক্কারজনক।’
তাপস আরও বলেন, ‘আমি প্রাথমিকভাবে বিষয়টি রিটার্নিং কর্মকর্তাকে জানাবো। এরপর যদি দ্বিতীয় কোনও ঘটনা ঘটে, তাহলে লিখিতভাবে জানানো হবে। আমরা চাই সম্প্রীতির রাজনীতি। পরিবর্তনের রাজনীতি। আমরা আশা করবো সবাই আমার সঙ্গে অংশগ্রহণ করবে। আমরা একটা সুন্দর, সম্প্রীতির রাজনীতি ঢাকাবাসীকে উপহার দেবো।’
আওয়ামী লীগের এ মেয়র প্রার্থীর তৃতীয় দিনের প্রচারণা শান্তিনগর বাজার মসজিদ মার্কেট এলাকা থেকে শুরু হয়। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আওলাদ হোসেন ও ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।