০৫:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

মায়ের সাথে চড়ুইভাতি করতে গিয়ে নদীতে পড়ে ‘কথা’র করুণ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ জন্মের পর থেকে আলা জিহ্বা না থাকায় কথা বলতে পারতো না। তাই পরিবারের সবাই মিলে নাম রাখে কথা। শনিবার দুপুরে মায়ের সাথে চড়ুই ভাতিতে অংশ নিয়ে নদীতে পড়ে মারা যায় কথা (৪)। কথা রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বদিউজ্জামান বেপারী পাড়ার সৌদি প্রবাসী আব্দুল করিম খার মেয়ে। করিম-ময়না দম্পতির দুই সন্তান। বড় ছেলে শুভ আর কথা ছোট মেয়ে।

স্থানীয়রা জানান, শনিবার দুপুরে বাড়ির সামনে মরা পদ্মা নদীর পাড়ে মা ময়না বেগমের সাথে চড়ুই ভাতি দেখতে যায়। স্থানীয় সবাই যখন রান্নায় ব্যাস্ত, তখন নদীতে থাকা ছোট্র ডিঙ্গি নৌকায় ওঠে বসে কথা। বেলা সাড়ে ৩টার দিকে রান্না শেষে নদীর পাড়ে সবাই খাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তখন প্রতিবেশী আসমা খাতুন কথা কোথায় জানতে চায়। ওই মুহুর্তে বড় ছেলে শুভ নদীর পাড়ে দিয়ে দেখতে পায় নদীতে উপুড় হয়ে তলিয়ে গেছে। কোমর সমান পরিস্কার পানি হওয়ায় স্পষ্ট দেখা যাচ্ছিল। তাৎক্ষনিক সবাই কথাকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত নিয়ে যায় গোয়ালন্দ উপজেলার ৫০ শয্যা হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসক জানিয়ে দেন কথা আর বেচে নেই। ছোট্র কথা এলাকায় হাটি হাটি করে এ বাড়ি, সে বাড়ি ঘুরে বেড়াতো। দেখতে অনেক ফুটফুটে সুন্দর ছিল বলে সবাই তাকে আদর করতো, কোলে নিয়ে ঘুরতো।

শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে বাড়িতে দেখা যায়, বাড়ি ভর্তি মানুষজন। মা ময়না খাতুন পাগল প্রায়। গ্রামবাসী কান্না করছেন। কেউ কেউ শেষবারের মতো বাঁচাতে প্রাণপণ চেস্টা করছেন। কেউ আগুন জ্বালিয়ে ছেক দিচ্ছেন। লবন ও তেল হাত-পায়ে মালিস করছেন। চাচা রহিম খা মাথায় নিয়ে ঝাকি মারছেন।

চাচা আব্দুর রহিম খা বলেন, কথার বাবা করিম খা দুই মাস আগে সৌদি আরব গেছে। জন্মের পর কথা বলতে পারতোনা বলে সবাই নাম রাখে কথা। তবে কথার মা ময়নার অবহেলার কারণে এমন করুণ মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন।

প্রতিবেশী আসমা খাতুন বলেন, কথা সব সময় এই বাড়ি থেকে সে বাড়ি ঘুরে বেড়াতো। আলতো ভাষায় কথা বলার চেস্টা করতো। যে কারণে সবাই ওকে আদর করতো, ভালো বাসতো।

করিম খার স্বজন ও বদিউজ্জামান বেপারী পাড়া মহল্লার মাতুব্বর আব্দুল জলিল শেখ বলেন, রাত ৮টার দিকে বদিউজ্জামান পাড়া জামে মসজিদের সামনে জানাযা নামাজ শেষে কেন্দ্রীয় কবরস্থানে কথার দাফন সম্পন্ন হয়।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

মায়ের সাথে চড়ুইভাতি করতে গিয়ে নদীতে পড়ে ‘কথা’র করুণ মৃত্যু

পোস্ট হয়েছেঃ ০৯:১৩:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ জানুয়ারী ২০২২

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ জন্মের পর থেকে আলা জিহ্বা না থাকায় কথা বলতে পারতো না। তাই পরিবারের সবাই মিলে নাম রাখে কথা। শনিবার দুপুরে মায়ের সাথে চড়ুই ভাতিতে অংশ নিয়ে নদীতে পড়ে মারা যায় কথা (৪)। কথা রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বদিউজ্জামান বেপারী পাড়ার সৌদি প্রবাসী আব্দুল করিম খার মেয়ে। করিম-ময়না দম্পতির দুই সন্তান। বড় ছেলে শুভ আর কথা ছোট মেয়ে।

স্থানীয়রা জানান, শনিবার দুপুরে বাড়ির সামনে মরা পদ্মা নদীর পাড়ে মা ময়না বেগমের সাথে চড়ুই ভাতি দেখতে যায়। স্থানীয় সবাই যখন রান্নায় ব্যাস্ত, তখন নদীতে থাকা ছোট্র ডিঙ্গি নৌকায় ওঠে বসে কথা। বেলা সাড়ে ৩টার দিকে রান্না শেষে নদীর পাড়ে সবাই খাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তখন প্রতিবেশী আসমা খাতুন কথা কোথায় জানতে চায়। ওই মুহুর্তে বড় ছেলে শুভ নদীর পাড়ে দিয়ে দেখতে পায় নদীতে উপুড় হয়ে তলিয়ে গেছে। কোমর সমান পরিস্কার পানি হওয়ায় স্পষ্ট দেখা যাচ্ছিল। তাৎক্ষনিক সবাই কথাকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত নিয়ে যায় গোয়ালন্দ উপজেলার ৫০ শয্যা হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসক জানিয়ে দেন কথা আর বেচে নেই। ছোট্র কথা এলাকায় হাটি হাটি করে এ বাড়ি, সে বাড়ি ঘুরে বেড়াতো। দেখতে অনেক ফুটফুটে সুন্দর ছিল বলে সবাই তাকে আদর করতো, কোলে নিয়ে ঘুরতো।

শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে বাড়িতে দেখা যায়, বাড়ি ভর্তি মানুষজন। মা ময়না খাতুন পাগল প্রায়। গ্রামবাসী কান্না করছেন। কেউ কেউ শেষবারের মতো বাঁচাতে প্রাণপণ চেস্টা করছেন। কেউ আগুন জ্বালিয়ে ছেক দিচ্ছেন। লবন ও তেল হাত-পায়ে মালিস করছেন। চাচা রহিম খা মাথায় নিয়ে ঝাকি মারছেন।

চাচা আব্দুর রহিম খা বলেন, কথার বাবা করিম খা দুই মাস আগে সৌদি আরব গেছে। জন্মের পর কথা বলতে পারতোনা বলে সবাই নাম রাখে কথা। তবে কথার মা ময়নার অবহেলার কারণে এমন করুণ মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন।

প্রতিবেশী আসমা খাতুন বলেন, কথা সব সময় এই বাড়ি থেকে সে বাড়ি ঘুরে বেড়াতো। আলতো ভাষায় কথা বলার চেস্টা করতো। যে কারণে সবাই ওকে আদর করতো, ভালো বাসতো।

করিম খার স্বজন ও বদিউজ্জামান বেপারী পাড়া মহল্লার মাতুব্বর আব্দুল জলিল শেখ বলেন, রাত ৮টার দিকে বদিউজ্জামান পাড়া জামে মসজিদের সামনে জানাযা নামাজ শেষে কেন্দ্রীয় কবরস্থানে কথার দাফন সম্পন্ন হয়।