০৮:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে তিন উপজেলার তিন জেলের জেল-জরিমানা

ষ্টাফ রিপোর্টারঃ সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশের প্রজনন মৌসুমে নদীতে জাল ফেলে ইলিশ মাছ শিকারের অপরাধে রাজবাড়ী সদর, গোয়ালন্দ ও বালিয়াকান্দি উপজেলায় অভিযান চালিয়ে তিন জেলেকে আটকে করেছে প্রশাসন। পরে আটককৃত তিন জেলের প্রত্যেককে জেল ও জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে রাজবাড়ী সদর উপজেলার গোদার বাজার এলাকার পদ্মা নদীতে অভিযান চালিয়ে শ্রী দুখুরাম নামে এ জেলেকে আটক করে ভ্রাম্যমান আদালত। দুখুরাম পাবনার সুজানগর উপজেলার গোবিন্দপুর এলাকার ইশ্বর চন্দ্র হাওলাদারের ছেলে। তাকে আটকের পর ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২১ দিনের জেল দেওয়া হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের এনডিসি মো. সাইফুল হুদা।

জেলার গোয়ালন্দের পদ্মা নদীতে অভিযান পরিচালনা করে এক জেলেকে আটক করে ভ্রাম্যমান আদালত। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাকে এক মাসের জেল প্রদান করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় ভ্রাম্যান আদালত পরিচালনা করেন গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভুমি) মো. রফিকুল ইসলাম। অভিযানকালে নদী থেকে ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও ৮০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। জব্দকৃত মাছ বিভিন্ন মাদ্রাসায় বিতরন করা হয়। অভিযানের সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল, সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. রোকনুজ্জামান, গোয়ালন্দ উপজেলার ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফ ও থানা পুলিশ।

এছাড়া বৃহস্পতিবার দুপুরে জেলার বালিয়াকান্দি উপজেলার সোনাপুর এলাকায় নদীতে অভিযান চালিয়ে মৎস্য বিভাগ আব্দুর রহমান নামে এক জেলেকে আটক করে। অভিযানে ১২ হাজার ৫০০ মিটার কারেন্ট জাল ও ২ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী বালিয়াকান্দির সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আবু দারদা তাকে ৫ হাজার টাকা জরিমানা করে। আব্দুর রহমান বালিয়াকান্দির গোবিন্দপুর গ্রামের হাফিজ উদ্দিন মন্ডলের ছেলে। পরে জব্দকৃত জাল পুড়িয়ে নষ্ট করা হয় এবং মাছ মাদ্রাসায় বিতরন করা হয়।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

রাজবাড়ীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে তিন উপজেলার তিন জেলের জেল-জরিমানা

পোস্ট হয়েছেঃ ০৬:১১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২০

ষ্টাফ রিপোর্টারঃ সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশের প্রজনন মৌসুমে নদীতে জাল ফেলে ইলিশ মাছ শিকারের অপরাধে রাজবাড়ী সদর, গোয়ালন্দ ও বালিয়াকান্দি উপজেলায় অভিযান চালিয়ে তিন জেলেকে আটকে করেছে প্রশাসন। পরে আটককৃত তিন জেলের প্রত্যেককে জেল ও জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে রাজবাড়ী সদর উপজেলার গোদার বাজার এলাকার পদ্মা নদীতে অভিযান চালিয়ে শ্রী দুখুরাম নামে এ জেলেকে আটক করে ভ্রাম্যমান আদালত। দুখুরাম পাবনার সুজানগর উপজেলার গোবিন্দপুর এলাকার ইশ্বর চন্দ্র হাওলাদারের ছেলে। তাকে আটকের পর ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২১ দিনের জেল দেওয়া হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের এনডিসি মো. সাইফুল হুদা।

জেলার গোয়ালন্দের পদ্মা নদীতে অভিযান পরিচালনা করে এক জেলেকে আটক করে ভ্রাম্যমান আদালত। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাকে এক মাসের জেল প্রদান করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় ভ্রাম্যান আদালত পরিচালনা করেন গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভুমি) মো. রফিকুল ইসলাম। অভিযানকালে নদী থেকে ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও ৮০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। জব্দকৃত মাছ বিভিন্ন মাদ্রাসায় বিতরন করা হয়। অভিযানের সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল, সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. রোকনুজ্জামান, গোয়ালন্দ উপজেলার ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফ ও থানা পুলিশ।

এছাড়া বৃহস্পতিবার দুপুরে জেলার বালিয়াকান্দি উপজেলার সোনাপুর এলাকায় নদীতে অভিযান চালিয়ে মৎস্য বিভাগ আব্দুর রহমান নামে এক জেলেকে আটক করে। অভিযানে ১২ হাজার ৫০০ মিটার কারেন্ট জাল ও ২ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী বালিয়াকান্দির সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আবু দারদা তাকে ৫ হাজার টাকা জরিমানা করে। আব্দুর রহমান বালিয়াকান্দির গোবিন্দপুর গ্রামের হাফিজ উদ্দিন মন্ডলের ছেলে। পরে জব্দকৃত জাল পুড়িয়ে নষ্ট করা হয় এবং মাছ মাদ্রাসায় বিতরন করা হয়।