০৭:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

রক্ত সংরক্ষণে গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাবকে মোস্তফা গ্রুপের রেফ্রিজারেটর প্রদান

রাজবাড়ীমেইল ডেস্কঃ “আপনার রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বন্ধন” এই শ্লোগান বুকে ধারণ করে এক ঝাঁক তরুণ নিয়ে গঠিত ‘গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাব’। এক বছর আগে প্রতিষ্ঠিত এই ক্লাবের সদস্যদের প্রতিদিন রক্তের চাহিদা জোগান দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। এমন পরিস্থিতিতে রক্ত সংরক্ষণের জন্য এগিয়ে এসেছে গোয়ালন্দের উৎপাদনমুখী শিল্প প্রতিষ্ঠান মোস্তফা গ্রুপ।

শনিবার (২ জানুয়ারী) সকালে ক্লাবের সদস্যদের হাতে রক্ত সংরক্ষণের জন্য মোস্তফা গ্রুপের পক্ষ থেকে একটি আধুনিক উন্নত মানের রেফ্রিজারেটর প্রদান করা হয়। গোয়ালন্দ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী নিজে এটি প্রদান করেন।

গোয়ালন্দ মোস্তফা মেটাল ইন্ডাষ্ট্রিজ লিমিটেড কার্যালয় থেকে রেফ্রিজারটির বুঝে নেওয়ার সময় গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাবের সভাপতি মো. সেলিম মুন্সী, সহ-সভাপতি সাংবাদিক রাশেদ রায়হান, সহ-সভাপতি মুহাম্মদ বাবর আলী, সাধারণ সম্পাদক মাহাফুজুর রহমান মিলন, অন্যতম সদস্য কলিন্স পার্থ, শফিক মন্ডল, রফিকুল ইসলাম, রাব্বু, সবুজ সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ।

ব্লাড ডোনার ক্লাবের সাধারণ সম্পাদক মাহাফুজুর রহমান মিলন বলেন, মোস্তফা মেটাল ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর সার্বিক সহযোগিতায় গোয়ালন্দের এক ঝাক তরুণদের নিয়ে ক্লাবটি গঠন করা হয়েছে। এটি গঠনের ফলে এখন প্রতিদিন গোয়ালন্দ সহ রাজবাড়ী, ফরিদপুর এমনকি ঢাকায় গিয়েও রক্তের ব্যবস্থা করে আসছে সংগঠনের সদস্যরা। রক্ত সংরক্ষণের অভাবে আমাদের কিছু জটিলতা দেখা দিয়েছিল। মোস্তফা গ্রুপের পক্ষ থেকে একটি উন্নত মানের রেফ্রিজারেটর প্রদান করায় সে সমস্যাও সমাধান হলো।

ক্লাবের সভাপতি মো. সেলিম মুন্সী বলেন, সংগঠনের বয়স মাত্র এক বছর হয়েছে। ইতিমধ্যে মানুষের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অল্প সময়ের মধ্যে মানুষের মাঝে এত সাড়া ফেলবে কেউ ভাবতেও পারিনি। এক বছর পূর্তি ও ব্লাড ডোনার ক্লাবের কার্যালয় আনুষ্ঠানিকভাবে শীঘ্রই উদ্বোধন করা হবে। প্রাথমিকভাবে রেফ্রিজারেটরে স্বাভাবিকভাবেই ২০ লিটার রক্ত সংরক্ষণ করা সম্ভব হবে। প্রয়োজন হলে চাহিদা মতো জোগান দেওয়া যাবে। এছাড়া আরো কিছু সরঞ্জমাদিও প্রদান করা হয়েছে। এখন থেকে আমাদের রক্তের জন্য অন্য কোথাও যাওয়ার প্রয়োজন পড়বে না।

এ সময় মোস্তফা গ্রুপের স্বত্ত্বাধিকারী ও গোয়ালন্দ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী বলেন, যা কিছু ভালো কাজ আছে তার সাথে মোস্তফা গ্রুপ সম্পৃক্ত থাকবে। গোয়ালন্দ উপজেলাবাসী দীর্ঘদিন ধরে রক্তের জোগান ঠিক মতো করতে না পারায় নানা ধরনের বিপদের সম্মুখিন হতো। এক ঝাক তরুণের নেতৃত্বে গঠিত গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাবের সদস্যরা সে সমস্যা এখন অনেকটা অতিক্রম করতে পেরেছে জেনে আনন্দিত। রক্ত সংরক্ষণের জন্য ডোনার ক্লাবে একটি রেফ্রিজারেটর প্রদান শুধু এটি নয়, আগামীতেও আরো কিছু প্রয়োজন হলে মোস্তফা গ্রুপ সব সময় সমাধানের চেষ্টা করে যাবে এবং পাশে থাকবে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

রক্ত সংরক্ষণে গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাবকে মোস্তফা গ্রুপের রেফ্রিজারেটর প্রদান

পোস্ট হয়েছেঃ ০৪:২৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০২১

রাজবাড়ীমেইল ডেস্কঃ “আপনার রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বন্ধন” এই শ্লোগান বুকে ধারণ করে এক ঝাঁক তরুণ নিয়ে গঠিত ‘গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাব’। এক বছর আগে প্রতিষ্ঠিত এই ক্লাবের সদস্যদের প্রতিদিন রক্তের চাহিদা জোগান দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। এমন পরিস্থিতিতে রক্ত সংরক্ষণের জন্য এগিয়ে এসেছে গোয়ালন্দের উৎপাদনমুখী শিল্প প্রতিষ্ঠান মোস্তফা গ্রুপ।

শনিবার (২ জানুয়ারী) সকালে ক্লাবের সদস্যদের হাতে রক্ত সংরক্ষণের জন্য মোস্তফা গ্রুপের পক্ষ থেকে একটি আধুনিক উন্নত মানের রেফ্রিজারেটর প্রদান করা হয়। গোয়ালন্দ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী নিজে এটি প্রদান করেন।

গোয়ালন্দ মোস্তফা মেটাল ইন্ডাষ্ট্রিজ লিমিটেড কার্যালয় থেকে রেফ্রিজারটির বুঝে নেওয়ার সময় গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাবের সভাপতি মো. সেলিম মুন্সী, সহ-সভাপতি সাংবাদিক রাশেদ রায়হান, সহ-সভাপতি মুহাম্মদ বাবর আলী, সাধারণ সম্পাদক মাহাফুজুর রহমান মিলন, অন্যতম সদস্য কলিন্স পার্থ, শফিক মন্ডল, রফিকুল ইসলাম, রাব্বু, সবুজ সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ।

ব্লাড ডোনার ক্লাবের সাধারণ সম্পাদক মাহাফুজুর রহমান মিলন বলেন, মোস্তফা মেটাল ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর সার্বিক সহযোগিতায় গোয়ালন্দের এক ঝাক তরুণদের নিয়ে ক্লাবটি গঠন করা হয়েছে। এটি গঠনের ফলে এখন প্রতিদিন গোয়ালন্দ সহ রাজবাড়ী, ফরিদপুর এমনকি ঢাকায় গিয়েও রক্তের ব্যবস্থা করে আসছে সংগঠনের সদস্যরা। রক্ত সংরক্ষণের অভাবে আমাদের কিছু জটিলতা দেখা দিয়েছিল। মোস্তফা গ্রুপের পক্ষ থেকে একটি উন্নত মানের রেফ্রিজারেটর প্রদান করায় সে সমস্যাও সমাধান হলো।

ক্লাবের সভাপতি মো. সেলিম মুন্সী বলেন, সংগঠনের বয়স মাত্র এক বছর হয়েছে। ইতিমধ্যে মানুষের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অল্প সময়ের মধ্যে মানুষের মাঝে এত সাড়া ফেলবে কেউ ভাবতেও পারিনি। এক বছর পূর্তি ও ব্লাড ডোনার ক্লাবের কার্যালয় আনুষ্ঠানিকভাবে শীঘ্রই উদ্বোধন করা হবে। প্রাথমিকভাবে রেফ্রিজারেটরে স্বাভাবিকভাবেই ২০ লিটার রক্ত সংরক্ষণ করা সম্ভব হবে। প্রয়োজন হলে চাহিদা মতো জোগান দেওয়া যাবে। এছাড়া আরো কিছু সরঞ্জমাদিও প্রদান করা হয়েছে। এখন থেকে আমাদের রক্তের জন্য অন্য কোথাও যাওয়ার প্রয়োজন পড়বে না।

এ সময় মোস্তফা গ্রুপের স্বত্ত্বাধিকারী ও গোয়ালন্দ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী বলেন, যা কিছু ভালো কাজ আছে তার সাথে মোস্তফা গ্রুপ সম্পৃক্ত থাকবে। গোয়ালন্দ উপজেলাবাসী দীর্ঘদিন ধরে রক্তের জোগান ঠিক মতো করতে না পারায় নানা ধরনের বিপদের সম্মুখিন হতো। এক ঝাক তরুণের নেতৃত্বে গঠিত গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাবের সদস্যরা সে সমস্যা এখন অনেকটা অতিক্রম করতে পেরেছে জেনে আনন্দিত। রক্ত সংরক্ষণের জন্য ডোনার ক্লাবে একটি রেফ্রিজারেটর প্রদান শুধু এটি নয়, আগামীতেও আরো কিছু প্রয়োজন হলে মোস্তফা গ্রুপ সব সময় সমাধানের চেষ্টা করে যাবে এবং পাশে থাকবে।