০৭:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে ঈদ-উল-আযহার নামাজ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে স্বাস্থ্যবিধি মেনে রাজবাড়ীতে ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। রোববার  সকাল ৮টায় ঈদের  প্রধান  জামায়াত শহরের শহীদ খুশি রেলওয়ে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়।

এতে ইমামতি করেছেন রাজবাড়ী জজ কোর্ট জামে মসজিদের খতিব ও ভান্ডারিয়া কামিল মাদ্রাসার প্রভাষক মাওলানা মোস্তফা সিরাজুল কবির। বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন রহিমুন্নেছা সিনিয়র কওমী মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল্লাহ আল মামুন।

প্রধান জামায়াত ছাড়াও জেলার ৫৫টি স্থানে ঈদের বিশেষ জামায়াত অনুষ্ঠিত হয়। এরমধ্যে রাজবাড়ী সদর উপজেলায় ১৮টি, পাংশায় ১০টি, বালিয়াকান্দিতে ৮টি, গোয়ালন্দে ১১টি ও কালুখালীর ৮টি স্থানে বিশেষ জামায়াত অনুষ্ঠিত হয়েছে। এছাড়া পাড়া-মহল্লার আয়োজনে জেলার বিভিন্নস্থানে অসংখ্য ঈদ জামায়াত অনুষ্ঠিত হয়। রাজবাড়ী ইসলামিক ফাউন্ডেশন সুত্রে এ তথ্য  জানা যায়।

রাজবাড়ী পৌরসভার তত্ত্বাবধায়নে সাজানো হয় ঈদ জামায়েতের স্থান। ঈদগাহে ঢোকার মুখে করা হয়েছে দৃষ্টিনন্দন গেইট। যার তদারকির দায়িত্বে ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। প্রধান ঈদ জামায়াতে অংশগ্রহন করেন রাজবাড়ী-১ আসনের সাংসদ কাজী কেরামত আলী, জেলা প্রশাসক আবু কায়সার খান, পৌর মেয়র আলমগীর শেখ তিতু সহ কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লি।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

রাজবাড়ীতে ঈদ-উল-আযহার নামাজ অনুষ্ঠিত

পোস্ট হয়েছেঃ ১০:৩১:৪৯ অপরাহ্ন, সোমবার, ১১ জুলাই ২০২২

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে স্বাস্থ্যবিধি মেনে রাজবাড়ীতে ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। রোববার  সকাল ৮টায় ঈদের  প্রধান  জামায়াত শহরের শহীদ খুশি রেলওয়ে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়।

এতে ইমামতি করেছেন রাজবাড়ী জজ কোর্ট জামে মসজিদের খতিব ও ভান্ডারিয়া কামিল মাদ্রাসার প্রভাষক মাওলানা মোস্তফা সিরাজুল কবির। বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন রহিমুন্নেছা সিনিয়র কওমী মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল্লাহ আল মামুন।

প্রধান জামায়াত ছাড়াও জেলার ৫৫টি স্থানে ঈদের বিশেষ জামায়াত অনুষ্ঠিত হয়। এরমধ্যে রাজবাড়ী সদর উপজেলায় ১৮টি, পাংশায় ১০টি, বালিয়াকান্দিতে ৮টি, গোয়ালন্দে ১১টি ও কালুখালীর ৮টি স্থানে বিশেষ জামায়াত অনুষ্ঠিত হয়েছে। এছাড়া পাড়া-মহল্লার আয়োজনে জেলার বিভিন্নস্থানে অসংখ্য ঈদ জামায়াত অনুষ্ঠিত হয়। রাজবাড়ী ইসলামিক ফাউন্ডেশন সুত্রে এ তথ্য  জানা যায়।

রাজবাড়ী পৌরসভার তত্ত্বাবধায়নে সাজানো হয় ঈদ জামায়েতের স্থান। ঈদগাহে ঢোকার মুখে করা হয়েছে দৃষ্টিনন্দন গেইট। যার তদারকির দায়িত্বে ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। প্রধান ঈদ জামায়াতে অংশগ্রহন করেন রাজবাড়ী-১ আসনের সাংসদ কাজী কেরামত আলী, জেলা প্রশাসক আবু কায়সার খান, পৌর মেয়র আলমগীর শেখ তিতু সহ কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লি।