নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ উপজেলার দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির পিছন প্রয়াত নুরু চেয়ারম্যানের বাড়ির সামনে থেকে হেরোইনসহ আশরাফুল হক (৩৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। সে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কালোয়া গ্রামের মো. সামছুর জোয়ার ছেলে। আশরাফুল গোয়ালন্দের সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ের সার্ভেয়ার হিসেবে নিয়োজিত ছিলেন।
পুলিশের দাবী, গত বুধবার (৮ ডিসেম্বর) বিকেলে ১২ পুড়িয়া বা ১.২গ্রাম হেরোইন জব্দ করা সহ তাকে গ্রেপ্তার করা হয়েছে। যার বাজার মূল্য প্রায় ১২ হাজার টাকা। তার বিরুদ্ধে বুধবার রাতেই গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য আইনে পুলিশের এএসআই মো. খলিলুর রহমান বাদী হয়ে একটি মামলা করেছেন। বৃহস্পতিবার দুপুরে তাকে রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, বুধবার বিকেল দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির পিছনে দৌলতদিয়া বাজারগামী রাস্তার প্রয়াত ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডলের বাড়ির সামনে মাদকদ্রব্য কেনাবেচা চলছে খবর পেয়ে এসআই ফরহাদ হোসেন ও এএসআই খলিলুর রহমান অভিযান চালায়। এসময় একজন মোটরসাইকেল আরোহী কৌশলে পালানোর চেষ্টাকালে তাকে আটক করে। পরে উপস্থিত লোকজনের সামনে আটককৃত ব্যক্তির পড়নে থাকা কালো রঙের জ্যাকেটের পকেট থেকে ১২ পুড়িয়া হেরোইন বের করেন। এসময় তার ব্যবহৃত হিরো কোম্পানীর ১২৫ সিসির গ্লামার মোটরসাইকেল জব্দ করা হয়।
গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, গ্রেপ্তারকৃত আশরাফ ভূমি অফিসের সার্ভেয়ারের প্রভাব খাটিয়ে বিভিন্ন স্থানে অনৈতিক কর্মকান্ড করে আসছিল। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য সেবনের পাশাপাশি বেচাকেনার অভিযোগ রয়েছে। এছাড়া ২০০৯ সালে তার বিরুদ্ধে বালিয়াকান্দি থানায় দুর্নীতি দমন কমিশনের একটি মামলাও রয়েছে। বুধবার রাতেই তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা (নং-১৫) দায়ের হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে তাঁকে রাজবাড়ীর আদালতে প্রেরন করা হয়েছে।
সার্ভেয়ার আশরাফুল হককে হেরোইনসহ গ্রেপ্তার প্রসঙ্গে গোয়ালন্দের সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম বলেন, থানার ওসি আশরাফকে হেরোইনসহ আটকের বিষয়টি অবগত করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বলেছি। বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের কাছে লিখিতভাবে অবগত করা হবে। জেলা প্রশাসকের নির্দেশক্রমে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।