০৭:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

করোনা আক্রান্ত রাজবাড়ীর এমপি সালমা চৌধুরীকে জরুরীভাবে ঢাকায় প্রেরণ

রাজবাড়ীমেইল ডেস্কঃ করোনাভাইরাসে আক্রান্ত রাজবাড়ীর সংরক্ষিত ৩৩৪ মহিলা আসনের সংসদ সদস্য (এমপি) সালমা চৌধুরী রুমাকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে ঢাকায় নেয়া হয়েছে।  তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন আছেন। এর আগে গত রোববার (২ আগষ্ট) তাঁর করোনা পজিটিভ শনাক্ত হয়।

সোমবার (০৩ আগস্ট) দুপুর আড়াইটার দিকে রাজবাড়ী কাজী হেদায়েত হোসেন স্টেডিয়াম থেকে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার এমপি রুমাকে নিয়ে বেলা পৌনে তিনটার দিকে ঢাকায় উদ্দেশ্যে রওনা হয়। এর আগে দুপুর আড়াইটার দিকে ওই হেলিক্পটারটি স্টেডিয়ামে অবতরণ করে।

এ সময় জেলা প্রশাসকসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ এমপির স্বজন, চিকিৎসকসহ অনেকেই উপস্থিত ছিলেন। এর আগে সকালে করোনায় আক্রান্ত এমপি সালমা চৌধুরী রুমাকে রাজবাড়ী সদরের করোনা হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়।

এমপি সালমা চৌধুরীর পরিবার জানায়,  করোনার মধ্যেও তিনি বিভিন্ন সেবামূলক কাজ অব্যাহত রাখেন। সম্প্রতি তাঁর শরীরে করোনার উপসর্গ দেখা দেয়। এমন পরিস্থিতিতে গত ২৮ জুলাই তিনি করোনার নমুনা প্রদান করেন। তিন দিন পর গত রোববার তাঁর করোনার পজিটিভ রিপোর্ট আসে। এরপর থেকে ক্রমান্বয়ে সে বেশি অসুস্থ্য হয়ে পড়েন। পরবর্তীতে সোমবার তাঁকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। এমন অবস্থায় তাঁর অক্সিজেন মাত্রা কমে আসলে চিকিৎসকরা দ্রুত ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। পরবর্র্তীতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যোগাযোগ করা হলে দ্রুত হেলিক্পটারের ব্যবস্থা করা হয়।

সালমা চৌধুরী রুমার ভাই গোলাম মোস্তফা চৌধুরী রন্টু বলেন, আমার বোন রুমা করোনায় আক্রান্ত। উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে তাকে ঢাকায় পাঠানো হয়েছে। সবার কাছে বোনের সুস্থতার জন্য দোয়া চাই। ঈদের দুদিন আগে করোনা পরীক্ষার জন্য তার নমুনা দেয়া হয়। রোববার তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।

রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম বলেন, এমপি রুমাকে রাজবাড়ী হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়েছে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরিভাবে তাকে ঢাকায় পাঠানো হয়।

সিভিল সার্জন বলেন, এখন পর্যন্ত জেলায় এক হাজার ২৭৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৬৯৭ এবং মৃত্যু হয়েছে ১০ জনের। এ পর্যন্ত আট হাজার ৬১৬ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠিয়ে ছয় হাজার ৬১১ জনের রিপোর্ট পাওয়া গেছে। কিছু রিপোর্ট পাওয়া বাকি আছে।

রাজবাড়ী সদর থানা পুলিশের ওসি স্বপন মজুমদার বলেন, কাজী হেদায়েত হোসেন স্টেডিয়াম থেকে মহিলা এমপি রুমাকে হেলিকপ্টারযোগে ঢাকায় পাঠানো হয়েছে।

জেলা প্রশাসক দিলসাদ বেগম জানান, সংরক্ষিত সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা করোনায় আক্রান্ত হওয়ার পর শ্বাসকষ্ট সহ শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে পরিবারের সিদ্ধান্তে তাঁকে দ্রুত ঢাকায় প্রেরণের ব্যবস্থা করা হয়। আমি তাঁর সুস্থ্যতা কামণা করছি।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

করোনা আক্রান্ত রাজবাড়ীর এমপি সালমা চৌধুরীকে জরুরীভাবে ঢাকায় প্রেরণ

পোস্ট হয়েছেঃ ০৮:০৩:২৪ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২০

রাজবাড়ীমেইল ডেস্কঃ করোনাভাইরাসে আক্রান্ত রাজবাড়ীর সংরক্ষিত ৩৩৪ মহিলা আসনের সংসদ সদস্য (এমপি) সালমা চৌধুরী রুমাকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে ঢাকায় নেয়া হয়েছে।  তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন আছেন। এর আগে গত রোববার (২ আগষ্ট) তাঁর করোনা পজিটিভ শনাক্ত হয়।

সোমবার (০৩ আগস্ট) দুপুর আড়াইটার দিকে রাজবাড়ী কাজী হেদায়েত হোসেন স্টেডিয়াম থেকে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার এমপি রুমাকে নিয়ে বেলা পৌনে তিনটার দিকে ঢাকায় উদ্দেশ্যে রওনা হয়। এর আগে দুপুর আড়াইটার দিকে ওই হেলিক্পটারটি স্টেডিয়ামে অবতরণ করে।

এ সময় জেলা প্রশাসকসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ এমপির স্বজন, চিকিৎসকসহ অনেকেই উপস্থিত ছিলেন। এর আগে সকালে করোনায় আক্রান্ত এমপি সালমা চৌধুরী রুমাকে রাজবাড়ী সদরের করোনা হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়।

এমপি সালমা চৌধুরীর পরিবার জানায়,  করোনার মধ্যেও তিনি বিভিন্ন সেবামূলক কাজ অব্যাহত রাখেন। সম্প্রতি তাঁর শরীরে করোনার উপসর্গ দেখা দেয়। এমন পরিস্থিতিতে গত ২৮ জুলাই তিনি করোনার নমুনা প্রদান করেন। তিন দিন পর গত রোববার তাঁর করোনার পজিটিভ রিপোর্ট আসে। এরপর থেকে ক্রমান্বয়ে সে বেশি অসুস্থ্য হয়ে পড়েন। পরবর্তীতে সোমবার তাঁকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। এমন অবস্থায় তাঁর অক্সিজেন মাত্রা কমে আসলে চিকিৎসকরা দ্রুত ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। পরবর্র্তীতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যোগাযোগ করা হলে দ্রুত হেলিক্পটারের ব্যবস্থা করা হয়।

সালমা চৌধুরী রুমার ভাই গোলাম মোস্তফা চৌধুরী রন্টু বলেন, আমার বোন রুমা করোনায় আক্রান্ত। উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে তাকে ঢাকায় পাঠানো হয়েছে। সবার কাছে বোনের সুস্থতার জন্য দোয়া চাই। ঈদের দুদিন আগে করোনা পরীক্ষার জন্য তার নমুনা দেয়া হয়। রোববার তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।

রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম বলেন, এমপি রুমাকে রাজবাড়ী হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়েছে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরিভাবে তাকে ঢাকায় পাঠানো হয়।

সিভিল সার্জন বলেন, এখন পর্যন্ত জেলায় এক হাজার ২৭৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৬৯৭ এবং মৃত্যু হয়েছে ১০ জনের। এ পর্যন্ত আট হাজার ৬১৬ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠিয়ে ছয় হাজার ৬১১ জনের রিপোর্ট পাওয়া গেছে। কিছু রিপোর্ট পাওয়া বাকি আছে।

রাজবাড়ী সদর থানা পুলিশের ওসি স্বপন মজুমদার বলেন, কাজী হেদায়েত হোসেন স্টেডিয়াম থেকে মহিলা এমপি রুমাকে হেলিকপ্টারযোগে ঢাকায় পাঠানো হয়েছে।

জেলা প্রশাসক দিলসাদ বেগম জানান, সংরক্ষিত সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা করোনায় আক্রান্ত হওয়ার পর শ্বাসকষ্ট সহ শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে পরিবারের সিদ্ধান্তে তাঁকে দ্রুত ঢাকায় প্রেরণের ব্যবস্থা করা হয়। আমি তাঁর সুস্থ্যতা কামণা করছি।