০৩:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে কাটা পড়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ বাজার ষ্টেশন থেকে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে বুধবার দুপুরে আনিস মোল্লা (৪০) নামের এক যুবক কাটা পড়ে ঘটনাস্থলে মারা গেছে। সে গোয়ালন্দ পৌরসভার ৯নম্বর ওয়ার্ড আলম চৌধুরী পাড়ার আক্কাছ মোল্লার ছেলে। দৌলতদিয়া কেকেএস সেফ হোম এর নৈশ প্রহরী হিসেবে কাজ করতো।

গোয়ালন্দ ঘাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির কাছেই এ দুর্ঘটনাটি ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ফাঁড়িতে রেখে দিয়েছে। তবে স্থানীয় অনেকের দাবী, আনিস চলন্ত ট্রেনের নিচে ঝাপ দিয়ে আত্মহত্যা করেছে।

গোয়ালন্দ ঘাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এস.আই) সুনিল চন্দ্র সূত্রধর জানান, বুধবার দুপুর দেড়টার দিকে গোয়ালন্দ ঘাট থেকে ছেড়ে আসা খুলনাগামী মেইল ট্রেনটি গোয়ালন্দ বাজার ষ্টেশনে এসে বিরতি দেয়। বিরতি শেষে ট্রেনটি ষ্টেশন ছেড়ে দিলে অপেক্ষমান যুবক আনিস মোল্লা দৌড়ে ট্রেনের সামনের বগিতে ওঠার চেষ্টা করে। এ সময় তার পা পিছলে নিচে লাইনে পড়ে গেলে ঘটনাস্থলেই কাটা পড়ে মৃত্যু হয়। পুলিশ ফাঁড়ি থেকে প্রায় ৪০০ গজ দূরে দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে রেলওয়ে পুলিশ দ্রুত লাশটি উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসে। পরিবারের লোকজন খবর পেয়ে লাশটি বিনা ময়না তদন্তে দাফনের জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন জানিয়েছেন।

এদিকে নিহত আনিস মোল্লার এলাকার কয়েকজন জানান, অতিমাত্রায় শীত ও গরম পড়লে তার মাথায় নানা ধরনের সমস্যা দেখা দেয়। মাঝেমধ্যে বাড়িঘর ফেলে সে অন্যত্র অজানা এলাকায় কাউকে না জানিয়ে চলে যায়। বুধবার তার মাথায় এমন সমস্যা দেখা দিলে গোয়ালন্দ বাজার রেলওয়েষ্টেশনে এসে চলন্ত ট্রেনের নিচে ঝাপ দিয়ে আত্মহত্যা করে। সে দৌলতদিয়া ঘাট বেসরকারী সংস্থা কেকেএস পরিচালিত সেফ হোমন এর নৈশ প্রহরী হিসেবে কাজ করেন।

পৌরসভার ৯নম্বর ওয়ার্ড কাউন্সিলর নাসির উদ্দিন জানান, তারা লাশটি বিনা ময়না তদন্তে দাফনের জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন পাঠিয়েছেন। অনুমোতি পেলে ফাঁড়ি থেকেই লাশটি বাড়িতে নিয়ে দাফনের ব্যবস্থা করবেন।

এর আগে ৩০ জানুয়ারী বিকেল সাড়ে পাঁচটার দিকে গোয়ালন্দ ঘাট থেকে ছেড়ে আসা রাজবাড়ীগামি মধুমতি এক্সপ্রেস নামক শাটল ট্রেনটি আড়কাটি পাড়া নামক এলাকায় পৌছলে ট্রেনে কাটা পড়ে শ্রবনশক্তিহীন বছিরননেছা (৭০) নামক এক বয়স্ক মহিলার লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। তার আগে অজ্ঞাত বয়স্ক মহিলা হিসেবে পুলিশ ট্রেনে কাটা লাশ উদ্ধার করে। পরিবারের লোকজন গোয়ালন্দ ঘাট রেলওয়ে পুলিশ ফাঁড়িতে লাশ দেখে বছিরননেছার লাশ হিসেবে শনাক্ত করে। সে পৌরসভার উত্তর বালিয়াডাঙ্গা গ্রামের মৃত মোজাজার মোল্লার স্ত্রী। শ্রবনশক্তির কারনে কানে শুনতে না পেয়ে রেললাইনের পাশ দিয়ে যাওয়ার সময় চলন্ত ট্রেনের ধাক্কা খেয়ে লাইনে কাটা পড়ে মারা যান বলে ফাঁড়ির ইনচার্জ এস.আই সুনিল চন্দ্র সূত্রধর নিশ্চিত করেন।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

গোয়ালন্দে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে কাটা পড়ে যুবকের মৃত্যু

পোস্ট হয়েছেঃ ০৭:৩২:২৭ অপরাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ বাজার ষ্টেশন থেকে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে বুধবার দুপুরে আনিস মোল্লা (৪০) নামের এক যুবক কাটা পড়ে ঘটনাস্থলে মারা গেছে। সে গোয়ালন্দ পৌরসভার ৯নম্বর ওয়ার্ড আলম চৌধুরী পাড়ার আক্কাছ মোল্লার ছেলে। দৌলতদিয়া কেকেএস সেফ হোম এর নৈশ প্রহরী হিসেবে কাজ করতো।

গোয়ালন্দ ঘাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির কাছেই এ দুর্ঘটনাটি ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ফাঁড়িতে রেখে দিয়েছে। তবে স্থানীয় অনেকের দাবী, আনিস চলন্ত ট্রেনের নিচে ঝাপ দিয়ে আত্মহত্যা করেছে।

গোয়ালন্দ ঘাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এস.আই) সুনিল চন্দ্র সূত্রধর জানান, বুধবার দুপুর দেড়টার দিকে গোয়ালন্দ ঘাট থেকে ছেড়ে আসা খুলনাগামী মেইল ট্রেনটি গোয়ালন্দ বাজার ষ্টেশনে এসে বিরতি দেয়। বিরতি শেষে ট্রেনটি ষ্টেশন ছেড়ে দিলে অপেক্ষমান যুবক আনিস মোল্লা দৌড়ে ট্রেনের সামনের বগিতে ওঠার চেষ্টা করে। এ সময় তার পা পিছলে নিচে লাইনে পড়ে গেলে ঘটনাস্থলেই কাটা পড়ে মৃত্যু হয়। পুলিশ ফাঁড়ি থেকে প্রায় ৪০০ গজ দূরে দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে রেলওয়ে পুলিশ দ্রুত লাশটি উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসে। পরিবারের লোকজন খবর পেয়ে লাশটি বিনা ময়না তদন্তে দাফনের জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন জানিয়েছেন।

এদিকে নিহত আনিস মোল্লার এলাকার কয়েকজন জানান, অতিমাত্রায় শীত ও গরম পড়লে তার মাথায় নানা ধরনের সমস্যা দেখা দেয়। মাঝেমধ্যে বাড়িঘর ফেলে সে অন্যত্র অজানা এলাকায় কাউকে না জানিয়ে চলে যায়। বুধবার তার মাথায় এমন সমস্যা দেখা দিলে গোয়ালন্দ বাজার রেলওয়েষ্টেশনে এসে চলন্ত ট্রেনের নিচে ঝাপ দিয়ে আত্মহত্যা করে। সে দৌলতদিয়া ঘাট বেসরকারী সংস্থা কেকেএস পরিচালিত সেফ হোমন এর নৈশ প্রহরী হিসেবে কাজ করেন।

পৌরসভার ৯নম্বর ওয়ার্ড কাউন্সিলর নাসির উদ্দিন জানান, তারা লাশটি বিনা ময়না তদন্তে দাফনের জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন পাঠিয়েছেন। অনুমোতি পেলে ফাঁড়ি থেকেই লাশটি বাড়িতে নিয়ে দাফনের ব্যবস্থা করবেন।

এর আগে ৩০ জানুয়ারী বিকেল সাড়ে পাঁচটার দিকে গোয়ালন্দ ঘাট থেকে ছেড়ে আসা রাজবাড়ীগামি মধুমতি এক্সপ্রেস নামক শাটল ট্রেনটি আড়কাটি পাড়া নামক এলাকায় পৌছলে ট্রেনে কাটা পড়ে শ্রবনশক্তিহীন বছিরননেছা (৭০) নামক এক বয়স্ক মহিলার লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। তার আগে অজ্ঞাত বয়স্ক মহিলা হিসেবে পুলিশ ট্রেনে কাটা লাশ উদ্ধার করে। পরিবারের লোকজন গোয়ালন্দ ঘাট রেলওয়ে পুলিশ ফাঁড়িতে লাশ দেখে বছিরননেছার লাশ হিসেবে শনাক্ত করে। সে পৌরসভার উত্তর বালিয়াডাঙ্গা গ্রামের মৃত মোজাজার মোল্লার স্ত্রী। শ্রবনশক্তির কারনে কানে শুনতে না পেয়ে রেললাইনের পাশ দিয়ে যাওয়ার সময় চলন্ত ট্রেনের ধাক্কা খেয়ে লাইনে কাটা পড়ে মারা যান বলে ফাঁড়ির ইনচার্জ এস.আই সুনিল চন্দ্র সূত্রধর নিশ্চিত করেন।