বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ১২:১০ পূর্বাহ্ন

রাজবাড়ীতে ডিবেট এ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপন ও বিতর্ক প্রতিযোগিতা

Reporter Name / ১১৩ Time View
Update Time : বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ১২:১০ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীতে নানা আয়োজনে রাজবাড়ী ডিবেট এ্যাসোসিয়েশন (আরডিএ) এর ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে। সোমবার বিকালে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ, বিতর্ক প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করে সংগঠনটি।

দিবসটি উপলক্ষে বিকেলে মেজবাউল করিম রিন্টু সাংস্কৃতিক কেন্দ্রে (ঘরছাড়া) আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাজবাড়ী ডিবেট এ্যাসোসিয়েশনের সভাপতি জেলার সাবেক শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান।

এ সময় বক্তব্য রাখেন রাজবাড়ী ডিবেট এ্যাসোসিয়েশনের উপদেষ্টা আজিজা খানম, রোকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি সংসদ ও জেলা আবৃত্তি পরিষদের সভাপতি নুরুল হক আলম, আরডিএর সাধারণ সম্পাদক মো. ফারুক উদ্দিন প্রমূখ।

আলোচনা সভার আগে রাজবাড়ী শহরের বড়পুল গোলচত্তরে বৃক্ষরোপণ করেন সংগঠনটির সদস্যরা। এরপর মেজবাউল করিম রিন্টু সাংস্কৃতিক কেন্দ্রে (ঘরছাড়া) বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিতর্ক প্রতিযোগিতায় ‘এই সংসদ সর্বোচ্চ শাস্তি হিসেবে ফাঁসির বিধানকে সমর্থন করে না’ বিষয় নিয়ে দুটি দল অংশগ্রহন করে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.