০৭:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

দৌলতদিয়া যৌনপল্লিতে দুর্বৃত্তদের হামলা, টাকা ও মালামাল লুট, গ্রেপ্তার ২

আবুল হোসেনঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে রোববার ভোর রাতের দিকে নাজমা বেগম নামের এক বাড়িওয়ালীর বাড়ীতে দুর্বৃত্তরা জোরপূর্বক প্রবেশ করে চাঁদাবাজি ও মালামাল লুট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত বাড়ির দারোয়ান মুক্তার হোসেনকে (৪০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় থানা পুলিশ সোমবার (২৪ আগষ্ট) ভোরের দিকে যৌনপল্লি এলাকা থেকে দুইজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হচ্ছে যৌনপল্লির রুহুলের ছেলে পিঞ্জয় (২১) ও দৌলতদিয়া বেপারী পাড়ার আবুল ডাক্তারের ছেলে খায়রুল (২৪)।

এসময় সন্ত্রাসীরা ওই বাড়ি থেকে নগদ ১ লাখ টাকা, মোবাইল, স্বর্ণের গহনা সহ দুই লক্ষাধিক টাকার মালামাল ছিনিয়ে নেয়। এ সময় বাধা দেওয়ার চেষ্টা করলে হামলায় বাড়িওয়ালী নাজমা বেগম (৫০), স্থানীয় রোকন (৪২), সাগর চৌধুরী (২৫), সুজন চৌধুরী (১৩) আহত হন। তাদেরকে স্থানীয় চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয়। হামলাকারী চক্রটি স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় যৌনপল্লীর ভিতর বিভিন্ন সময় ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি করে ত্রাস সৃষ্টি করে বলে অভিযোগ রয়েছে। এদের অনেকের বিরুদ্ধে হত্যা সহ একাধিক মামলা রয়েছে। কেউ কেউ এলাকায় পেশাদার সন্ত্রাসী হিসাবে চিহ্নিত।

এ ঘটনায় বাড়িওয়ালী নাজমা বেগম গতকাল সোমবার সকালে বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়ের করেছেন। এতে তিনি উল্লেখ করেন, রোববার ভোররাত ৫টার দিকে স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী নুরু কাজী, আরিফ, পিঞ্জয়, টুটুল, জসিম, লিটন, হিরো, রাজিব, খায়রুল সহ ১৫-১৬জনকে এবং আরো অজ্ঞাত ৭-৮জনের একটি দল অস্ত্রসস্ত্র নিয়ে যৌনপল্লিতে তার বাড়িতে প্রবেশ করে। তারা আমাদের সবাইকে মারধোর করে ঘরে থাকা নগদ ১ লাখ টাকা, মোবাইল, স্বর্ণের গহনাসহ দুই লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। চাঁদাবাজ এ চক্রটি গত ৮ জুন আমার কাছ থেকে জোরপূর্বক ৫০ হাজার টাকা চাঁদা আদায় করে। পূনরায় চাঁদা নিতে আসলে তাদের দিতে অস্বীকার করায় তারা আমাকে হত্যার হুমকি দেয় এবং নগদ টাকা সহ মালামাল লুট করে নেয়।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, এ ঘটনায় নাজমা বেগম বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় ১৬জনকে চিহিৃত এবং অজ্ঞাত ৭-৮জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন। ইতিমধ্যে পুলিশ এজাহারভুক্ত দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি অপর আসামীদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের সোমবার দুপুরেই রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

দৌলতদিয়া যৌনপল্লিতে দুর্বৃত্তদের হামলা, টাকা ও মালামাল লুট, গ্রেপ্তার ২

পোস্ট হয়েছেঃ ০৯:১৮:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২০

আবুল হোসেনঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে রোববার ভোর রাতের দিকে নাজমা বেগম নামের এক বাড়িওয়ালীর বাড়ীতে দুর্বৃত্তরা জোরপূর্বক প্রবেশ করে চাঁদাবাজি ও মালামাল লুট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত বাড়ির দারোয়ান মুক্তার হোসেনকে (৪০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় থানা পুলিশ সোমবার (২৪ আগষ্ট) ভোরের দিকে যৌনপল্লি এলাকা থেকে দুইজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হচ্ছে যৌনপল্লির রুহুলের ছেলে পিঞ্জয় (২১) ও দৌলতদিয়া বেপারী পাড়ার আবুল ডাক্তারের ছেলে খায়রুল (২৪)।

এসময় সন্ত্রাসীরা ওই বাড়ি থেকে নগদ ১ লাখ টাকা, মোবাইল, স্বর্ণের গহনা সহ দুই লক্ষাধিক টাকার মালামাল ছিনিয়ে নেয়। এ সময় বাধা দেওয়ার চেষ্টা করলে হামলায় বাড়িওয়ালী নাজমা বেগম (৫০), স্থানীয় রোকন (৪২), সাগর চৌধুরী (২৫), সুজন চৌধুরী (১৩) আহত হন। তাদেরকে স্থানীয় চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয়। হামলাকারী চক্রটি স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় যৌনপল্লীর ভিতর বিভিন্ন সময় ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি করে ত্রাস সৃষ্টি করে বলে অভিযোগ রয়েছে। এদের অনেকের বিরুদ্ধে হত্যা সহ একাধিক মামলা রয়েছে। কেউ কেউ এলাকায় পেশাদার সন্ত্রাসী হিসাবে চিহ্নিত।

এ ঘটনায় বাড়িওয়ালী নাজমা বেগম গতকাল সোমবার সকালে বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়ের করেছেন। এতে তিনি উল্লেখ করেন, রোববার ভোররাত ৫টার দিকে স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী নুরু কাজী, আরিফ, পিঞ্জয়, টুটুল, জসিম, লিটন, হিরো, রাজিব, খায়রুল সহ ১৫-১৬জনকে এবং আরো অজ্ঞাত ৭-৮জনের একটি দল অস্ত্রসস্ত্র নিয়ে যৌনপল্লিতে তার বাড়িতে প্রবেশ করে। তারা আমাদের সবাইকে মারধোর করে ঘরে থাকা নগদ ১ লাখ টাকা, মোবাইল, স্বর্ণের গহনাসহ দুই লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। চাঁদাবাজ এ চক্রটি গত ৮ জুন আমার কাছ থেকে জোরপূর্বক ৫০ হাজার টাকা চাঁদা আদায় করে। পূনরায় চাঁদা নিতে আসলে তাদের দিতে অস্বীকার করায় তারা আমাকে হত্যার হুমকি দেয় এবং নগদ টাকা সহ মালামাল লুট করে নেয়।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, এ ঘটনায় নাজমা বেগম বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় ১৬জনকে চিহিৃত এবং অজ্ঞাত ৭-৮জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন। ইতিমধ্যে পুলিশ এজাহারভুক্ত দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি অপর আসামীদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের সোমবার দুপুরেই রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।