মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ১১:৫১ অপরাহ্ন

মা ইলিশ রক্ষায় মাঠে থাকবে সেনাবাহিনী, কেউ শিথিলতা দেখালে কঠোর ব্যবস্থা

Reporter Name / ৪২ Time View
Update Time : মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ১১:৫১ অপরাহ্ন

শামীম শেখ, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় নৌ-মহড়া ও অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। রোববার (১৩ অক্টোবর) হতে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিনের জন্য নদীতে মা ইলিশসহ সকল ধরনের মাছ ধরার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার।

নৌ-মহড়া ও ইলিশ সংরক্ষণ অভিযানের নেতৃত্ব দেন গোয়ালন্দ উপজেলা টাস্কফোর্স কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ শফিকুল ইসলাম, রাজবাড়ীর অতিরিক্ত জেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোস্তফা আল রাজীব, দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোঃ সগীর মিয়া সহ স্হানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন।

এ সময় ইউএনও জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, মা ইলিশ রক্ষায় মাঠে থাকবে সেনাবাহিনী, কেউ শিথিলতা দেখালে তাঁদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে আগের দিন গতকাল শনিবার বিকেলে দৌলতদিয়া ফেরি ঘাট এলাকায় সচেতনতামূলক সভা করায় রোববার পদ্মা নদীতে কোন জেলে নৌকা দেখা যায়নি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.