০৭:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

সাংবাদিক প্রবীর সিকদারের জামিন আবেদন মঞ্জুর করলো রাজবাড়ীর আদালত

ইমরান হোসেন, রাজবাড়ীঃ ধর্মীয় অনুভুতিতে আঘাত প্রদানের অভিযোগ এনে রাজবাড়ীর আদালতে দায়ের করা মামলায় সাংবাদিক প্রবীর সিকদারের হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তাঁর আবেদন মঞ্জুর করেন। বৃহস্পতিবার সকালে প্রবীর সিকদার রাজবাড়ীর ১নং আমলী আদালতের বিচারক শুধাংশ শেখর রায়-এর আদালতে ওই জামিন আবেদন করেন।

আগামী বছরের ৩মার্চ রাজবাড়ীর সিনিয়র জুডিশিয়াল আদালতে পরবর্তী হাজিরার তারিখ প্রদান করা হয়েছে। প্রবীর সিকদারের পক্ষে আইনজীবি হিসেবে ছিলেন এ্যাড. ফরহাদ আহম্মেদ, এ্যাড. স্বপন সোম, এ্যাড. রফিকুল ইসলাম, এ্যাড. ফরিদ আহম্মেদ, এ্যাড. নিরঞ্জন বাড়ৈই সহ আরো বেশ কয়েকজন।

আইনজীবিরা জানান, রাজবাড়ী জেলা বার এসাসিয়েশনের সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাদী হয়ে গত ৩ সেপ্টেম্বর প্রবীর সিকদারের বিরুদ্ধে রাজবাড়ীর ১নং আমলী আদালতে একটি মামলা দায়ের করেন। ওই মামলার তদন্ত প্রতিবেদন দেবার জন্য জেলা শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেন আদালত। জেলা শিক্ষা অফিসার শামসুন্নাহার চৌধুরী ৩০ সেপ্টেম্বর আদালতে তদন্ত প্রতিবেদন প্রদান করেন।

সাংবাদিক প্রবীর সিকদারের রাজবাড়ীতে আসার খবর পেয়ে জেলার বিভিন্ন এলাকা থেকে মানুষ আদালত প্রাঙ্গনে এসে ভিড় করেন। আদালতের জামিন প্রদানের পর তিনি রাজবাড়ীর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আগতদের উদ্দেশ্যে বক্তৃতা করেন। সে সময় তাঁর পাশে কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক, আওয়ামী লীগ নেতা এসএম নওয়াব আলী, আমজাদ হোসেন, হেনা মুন্সি, অধ্যাপক নজরুল ইসলাম, জীবন কুন্ড, ইদ্রিস মন্ডল, আবু বক্কার সিদ্দিক সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

সাংবাদিক প্রবীর সিকদারের জামিন আবেদন মঞ্জুর করলো রাজবাড়ীর আদালত

পোস্ট হয়েছেঃ ০৭:০৬:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ২০২০

ইমরান হোসেন, রাজবাড়ীঃ ধর্মীয় অনুভুতিতে আঘাত প্রদানের অভিযোগ এনে রাজবাড়ীর আদালতে দায়ের করা মামলায় সাংবাদিক প্রবীর সিকদারের হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তাঁর আবেদন মঞ্জুর করেন। বৃহস্পতিবার সকালে প্রবীর সিকদার রাজবাড়ীর ১নং আমলী আদালতের বিচারক শুধাংশ শেখর রায়-এর আদালতে ওই জামিন আবেদন করেন।

আগামী বছরের ৩মার্চ রাজবাড়ীর সিনিয়র জুডিশিয়াল আদালতে পরবর্তী হাজিরার তারিখ প্রদান করা হয়েছে। প্রবীর সিকদারের পক্ষে আইনজীবি হিসেবে ছিলেন এ্যাড. ফরহাদ আহম্মেদ, এ্যাড. স্বপন সোম, এ্যাড. রফিকুল ইসলাম, এ্যাড. ফরিদ আহম্মেদ, এ্যাড. নিরঞ্জন বাড়ৈই সহ আরো বেশ কয়েকজন।

আইনজীবিরা জানান, রাজবাড়ী জেলা বার এসাসিয়েশনের সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাদী হয়ে গত ৩ সেপ্টেম্বর প্রবীর সিকদারের বিরুদ্ধে রাজবাড়ীর ১নং আমলী আদালতে একটি মামলা দায়ের করেন। ওই মামলার তদন্ত প্রতিবেদন দেবার জন্য জেলা শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেন আদালত। জেলা শিক্ষা অফিসার শামসুন্নাহার চৌধুরী ৩০ সেপ্টেম্বর আদালতে তদন্ত প্রতিবেদন প্রদান করেন।

সাংবাদিক প্রবীর সিকদারের রাজবাড়ীতে আসার খবর পেয়ে জেলার বিভিন্ন এলাকা থেকে মানুষ আদালত প্রাঙ্গনে এসে ভিড় করেন। আদালতের জামিন প্রদানের পর তিনি রাজবাড়ীর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আগতদের উদ্দেশ্যে বক্তৃতা করেন। সে সময় তাঁর পাশে কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক, আওয়ামী লীগ নেতা এসএম নওয়াব আলী, আমজাদ হোসেন, হেনা মুন্সি, অধ্যাপক নজরুল ইসলাম, জীবন কুন্ড, ইদ্রিস মন্ডল, আবু বক্কার সিদ্দিক সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।