০৫:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দ পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীক পেলেন নজরুল ইসলাম মন্ডল

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ আসন্ন রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের নৌকা প্রতীক পেলেন নজরুল ইসলাম মন্ডল। নজরুল ইসলাম গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক। বুধবার সন্ধ্যায় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক তাকে দলীয় মনোনয়ন দেওয়া হয়।

দলীয় সূত্র জানায়, আসন্ন ১৪ ফেব্রুয়ারী গোয়ালন্দ পৌরসভা নির্বাচনে মেয়র পদে সরকার দলীয় আওয়ামী লীগের মনোনয়ন পেতে কেন্দ্রীয় আওয়ামী লীগে মনোনয়ন ফরম জমা দিয়েছিলন পৌরসভার বর্তমান মেয়র ও উপজেলা আ.লীগের ১নম্বর সদস্য শেখ মো. নিজাম, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মন্ডল ও উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শালিমুজ্জামান হিরন। দলীয় মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীরা গত কয়েক দিন ধরেই কেন্দ্রীয়ভাবে নেতাদের কাছে লবিং, তদবির করে আসছিলেন।

এর আগে দলীয়ভাবে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেতে গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের কাছে বেশ কয়েকজন আবেদন করেন। সেখানে পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মন্ডল, পৌর আ.লীগের সাবেক সভাপতি তামান্না আক্তার কাকলী, পৌর আ.লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বাদল বিশ^াস, সালাহ উদ্দীন মাহমুদ রেজা, সাবেক ছাত্রলীগ নেতা শেখ শালিমুজ্জামান হিরন, আ.লীগ নেতা নুরুল আলম ও পৌরসভার মেয়র শেখ মো. নিজামের ছোট ভাই শেখ মো. নজরুল ইসলাম। এদের মধ্যে দলীয় ভোটারদের ভোটে সর্বোচ্চ ভোট পান নজরুল ইসলাম মন্ডল। এরপর দ্বিতীয় হন তামান্না আক্তার কাকলী এবং তৃতীয় সালাহ উদ্দিন মাহমুদ রেজা। পরবর্তীতে দলীয়ভাবে প্রার্থী চূড়ান্ত করতে কেন্দ্রে তালিকা প্রেরণ করে জেলা আওয়ামী লীগ।

এদিকে দলীয় তালিকার বাইরে স্থানীয়ভাবে নেতৃবৃন্দের কাছে মনোনয়ন না চাইলেও কেন্দ্রীয়ভাবে দলীয় মনোনয়ন পেতে দৌড়ঝাপ শুরু করেন পৌরসভার মেয়র শেখ মো. নিজাম। তিনি বেশ কয়েক দিন ঢাকায় অবস্থান করে লবিং, তদবির করতে থাকেন।

একই ভাবে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেতে কেন্দ্রীয়ভাবে তদবির, লবিং করতে থাকেন পৌর আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মন্ডল। ২০১৫ সালের ৩০ ডিসেম্বর নির্বাচনে আ.লীগ প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে সামান্য ভোটের ব্যবধানে পরাজিত হন নজরুল ইসলাম মন্ডল।

বুধবার (১৩ জানুয়ারী) সন্ধ্যার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন (গনভবন) এ সাত সদস্যের মনোনয় বোর্ডের সভায় দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়। এতে গোয়ালন্দ পৌরসভার মেয়র পদে নৌকা প্রতীক প্রদান করা হয় গতবারের নৌকার প্রার্থী মো. নজরুল ইসলাম মন্ডলকে।

দীর্ঘ পাঁচটি বছর দলের বিভিন্ন কর্মকান্ডে সক্রিয় থাকা ও যে কোন আচার-অনুষ্ঠানে সরব উপস্থিতির কারণে এবারের নির্বাচনে পুনরায় দলীয় প্রতীক নৌকা পাওয়ায় মেয়র হিসেবে নজরুল মন্ডলের বিজয় হওয়ার শতভাগ আশাবাদী দলীয় নেতাকর্মীরা। দলীয় প্রার্থী ঘোষনার পর থেকে নেতাকর্মীদের মাঝে নির্বাচনী আমেজ পুরোদমে শুরু হয়েছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

গোয়ালন্দ পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীক পেলেন নজরুল ইসলাম মন্ডল

পোস্ট হয়েছেঃ ১২:৩৫:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০২১

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ আসন্ন রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের নৌকা প্রতীক পেলেন নজরুল ইসলাম মন্ডল। নজরুল ইসলাম গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক। বুধবার সন্ধ্যায় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক তাকে দলীয় মনোনয়ন দেওয়া হয়।

দলীয় সূত্র জানায়, আসন্ন ১৪ ফেব্রুয়ারী গোয়ালন্দ পৌরসভা নির্বাচনে মেয়র পদে সরকার দলীয় আওয়ামী লীগের মনোনয়ন পেতে কেন্দ্রীয় আওয়ামী লীগে মনোনয়ন ফরম জমা দিয়েছিলন পৌরসভার বর্তমান মেয়র ও উপজেলা আ.লীগের ১নম্বর সদস্য শেখ মো. নিজাম, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মন্ডল ও উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শালিমুজ্জামান হিরন। দলীয় মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীরা গত কয়েক দিন ধরেই কেন্দ্রীয়ভাবে নেতাদের কাছে লবিং, তদবির করে আসছিলেন।

এর আগে দলীয়ভাবে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেতে গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের কাছে বেশ কয়েকজন আবেদন করেন। সেখানে পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মন্ডল, পৌর আ.লীগের সাবেক সভাপতি তামান্না আক্তার কাকলী, পৌর আ.লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বাদল বিশ^াস, সালাহ উদ্দীন মাহমুদ রেজা, সাবেক ছাত্রলীগ নেতা শেখ শালিমুজ্জামান হিরন, আ.লীগ নেতা নুরুল আলম ও পৌরসভার মেয়র শেখ মো. নিজামের ছোট ভাই শেখ মো. নজরুল ইসলাম। এদের মধ্যে দলীয় ভোটারদের ভোটে সর্বোচ্চ ভোট পান নজরুল ইসলাম মন্ডল। এরপর দ্বিতীয় হন তামান্না আক্তার কাকলী এবং তৃতীয় সালাহ উদ্দিন মাহমুদ রেজা। পরবর্তীতে দলীয়ভাবে প্রার্থী চূড়ান্ত করতে কেন্দ্রে তালিকা প্রেরণ করে জেলা আওয়ামী লীগ।

এদিকে দলীয় তালিকার বাইরে স্থানীয়ভাবে নেতৃবৃন্দের কাছে মনোনয়ন না চাইলেও কেন্দ্রীয়ভাবে দলীয় মনোনয়ন পেতে দৌড়ঝাপ শুরু করেন পৌরসভার মেয়র শেখ মো. নিজাম। তিনি বেশ কয়েক দিন ঢাকায় অবস্থান করে লবিং, তদবির করতে থাকেন।

একই ভাবে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেতে কেন্দ্রীয়ভাবে তদবির, লবিং করতে থাকেন পৌর আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মন্ডল। ২০১৫ সালের ৩০ ডিসেম্বর নির্বাচনে আ.লীগ প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে সামান্য ভোটের ব্যবধানে পরাজিত হন নজরুল ইসলাম মন্ডল।

বুধবার (১৩ জানুয়ারী) সন্ধ্যার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন (গনভবন) এ সাত সদস্যের মনোনয় বোর্ডের সভায় দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়। এতে গোয়ালন্দ পৌরসভার মেয়র পদে নৌকা প্রতীক প্রদান করা হয় গতবারের নৌকার প্রার্থী মো. নজরুল ইসলাম মন্ডলকে।

দীর্ঘ পাঁচটি বছর দলের বিভিন্ন কর্মকান্ডে সক্রিয় থাকা ও যে কোন আচার-অনুষ্ঠানে সরব উপস্থিতির কারণে এবারের নির্বাচনে পুনরায় দলীয় প্রতীক নৌকা পাওয়ায় মেয়র হিসেবে নজরুল মন্ডলের বিজয় হওয়ার শতভাগ আশাবাদী দলীয় নেতাকর্মীরা। দলীয় প্রার্থী ঘোষনার পর থেকে নেতাকর্মীদের মাঝে নির্বাচনী আমেজ পুরোদমে শুরু হয়েছে।