০৩:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

অপহরণের দেড় মাস পর কলেজ ছাত্রী উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদকঃ রাজবাড়ীর গোয়ালন্দে অপহরণের দেড় মাস পর কলেজ ছাত্রীকে থানা পুলিশ উদ্ধার করেছে। এছাড়া ঘটনার সাথে জড়িত মূল অভিযুক্ত যুবক মুঞ্জু ওরফে মজনু মন্ডলকেও (৩০) পুলিশ গ্রেপ্তার করেছে। মজনু গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া উম্বার কাজী পাড়ার আব্দুল লতিফ মন্ডলের ছেলে।

রোববার পুলিশ কলেজ ছাত্রীকে ধর্ষন ও বয়স নির্ধারণে ডাক্তারী পরীক্ষার জন্য রাজবাড়ী সদর হাসপাতালে প্রেরণ করেছে। একই সাথে গ্রেপ্তারকৃত যুবককেও রাজবাড়ীর আদালতে প্রেরণ করেছে।

অভিযোগে জানা যায়, উপজেলার দৌলতদিয়া এলাকার বাসিন্দা রাবেয়া ইদ্রিস মহিলা ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর ছাত্রীকে (১৬) কলেজ ও প্রাইভেট পড়তে আসা-যাওয়ার সময় মঞ্জু ওরফে মজনু মন্ডল কুপ্রস্তাব সহ নানাভাবে উত্যক্ত করতো। বিষয়টি কলেজ ছাত্রী তার পরিবারের মাধ্যমে মজনুর পরিবারকে সতর্ক করতে অবগত করে। এতে মজনু আরো বেশি ক্ষিপ্ত হয়ে কলেজ ছাত্রীর পরিবারকে নানাভাবে হয়রানী ও হুমকি দিতে থাকে। গত ৪ নভেম্বর বিকেলে বাড়ি থেকে বের হয়ে প্রাইভেট পড়তে যাওয়ার সময় অভিযুক্ত মজনু মন্ডল ও তার লোকজন পথরোধ করে জোরপূর্বক একটি মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায়। বিষয়টি স্থানীয় লোকজন দেখার পর কলেজ ছাত্রীর পরিবারকে জানালে তারা তাৎক্ষনিকভাবে মজনুর পরিবারকে অবগত করে। তাদের মেয়েকে ফিরিয়ে দেওয়ারও অনুরোধ জানায়। তাতে কোন কর্ণপাত না করায় স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করেও ব্যার্থ হয়। অবশেষে ঘটনার প্রায় এক মাস পর ৮ ডিসেম্বর কলেজ ছাত্রীর বাবা বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় মজনু মন্ডল ও ইবাদত শেখকে অভিযুক্ত করে একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা (নং-৪) দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে পুলিশ কলেজ ছাত্রীকে উদ্ধারে তৎপর হয়। শনিবার (২৬ ডিসেম্বর) বিকেলে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক (এস.আই) মাছরুল আলম অভিযুক্ত মঞ্জু ওরফে মজনুর বাড়ি থেকে কলেজ ছাত্রীকে উদ্ধার এবং মজনুকে গ্রেপ্তার করে।

গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, কলেজ ছাত্রী অপহরণের অভিযোগ পাওয়ার থেকে পুলিশ তৎপর ছিল। বিভিন্ন কৌশল অবলম্বন করে শনিবার বিকেলে কলেজ ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। মামলার সুষ্ঠ তদন্তের স্বার্থে ধর্ষন ও বয়স নির্ধারণ সংক্রান্তে ডাক্তারী পরীক্ষা করাতে রোববার তাকে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সাথে গ্রেপ্তারকৃত মজনুকে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

অপহরণের দেড় মাস পর কলেজ ছাত্রী উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার

পোস্ট হয়েছেঃ ১১:৫০:১০ অপরাহ্ন, রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০

নিজস্ব প্রতিবেদকঃ রাজবাড়ীর গোয়ালন্দে অপহরণের দেড় মাস পর কলেজ ছাত্রীকে থানা পুলিশ উদ্ধার করেছে। এছাড়া ঘটনার সাথে জড়িত মূল অভিযুক্ত যুবক মুঞ্জু ওরফে মজনু মন্ডলকেও (৩০) পুলিশ গ্রেপ্তার করেছে। মজনু গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া উম্বার কাজী পাড়ার আব্দুল লতিফ মন্ডলের ছেলে।

রোববার পুলিশ কলেজ ছাত্রীকে ধর্ষন ও বয়স নির্ধারণে ডাক্তারী পরীক্ষার জন্য রাজবাড়ী সদর হাসপাতালে প্রেরণ করেছে। একই সাথে গ্রেপ্তারকৃত যুবককেও রাজবাড়ীর আদালতে প্রেরণ করেছে।

অভিযোগে জানা যায়, উপজেলার দৌলতদিয়া এলাকার বাসিন্দা রাবেয়া ইদ্রিস মহিলা ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর ছাত্রীকে (১৬) কলেজ ও প্রাইভেট পড়তে আসা-যাওয়ার সময় মঞ্জু ওরফে মজনু মন্ডল কুপ্রস্তাব সহ নানাভাবে উত্যক্ত করতো। বিষয়টি কলেজ ছাত্রী তার পরিবারের মাধ্যমে মজনুর পরিবারকে সতর্ক করতে অবগত করে। এতে মজনু আরো বেশি ক্ষিপ্ত হয়ে কলেজ ছাত্রীর পরিবারকে নানাভাবে হয়রানী ও হুমকি দিতে থাকে। গত ৪ নভেম্বর বিকেলে বাড়ি থেকে বের হয়ে প্রাইভেট পড়তে যাওয়ার সময় অভিযুক্ত মজনু মন্ডল ও তার লোকজন পথরোধ করে জোরপূর্বক একটি মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায়। বিষয়টি স্থানীয় লোকজন দেখার পর কলেজ ছাত্রীর পরিবারকে জানালে তারা তাৎক্ষনিকভাবে মজনুর পরিবারকে অবগত করে। তাদের মেয়েকে ফিরিয়ে দেওয়ারও অনুরোধ জানায়। তাতে কোন কর্ণপাত না করায় স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করেও ব্যার্থ হয়। অবশেষে ঘটনার প্রায় এক মাস পর ৮ ডিসেম্বর কলেজ ছাত্রীর বাবা বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় মজনু মন্ডল ও ইবাদত শেখকে অভিযুক্ত করে একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা (নং-৪) দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে পুলিশ কলেজ ছাত্রীকে উদ্ধারে তৎপর হয়। শনিবার (২৬ ডিসেম্বর) বিকেলে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক (এস.আই) মাছরুল আলম অভিযুক্ত মঞ্জু ওরফে মজনুর বাড়ি থেকে কলেজ ছাত্রীকে উদ্ধার এবং মজনুকে গ্রেপ্তার করে।

গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, কলেজ ছাত্রী অপহরণের অভিযোগ পাওয়ার থেকে পুলিশ তৎপর ছিল। বিভিন্ন কৌশল অবলম্বন করে শনিবার বিকেলে কলেজ ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। মামলার সুষ্ঠ তদন্তের স্বার্থে ধর্ষন ও বয়স নির্ধারণ সংক্রান্তে ডাক্তারী পরীক্ষা করাতে রোববার তাকে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সাথে গ্রেপ্তারকৃত মজনুকে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।