০৭:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

পাংশায় অস্ত্র ও গুলিসহ চরমপন্থী দলের সদস্য তেছেম গ্রেপ্তার

হেলাল মাহমুদঃ রাজবাড়ী জেলার পাংশা মডেল থানার পুলিশ বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে অভিযান চালিয়ে তেছেম সেখ (৩০) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে। তার কাছ থেকে পুলিশ অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার করেছে। সে চরমপন্থী দলের একজন সক্রিয় সদস্য হিসেবে পরিচিত। সে পাংশা উপজেলার বাবুপাড়া ইউপির সুজানগর গ্রামের আহম্মদ শেখের ছেলে।

পাংশা থানা পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান উল্লাহর নেতৃত্বে উপ-পরিদর্শক (এস.আই) ননী গোপাল সরকারসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা মিলে বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতের দিকে অভিযান চালায়। এসময় তার বাড়ি থেকে পুলিশ ১টি দেশীয় তৈরী ওয়ান শুটারগান ও ৮টি কার্তুজসহ তেছেম শেখকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে নিষিদ্ধ চরমপন্থী দলের সক্রিয় সদস্য হিসেবে নাম রয়েছে।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান উল্লাহ বলেন, ধৃত তেছেম শেখ একটি হত্যা মামলার আসামী। তার বিরুদ্ধে পাংশা মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার তাকে রাজবাড়ীর মূখ্য বিচারিক আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

পাংশায় অস্ত্র ও গুলিসহ চরমপন্থী দলের সদস্য তেছেম গ্রেপ্তার

পোস্ট হয়েছেঃ ০৬:৫৭:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২০

হেলাল মাহমুদঃ রাজবাড়ী জেলার পাংশা মডেল থানার পুলিশ বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে অভিযান চালিয়ে তেছেম সেখ (৩০) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে। তার কাছ থেকে পুলিশ অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার করেছে। সে চরমপন্থী দলের একজন সক্রিয় সদস্য হিসেবে পরিচিত। সে পাংশা উপজেলার বাবুপাড়া ইউপির সুজানগর গ্রামের আহম্মদ শেখের ছেলে।

পাংশা থানা পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান উল্লাহর নেতৃত্বে উপ-পরিদর্শক (এস.আই) ননী গোপাল সরকারসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা মিলে বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতের দিকে অভিযান চালায়। এসময় তার বাড়ি থেকে পুলিশ ১টি দেশীয় তৈরী ওয়ান শুটারগান ও ৮টি কার্তুজসহ তেছেম শেখকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে নিষিদ্ধ চরমপন্থী দলের সক্রিয় সদস্য হিসেবে নাম রয়েছে।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান উল্লাহ বলেন, ধৃত তেছেম শেখ একটি হত্যা মামলার আসামী। তার বিরুদ্ধে পাংশা মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার তাকে রাজবাড়ীর মূখ্য বিচারিক আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।