০৪:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে করোনা আক্রান্ত সন্দেহে এক জনকে ঢাকায় প্রেরণ

হেলাল মাহমুদঃ করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে রাজবাড়ী সদর হাসপাতাল এক সবজি বিক্রেতা (৬০) ভর্তি হলেও তাকে পরে ঢাকায় পাঠানো হয়েছে। আক্রান্তের কথা নিশ্চিত করেছেন রাজবাড়ীর সদর হাসপাতালের তত্বাবধায়ক দিপক কুমার বিশ্বাস।

রাজবাড়ী সদর হাসপাতাল সূত্র জানায়, মঙ্গলবার সকালে আক্রান্ত সবজি বিক্রেতা ঠান্ডা, জ্বর, কাশি ও শ্বাসকষ্ট সহ শরীরে ব্যথা নিয়ে হাসপাতালে আসেন। পরে তাদের স্বাস্থ্য পরীক্ষা, এক্সরে প্রতিবেদন বিশ্লেষন ও শারীরিক অবস্থা বিবেচনা করে তাকে ঢাকার কূর্মিটোলায় প্রেরণ করা হয়েছে। এছাড়া এক কলেজ ছাত্র ঠান্ডা, জ্বর নিয়ে আক্রান্ত হলে তাকে সদর হাসপাতালের আইসোলেশনে রাখার প্রস্তুতি চলছে।

রাজবাড়ী সদর হাসপাতালের তত্বাবধায়ক দিপক কুমার বিস্বাস বলেন, আক্রান্ত সবজি বিক্রেতাকে ঢাকায় পাঠানো সম্ভব হয়েছে। কলেজ ছাত্রকে প্রাথমিকভাবে হাসপাতালের আইসোলেশনে রাখার ব্যবস্থা করা হচ্ছে। পর্যবেক্ষন শেষে প্রয়োজন হলে তাকেও ঢাকায় পাঠানো হবে।
সিভিল সার্জন মো. নুরুল ইসলাম বলেন, করোনাভাইরাস সংক্রমণ সন্দেহে একজনকে ইতিমধ্যে ঢাকায় পাঠানো হলেও কলেজ ছাত্রের মা সেবিকা হওয়ায় তার নিজের পর্যবেক্ষনে হাসপাতালে রাখা হয়েছে। তাকেও প্রয়োজনে বুধবার ঢাকায় প্রেরণ করা হবে বলে জানান এই কর্মকর্তা।

উল্লেখ্য, ঢাকায় পাঠানো সবজি বিক্রেতা দীর্ঘদিন ধরে টিবি রোগসহ শ্বাসকষ্ট জনিত রোগে ভুগছিলেন এবং তার অবস্থা খুব সংকটাপূর্ণ অবস্থায় ছিলো বলে জানিয়েছেন তার প্রতিবেশিরা।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

রাজবাড়ীতে করোনা আক্রান্ত সন্দেহে এক জনকে ঢাকায় প্রেরণ

পোস্ট হয়েছেঃ ০৬:৩৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২০

হেলাল মাহমুদঃ করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে রাজবাড়ী সদর হাসপাতাল এক সবজি বিক্রেতা (৬০) ভর্তি হলেও তাকে পরে ঢাকায় পাঠানো হয়েছে। আক্রান্তের কথা নিশ্চিত করেছেন রাজবাড়ীর সদর হাসপাতালের তত্বাবধায়ক দিপক কুমার বিশ্বাস।

রাজবাড়ী সদর হাসপাতাল সূত্র জানায়, মঙ্গলবার সকালে আক্রান্ত সবজি বিক্রেতা ঠান্ডা, জ্বর, কাশি ও শ্বাসকষ্ট সহ শরীরে ব্যথা নিয়ে হাসপাতালে আসেন। পরে তাদের স্বাস্থ্য পরীক্ষা, এক্সরে প্রতিবেদন বিশ্লেষন ও শারীরিক অবস্থা বিবেচনা করে তাকে ঢাকার কূর্মিটোলায় প্রেরণ করা হয়েছে। এছাড়া এক কলেজ ছাত্র ঠান্ডা, জ্বর নিয়ে আক্রান্ত হলে তাকে সদর হাসপাতালের আইসোলেশনে রাখার প্রস্তুতি চলছে।

রাজবাড়ী সদর হাসপাতালের তত্বাবধায়ক দিপক কুমার বিস্বাস বলেন, আক্রান্ত সবজি বিক্রেতাকে ঢাকায় পাঠানো সম্ভব হয়েছে। কলেজ ছাত্রকে প্রাথমিকভাবে হাসপাতালের আইসোলেশনে রাখার ব্যবস্থা করা হচ্ছে। পর্যবেক্ষন শেষে প্রয়োজন হলে তাকেও ঢাকায় পাঠানো হবে।
সিভিল সার্জন মো. নুরুল ইসলাম বলেন, করোনাভাইরাস সংক্রমণ সন্দেহে একজনকে ইতিমধ্যে ঢাকায় পাঠানো হলেও কলেজ ছাত্রের মা সেবিকা হওয়ায় তার নিজের পর্যবেক্ষনে হাসপাতালে রাখা হয়েছে। তাকেও প্রয়োজনে বুধবার ঢাকায় প্রেরণ করা হবে বলে জানান এই কর্মকর্তা।

উল্লেখ্য, ঢাকায় পাঠানো সবজি বিক্রেতা দীর্ঘদিন ধরে টিবি রোগসহ শ্বাসকষ্ট জনিত রোগে ভুগছিলেন এবং তার অবস্থা খুব সংকটাপূর্ণ অবস্থায় ছিলো বলে জানিয়েছেন তার প্রতিবেশিরা।