নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। একই সাথে তামাক নিয়ন্ত্রন আইন বাস্তবায়ন উপজেলা টাস্কফোর্স কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়।
“তামাক নয়, খাদ্য ফলান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত সভার সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন। বিশ্ব তামাকমুক্ত দিবস পালনের পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে তামাক নিয়ন্ত্রন আইন বাস্তবায়ন উপজেলা টাস্কফোর্স কমিটির কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়।
সভা দুটিতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারসিম তারান্নুম হক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. শরীফ ইসলাম, গোয়ালন্দ ঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের সহযোগী অধ্যাপক আমীরুল ইসলাম লিন্টু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হাসান, দেবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুল ইসলাম প্রমূখ।