ইমরান হোসেন মনিম, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল সাংবাদিক ও সাংবাদিকদের মা তুলে অশ্লীল, কুরুচিপূর্ণ ও অকথ্য ভাষায় গালাগালি করার প্রতিবাদে মানববন্ধন করেছে রাজবাড়ী জেলার কর্মরত সাংবাদিকরা।
বুধবার (২৩ আগষ্ট) বেলা সাড়ে এগারটায় রাজবাড়ী প্রেসক্লাব কার্যালয়ের সামনে জেলার কর্মরত সাংবাদিকরা আয়োজিত ঘন্টাব্যাপী এ মানববন্ধনে জেলার ইলেকট্রনিক, প্রিন্ট, অনলাইন সহ বিভিন্ন গন মাধ্যমে কর্মরত শতাধিক সাংবাদিক অংশ গ্রহণ করেন।
রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট খান মোহাম্মদ জহুরুল হক এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, রাজবাড়ী প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু মুসা বিশ্বাস, সহ সভাপতি মোশারফ হোসেন, রাজবাড়ী জেলা প্রেসক্লাবের সভাপতি করিম ইসাহাক, রাজবাড়ী রিপোর্টার্স ক্লাবের সভাপতি লিটন চক্রবর্তী, জেলা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক সৌমিত্রশীল চন্দন, জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও প্রথম আলো রাজবাড়ী প্রতিনিধি এজাজ আহমেদ, গোয়ালন্দ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সমকাল প্রতিনিধি আসজাদ হোসেন আজু, সাবেক সভাপতি ও কালেরকণ্ঠ প্রতিনিধি গণেশ পাল, সাবেক সাধারণ সম্পাদক ও ইত্তেফাক সংবাদদাতা আক্তারুজ্জামান মৃধা প্রমূখ। মানববন্ধন কার্যক্রম পরিচালনা করেন রাজবাড়ী প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক ও কালের কন্ঠ পত্রিকার রাজবাড়ী প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন।
উল্লেখ্য গত ১৫ আগস্ট তারিখে জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জুতাপায়ে হাসি মুখে বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে অসম্মান জানানোর সংবাদ বিভিন্ন গন মাধ্যমে প্রকাশের কারণে দৈনিক সমকাল পত্রিকার গোয়ালন্দ প্রতিনিধি আসজাদ হোসেন আজুকে ফোন করে জেলার সকল সাংবাদিকদের অশালীন ভাষায় গালাগালি করেন।
এরই প্রতিবাদে এই মানববন্ধন সহ জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের কাছে পদক্ষেপ গ্রহনে স্মারকলিপি প্রদান করা হয়। একই সাথে নজরুল মন্ডলের পৌর আওয়ামী লীগের সভাপতির পদ ও পৌর মেয়র পদ থেকে অব্যাহতির অনুরোধ জানান সাংবাদিকরা।