নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস যথাযথ মর্যাদার সাথে রাজবাড়ীর গোয়ালন্দে পালিত হয়েছে। সকালে গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ কাউন্সিল, পৌরসভা, গোয়ালন্দ ঘাট থানা, আওয়ামী লীগ, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ সহ বিভিন্ন সরকারি, বেসরকারী প্রতিষ্ঠান শ্রদ্ধা নিবেদন করেন। একই সাথে উপজেলা পরিষদ চত্বরে নির্মিত ৭ মার্চ চত্বরে শ্রদ্ধা নিবেদন করা হয়।
সকাল ৯টায় গোয়ালন্দ উপজেলা পরিষদ কোর্ট মাঠ চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটি পালনের উদ্বোধন করা হয়। রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনব্যাপী অনুষ্ঠানের কার্যক্রম উদ্বোধন করেন।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস পারভীন, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস প্রমূখ উপস্থিত ছিলেন। গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ ইমামুজ্জামান এর নেতৃত্বে পুলিশ সদস্যরা সালাম প্রদর্শন করেন। সাথে আনসার ভিডিপি, ফায়ার সার্ভিস ষ্টেশনের সদস্য, স্কাউট সদস্য সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সালাম প্রদর্শন করেন।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে গোয়ালন্দ উপজেলার বীর মুক্তিযোদ্ধা এবং প্রয়াত মুক্তিযোদ্ধার পরিবারকে সম্মাননা প্রদান করা হয়। ইউএনও জ্যোতি বিকাশ চন্দ্র এর সভাপতিত্বে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পৃকত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কাজী কেরামত আলী। এতে ১২৫ জন মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়। এ সময় উপজেলার উৎপাদনমুখী শিল্প প্রতিষ্ঠান মোস্তফা মেটাল ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর সহযোগিতায় মুক্তিযোদ্ধাদের হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।