০৭:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

ইউএনও নিজেই ঘরে পৌছে দিলেন খাবার

ষ্টাফ রিপোর্টারঃ করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ঘরে থাকা নি¤œ আয়ের মানুষ ও অতি দরিদ্র পরিবারের ঘরে খাদ্য সহায়তা পৌছে দিচ্ছে উপজেলা প্রশাসন। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় এ পর্যন্ত প্রায় ২,১৫০ পরিবারের মাঝে সাড়ে ৪৭ মেট্রিক টন চাউল দেওয়া হয়েছে। এছাড়া নগদ ৮০ হাজার টাকাও বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার উপজেলার দেবগ্রাম ইউনিয়নের তেনাপচা আশ্রয়ণ কেন্দ্রে খাদ্য সহায়তা হিসেবে চাউল দেওয়া হয়।

মঙ্গলবার রাতে গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের ১৭৭টি পরিবার ও ছোটভাকলা ইউনিয়নের ২৯টি জেলে পরিবারের ঘরে খাদ্য সহায়তা হিসবে ৮০ কেজি করে চাউল পৌছে দেন ইউএনও রুবায়েত হায়াত শিপলু। একই দিন রাতে ইউএনও রিক্সা চালক, ভ্যান চালক, দিন মুজুর, ভিক্ষুক ও হিজরাসহ এমন ৭০ জনের মাঝে খাদ্য সহায়তা হিসেবে ৫ কেজি করে চাউল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ ও ১ লিটার করে সয়াবিন তেল দেওয়া হয়।

এসময় ইউএনও’র সাথে সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান, সমাজসেবা কর্মকর্তা চন্দন মিত্র, জনস্বাস্থ্য প্রকৌশলী মাসুদ রানা, দুর্যোগ ও ত্রাণ দপ্তরের উপ-সহকারী প্রকৌশলী সাদেক আলী প্রমূখ উপস্থিত ছিলেন।

মঙ্গলবার রাত প্রায় সাড়ে নয়টা বাজে। দুর্গম গ্রামাঞ্চলের সাধারণ খেটে খাওয়া অনেক মানুষই তখন ঘুমে নিরব নিস্তব্দ। ঠিক তখনই খাদ্য সহায়তার বস্তা নিয়ে হাজির ইউএনও। দেবগ্রামের নদী ভাঙ্গন কবলিত এলাকার হত দরিদ্র দিন মুজুর সুফিয়া বেগমের বাড়ি দেবগ্রামের রাস্তার ধারে। তিনি সন্তান নিয়ে ঘুমে ছিলেন। এমন সময় ঘরের দরজায় কড়া নেড়ে তাকে ডেকে তুলেন ইউএনও। তার তুলে দেন বিভিন্ন খাদ্য সামগ্রীর একটি বস্তা। গভীররাতে খাবারের প্যাকেট হাতে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি।


সুফিয়া বেগম বলেন, কোথাও কোন কাম কাজ নাই। অন্যের কবাড়িতে কাজ করে চলতাম। কিন্তু করোনা ভাইরসের কারণে তাও বন্ধ। বাইরে যেতে পারিনা। কয়েকদিন ধরে অনেক কষ্টে ছিলাম। এমন সময় খাবারের ব্যবস্থা হওয়ায় ভালই চলতে পারমু। তবে এতবড় অফিসার এসে বাড়িতে খাবার পৌছে দিবেন কখনই ভাবতে পারেননি তিনি।

দেবগ্রামের তেনাপচা এলাকার দরিদ্র রিক্সা চালক জাহিদ শেখ প্রশাসনের কড়াকড়িতে মাঝেমধ্যে লুকিয়ে রিক্সা চালালেও তেমন একটা আয় রোজগার নেই। স্ত্রী-সন্তান নিয়ে তিনি অনেকটা কষ্টে দিন পার করছিলেন। ইউএনও নিজে তার ঘরে খাবার পৌছে দেওয়ায় তিনি যেন আকাশ থেকে পড়লেন। এভাবে প্রশাসনের লোকজন এসে খাবার বাড়ি পৌছে দেওয়ায় তার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে।

ইউএনও রুবায়েত হয়াত শিপলু বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত অসহায় মানুষের জন্য ত্রাণ-সাহায্য অব্যাহত থাকবে। সুফিয়া বেগম, জাহিদ শেখের মতো আরো অনেকেই আছেন যারা দিন আনে দিন খায়। তাদেরকে খুঁজে বাড়ি বাড়ি খাদ্য সহায়তা পৌছে দেওয়ার চষ্টা করছি। তবে সবাইকে মনে রাখতে হবে করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখুন।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

ইউএনও নিজেই ঘরে পৌছে দিলেন খাবার

পোস্ট হয়েছেঃ ০৭:১৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২০

ষ্টাফ রিপোর্টারঃ করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ঘরে থাকা নি¤œ আয়ের মানুষ ও অতি দরিদ্র পরিবারের ঘরে খাদ্য সহায়তা পৌছে দিচ্ছে উপজেলা প্রশাসন। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় এ পর্যন্ত প্রায় ২,১৫০ পরিবারের মাঝে সাড়ে ৪৭ মেট্রিক টন চাউল দেওয়া হয়েছে। এছাড়া নগদ ৮০ হাজার টাকাও বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার উপজেলার দেবগ্রাম ইউনিয়নের তেনাপচা আশ্রয়ণ কেন্দ্রে খাদ্য সহায়তা হিসেবে চাউল দেওয়া হয়।

মঙ্গলবার রাতে গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের ১৭৭টি পরিবার ও ছোটভাকলা ইউনিয়নের ২৯টি জেলে পরিবারের ঘরে খাদ্য সহায়তা হিসবে ৮০ কেজি করে চাউল পৌছে দেন ইউএনও রুবায়েত হায়াত শিপলু। একই দিন রাতে ইউএনও রিক্সা চালক, ভ্যান চালক, দিন মুজুর, ভিক্ষুক ও হিজরাসহ এমন ৭০ জনের মাঝে খাদ্য সহায়তা হিসেবে ৫ কেজি করে চাউল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ ও ১ লিটার করে সয়াবিন তেল দেওয়া হয়।

এসময় ইউএনও’র সাথে সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান, সমাজসেবা কর্মকর্তা চন্দন মিত্র, জনস্বাস্থ্য প্রকৌশলী মাসুদ রানা, দুর্যোগ ও ত্রাণ দপ্তরের উপ-সহকারী প্রকৌশলী সাদেক আলী প্রমূখ উপস্থিত ছিলেন।

মঙ্গলবার রাত প্রায় সাড়ে নয়টা বাজে। দুর্গম গ্রামাঞ্চলের সাধারণ খেটে খাওয়া অনেক মানুষই তখন ঘুমে নিরব নিস্তব্দ। ঠিক তখনই খাদ্য সহায়তার বস্তা নিয়ে হাজির ইউএনও। দেবগ্রামের নদী ভাঙ্গন কবলিত এলাকার হত দরিদ্র দিন মুজুর সুফিয়া বেগমের বাড়ি দেবগ্রামের রাস্তার ধারে। তিনি সন্তান নিয়ে ঘুমে ছিলেন। এমন সময় ঘরের দরজায় কড়া নেড়ে তাকে ডেকে তুলেন ইউএনও। তার তুলে দেন বিভিন্ন খাদ্য সামগ্রীর একটি বস্তা। গভীররাতে খাবারের প্যাকেট হাতে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি।


সুফিয়া বেগম বলেন, কোথাও কোন কাম কাজ নাই। অন্যের কবাড়িতে কাজ করে চলতাম। কিন্তু করোনা ভাইরসের কারণে তাও বন্ধ। বাইরে যেতে পারিনা। কয়েকদিন ধরে অনেক কষ্টে ছিলাম। এমন সময় খাবারের ব্যবস্থা হওয়ায় ভালই চলতে পারমু। তবে এতবড় অফিসার এসে বাড়িতে খাবার পৌছে দিবেন কখনই ভাবতে পারেননি তিনি।

দেবগ্রামের তেনাপচা এলাকার দরিদ্র রিক্সা চালক জাহিদ শেখ প্রশাসনের কড়াকড়িতে মাঝেমধ্যে লুকিয়ে রিক্সা চালালেও তেমন একটা আয় রোজগার নেই। স্ত্রী-সন্তান নিয়ে তিনি অনেকটা কষ্টে দিন পার করছিলেন। ইউএনও নিজে তার ঘরে খাবার পৌছে দেওয়ায় তিনি যেন আকাশ থেকে পড়লেন। এভাবে প্রশাসনের লোকজন এসে খাবার বাড়ি পৌছে দেওয়ায় তার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে।

ইউএনও রুবায়েত হয়াত শিপলু বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত অসহায় মানুষের জন্য ত্রাণ-সাহায্য অব্যাহত থাকবে। সুফিয়া বেগম, জাহিদ শেখের মতো আরো অনেকেই আছেন যারা দিন আনে দিন খায়। তাদেরকে খুঁজে বাড়ি বাড়ি খাদ্য সহায়তা পৌছে দেওয়ার চষ্টা করছি। তবে সবাইকে মনে রাখতে হবে করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখুন।