ষ্টাফ রিপোর্টার, রাজবাড়ীঃ করোনায় আক্রান্ত হয়েছেন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী এবং তাঁর আপন মেজো ভাই ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী সহ উভয় পরিবারের মোট ৭ জন। পরিবারের পক্ষ থেকে গণমাধ্যম কর্মীদের সংবাদের সত্যতা নিশ্চিত করা হয়েছে।
স্বাস্থ্য বিভাগ ও পরিবার সূত্র জানায়, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সাংসদ কাজী কেরামত আলী এবং তাঁর সহধর্মীনি রেবেকা সুলতানার করোনা পজেটিভ শনাক্ত হয় গত ২৫ মার্চ। এর একদিন পর তাঁদের একমাত্র সন্তান কানিজ ফাতেমা চৈতীও করোনায় আক্রান্ত হলে ২৭ মার্চ রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালের ভর্তি করা হয়।
কানিজ ফাতেমা চৈতী সোমবার দুপুরে সাংবাদিকদের জানিয়েছেন, তিনি সহ তাঁর বাবা ও মা এখন অনেকটাই সুস্থ রয়েছেন। তিনি তাঁদের সুস্থতার জন্য রাজবাড়ীসহ দেশবাসী সকলের কাছে দোয়া কামনা করেছেন।
এদিকে সোমবার রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন, গত রোববার তাঁর করোনা পজেটিভ শনাক্ত হয়। এর আগে তাঁর সহধর্মীনি রাবেয়া পারভীন স্বপ্না, ছেলে কাজী রাকিবুল হোসেন শান্তুনু ও শান্তুনুর সহধর্মীনি আফসানা নওমি তাকিনা করোনা পজেটিভ শনাক্ত হন। তাঁরা রাজধানী ঢাকার বাসায় চিকিৎসাধিন রয়েছেন।
তিনি আরো জানিয়েছেন, সুস্থ না হওয়া পর্যন্ত পরিবারের সদস্যদের সাথে তিনি ঢাকায় অবস্থান করবেন। তবে বর্তমানে তিনি সহ পরিবারের অন্যান্য সদস্যরা আগের থেকে কিছুটা সুস্থ রয়েছেন। তিনিও জেলাবাসীসহ সকলের কাছে তাঁদের সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।