০৪:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দে নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

মইনুল হক ও ফিরোজ আহম্মেদ, গোয়ালন্দঃ ‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ (২৪-৩০ জুলাই) উপলক্ষে র‌্যালি পোনামাছ অবমুক্ত করণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ বাস্তবায়ন সম্পর্কিত কমিটির বাস্তবায়নের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে শতাধিক জেলেদের নিয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। মৎস্যের উপর বিভিন্ন অবদান রাখায় উজানচর ইউনিয়নের সাখাওয়াত হোসেন, দৌলতদিয়া ইউনিয়নের আব্দুর রাজ্জাক মোল্লা ও ছোটভাকলা ইউনিয়নের আসাদুজ্জামান চুন্নু’কে সম্মাননা স্মারক, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

এর আগে বেলা ১১টার দিকে গোয়ালন্দ উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলা পুকুর পাড়ে গিয়ে সেখানে পোনামাছ অবমুক্ত করেন উপজেলা প্রশাসন।

গোয়ালন্দ উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মো. জাকির হোসেনের সভাপতিত্বে ও গোয়ালন্দ উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মোস্তফা-আল-রাজিবের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলার সহকারী কমিশন (ভূমি) মো. আশরাফুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান তোফায়েল হোসেন, উজানচর ইউপি চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, দেবগ্রাম  ইউপি চেয়ারম্যান মো. হাফিজুল ইসলাম, দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, ছোট ভাকলা ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেনসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণ ও মৎস্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা, এনজিও প্রতিনিধিগণ, মৎস্যজীবী, মৎস্য খামারী ও মৎস্য ব্যবসায়ীগণসহ মৎস্য কার্যক্রমের সাথে জড়িত সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন।

সভায় জানানো হয়, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়নে মাছের পোনা অবমুক্তকরণ, মৎস্য সেক্টরে সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ক প্রামাণ্য চিত্র প্রদর্শন, উপজেলার মৎস্য সম্পদের বর্তমান অবস্থা ও করণীয় বিষয়ক সেমিনার ও মৎস্যচাষ বিষয়ে জনসচেতনতামূলক প্রচারণা চালানো হবে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

গোয়ালন্দে নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

পোস্ট হয়েছেঃ ১১:২৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩

মইনুল হক ও ফিরোজ আহম্মেদ, গোয়ালন্দঃ ‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ (২৪-৩০ জুলাই) উপলক্ষে র‌্যালি পোনামাছ অবমুক্ত করণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ বাস্তবায়ন সম্পর্কিত কমিটির বাস্তবায়নের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে শতাধিক জেলেদের নিয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। মৎস্যের উপর বিভিন্ন অবদান রাখায় উজানচর ইউনিয়নের সাখাওয়াত হোসেন, দৌলতদিয়া ইউনিয়নের আব্দুর রাজ্জাক মোল্লা ও ছোটভাকলা ইউনিয়নের আসাদুজ্জামান চুন্নু’কে সম্মাননা স্মারক, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

এর আগে বেলা ১১টার দিকে গোয়ালন্দ উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলা পুকুর পাড়ে গিয়ে সেখানে পোনামাছ অবমুক্ত করেন উপজেলা প্রশাসন।

গোয়ালন্দ উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মো. জাকির হোসেনের সভাপতিত্বে ও গোয়ালন্দ উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মোস্তফা-আল-রাজিবের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলার সহকারী কমিশন (ভূমি) মো. আশরাফুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান তোফায়েল হোসেন, উজানচর ইউপি চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, দেবগ্রাম  ইউপি চেয়ারম্যান মো. হাফিজুল ইসলাম, দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, ছোট ভাকলা ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেনসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণ ও মৎস্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা, এনজিও প্রতিনিধিগণ, মৎস্যজীবী, মৎস্য খামারী ও মৎস্য ব্যবসায়ীগণসহ মৎস্য কার্যক্রমের সাথে জড়িত সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন।

সভায় জানানো হয়, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়নে মাছের পোনা অবমুক্তকরণ, মৎস্য সেক্টরে সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ক প্রামাণ্য চিত্র প্রদর্শন, উপজেলার মৎস্য সম্পদের বর্তমান অবস্থা ও করণীয় বিষয়ক সেমিনার ও মৎস্যচাষ বিষয়ে জনসচেতনতামূলক প্রচারণা চালানো হবে।