০৬:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

দৌলতদিয়ার পদ্মা নদীতে আবারো ধরা পড়লো ২১ কেজির বিপন্ন বাগাড়

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীর বাহির চর দৌলতদিয়ায় আবারো ধরা পড়েলা প্রায় ২১ কেজি ওজনের বিপন্ন বাগাড় মাছ। মঙ্গলবার সকালে মাছটি স্থানীয় জেলে ছাত্তার শেখ এর জালে ধরা পড়ে। সকালে দৌলতদিয়া বাজারের মোহন মন্ডলের আড়ত থেকে নিলামে স্থানীয় মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ ২৪ হাজার টাকায় কিনে ২৫ হাজার টাকায় বিক্রি করেন।

বাগাড় একটি বিপন্ন প্রজাতির মাছ। এ ধরনের মাছ ধরার ক্ষেত্রে নিরুৎসাহিত করা হলেও রাজবাড়ী অঞ্চলের পদ্মা নদীতে মাঝে মধ্যে ধরা পড়ছে বিপন্ন প্রজাতির বাগাড় মাছ। দৌলতদিয়া ঘাটে প্রকাশ্য নিলামে হাঁকডাক ছেড়ে বিক্রি করা হয়।

মৎস্যজীবীরা জানান, মঙ্গলবার সকালে দৌলতদিয়া মনির সরদার পাড়ার জেলে ছাত্তার শেখ ৮-৯ কিলোমিটার ভাটিতে যাওয়ার পর জালে টান লাগলে বুঝতে পারেন বড় কিছু আটকা পড়েছে।জাল গুটিয়ে নৌকায় তুলতেই দেখতে পান বড় বাগাড়। মাছটি দৌলতদিয়া মোহন মন্ডলের আড়তে নিয়ে যান। এর আগে ২৪ সেপ্টেম্বর পদ্মা নদীতে প্রায় ৩৮ কেজি ওজনের একটি এবং ১৬ সেপ্টেম্বর ২৪ কেজি ওজনের আরেকটি বাগাড় মাছ ধরা পড়ে।

মাছ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও আড়তদার মোহন মন্ডল জানান, ছাত্তার শেখ ওরফে বাওরা ছাত্তার সকাল ৭টার দিকে বাগাড় নিয়ে আড়তে হাজির হন। নিলামে তোলা হলে মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ সর্বোচ্চ দরদাতা হিসেবে কিনেন। বাগাড় একটি বিপন্ন প্রজাতির মাছ। বাগাড় ধরা বা বিক্রির ক্ষেত্রে আমাদের কখনো নিরুৎসাহিত করা হয়নি। পদ্মা নদীর বড় মা মাছ সংরক্ষণ করা দরকার, তাতে মাছের বংশ বিস্তার হবে।

মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ বলেন, সকালে খবর পেয়ে মোহন মন্ডলের আড়ত ঘর থেকে সর্বোচ্চ দরদাতা হিসেবে প্রায় ২১ কেজি ওজনের বাগাড়টি ১ হাজার ১৫০ টাকা কেজি দরে ২৪ হাজার টাকায় কিনি।পরে রাজবাড়ীর কালুখালী উপজেলার ব্যবসায়ী নাসিম মিয়ার কাছে কেজি প্রতি ৫০ টাকায় লাভে ১ হাজার ২০০ টাকা কেজি দরে ২৫ হাজার টাকায় বিক্রি করি। বেলা ১১টার দিকে নাসিম মিয়া নিজেই ঘাটে এসে বাগাড়টি নিয়ে যান।

২০২২ সালের জানুয়ারিতে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের বন্য প্রাণী (সংলক্ষণ ও নিরাপত্তা) আইনের তফসিলে বাগাড় মাছকে বিপন্ন প্রাণী হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। বন্য প্রাণী (সংলক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ সালের জানুযারী বিপন্ন প্রাণী ধরা বা কেনাবেচা দ-নীয় অপরাধ। আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের লাল তালিকায়ও রয়েছে বাগাড় মাছের নাম।

গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা শাহ মো. শাহরিয়ার জামান বলেন, বড় বাগাড় মাছ ধরার ক্ষেত্রে আইনগত সমস্যা নেই।তবে নির্দিষ্ট সময় পর্যন্ত ছোট বাগাড় মাছ ধরা যাবেনা বলেই জানি। বাগাড়কে বিপন্ন মাছ হিসেবে চিহিৃত করে তা ধরতে কোন নিষেধাজ্ঞা এখন পর্যন্ত তাঁদের কাছে আসেনি বলে তিনি জানান।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

দৌলতদিয়ার পদ্মা নদীতে আবারো ধরা পড়লো ২১ কেজির বিপন্ন বাগাড়

পোস্ট হয়েছেঃ ০৯:৩৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অক্টোবর ২০২২

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীর বাহির চর দৌলতদিয়ায় আবারো ধরা পড়েলা প্রায় ২১ কেজি ওজনের বিপন্ন বাগাড় মাছ। মঙ্গলবার সকালে মাছটি স্থানীয় জেলে ছাত্তার শেখ এর জালে ধরা পড়ে। সকালে দৌলতদিয়া বাজারের মোহন মন্ডলের আড়ত থেকে নিলামে স্থানীয় মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ ২৪ হাজার টাকায় কিনে ২৫ হাজার টাকায় বিক্রি করেন।

বাগাড় একটি বিপন্ন প্রজাতির মাছ। এ ধরনের মাছ ধরার ক্ষেত্রে নিরুৎসাহিত করা হলেও রাজবাড়ী অঞ্চলের পদ্মা নদীতে মাঝে মধ্যে ধরা পড়ছে বিপন্ন প্রজাতির বাগাড় মাছ। দৌলতদিয়া ঘাটে প্রকাশ্য নিলামে হাঁকডাক ছেড়ে বিক্রি করা হয়।

মৎস্যজীবীরা জানান, মঙ্গলবার সকালে দৌলতদিয়া মনির সরদার পাড়ার জেলে ছাত্তার শেখ ৮-৯ কিলোমিটার ভাটিতে যাওয়ার পর জালে টান লাগলে বুঝতে পারেন বড় কিছু আটকা পড়েছে।জাল গুটিয়ে নৌকায় তুলতেই দেখতে পান বড় বাগাড়। মাছটি দৌলতদিয়া মোহন মন্ডলের আড়তে নিয়ে যান। এর আগে ২৪ সেপ্টেম্বর পদ্মা নদীতে প্রায় ৩৮ কেজি ওজনের একটি এবং ১৬ সেপ্টেম্বর ২৪ কেজি ওজনের আরেকটি বাগাড় মাছ ধরা পড়ে।

মাছ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও আড়তদার মোহন মন্ডল জানান, ছাত্তার শেখ ওরফে বাওরা ছাত্তার সকাল ৭টার দিকে বাগাড় নিয়ে আড়তে হাজির হন। নিলামে তোলা হলে মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ সর্বোচ্চ দরদাতা হিসেবে কিনেন। বাগাড় একটি বিপন্ন প্রজাতির মাছ। বাগাড় ধরা বা বিক্রির ক্ষেত্রে আমাদের কখনো নিরুৎসাহিত করা হয়নি। পদ্মা নদীর বড় মা মাছ সংরক্ষণ করা দরকার, তাতে মাছের বংশ বিস্তার হবে।

মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ বলেন, সকালে খবর পেয়ে মোহন মন্ডলের আড়ত ঘর থেকে সর্বোচ্চ দরদাতা হিসেবে প্রায় ২১ কেজি ওজনের বাগাড়টি ১ হাজার ১৫০ টাকা কেজি দরে ২৪ হাজার টাকায় কিনি।পরে রাজবাড়ীর কালুখালী উপজেলার ব্যবসায়ী নাসিম মিয়ার কাছে কেজি প্রতি ৫০ টাকায় লাভে ১ হাজার ২০০ টাকা কেজি দরে ২৫ হাজার টাকায় বিক্রি করি। বেলা ১১টার দিকে নাসিম মিয়া নিজেই ঘাটে এসে বাগাড়টি নিয়ে যান।

২০২২ সালের জানুয়ারিতে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের বন্য প্রাণী (সংলক্ষণ ও নিরাপত্তা) আইনের তফসিলে বাগাড় মাছকে বিপন্ন প্রাণী হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। বন্য প্রাণী (সংলক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ সালের জানুযারী বিপন্ন প্রাণী ধরা বা কেনাবেচা দ-নীয় অপরাধ। আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের লাল তালিকায়ও রয়েছে বাগাড় মাছের নাম।

গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা শাহ মো. শাহরিয়ার জামান বলেন, বড় বাগাড় মাছ ধরার ক্ষেত্রে আইনগত সমস্যা নেই।তবে নির্দিষ্ট সময় পর্যন্ত ছোট বাগাড় মাছ ধরা যাবেনা বলেই জানি। বাগাড়কে বিপন্ন মাছ হিসেবে চিহিৃত করে তা ধরতে কোন নিষেধাজ্ঞা এখন পর্যন্ত তাঁদের কাছে আসেনি বলে তিনি জানান।