০৭:০১ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

দৌলতদিয়ার পদ্মা নদীতে অভিযান চালিয়ে কারেন্ট জাল ও নৌকাসহ গ্রেপ্তার ৩

রাজবাড়ীমেইল ডেস্কঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীর দৌলতদিয়া এলাকা থেকে অভিযান চালিয়ে নৌফাঁড়ি পুলিশ পৃথক দুটি নৌকাসহ বিপুল পরিমান কারেন্ট জাল ও জাটকা ইলিশ জব্দ করেছে। একই সাথে সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ইলিশ শিকার করার অপরাধে তিনজনকে গ্রেপ্তার করেছে।

সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে এক শ্রেণীর অসাধু জেলেরা নৌকা নিয়ে নিষিদ্ধ কারেন্ট জালের মাধ্যমে জাটকা ইলিশ শিকার করছিল। এমন সংবাদের ভিত্তিতে সোমবার (৮ ফেব্রুয়ারী) বিকেলে দৌলতদিয়া নৌপুলিশের একটি দল পদ্মা নদীতে অভিযান চালায়।

গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার ছোটভাকলা ইউনিয়নের চর বরাট নতুন পাড়ার মো. আলাউদ্দিন শেখ (৩২)। তার কাছ থেকে পুলিশ ২৩ হাত লম্বা একটি জেলে নৌকা, ৫ হাজার বর্গ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল এবং ১ কেজি জাটকা ইলিশ জব্দ করে। এছাড়া চর বরাট গ্রামের মো. হাসান খাঁ (২৬) ও একই গ্রামের মো. নান্নু সরদার (২৭)। এই দুইজনের কাছ থেকে পুলিশ প্রায় ২৫ হাত লম্বা একটি জেলে নৌকা, ১০ হাজার বর্গ মিটার কারেন্ট জাল এবং ১ কেজি জাটকা ইলিশ জব্দ করে। নৌপুলিশ ফাঁড়ির এএসআই মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে এ ঘটনায় সোমবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে ১৯৫০ সালের মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে গোয়ালন্দ ঘাট থানায় পৃথক দুটি মামলা দায়ের করেন।

সংবাদের সত্যতা নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর জানান, গ্রেপ্তারকৃতদের আজ মঙ্গলবার রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

দৌলতদিয়ার পদ্মা নদীতে অভিযান চালিয়ে কারেন্ট জাল ও নৌকাসহ গ্রেপ্তার ৩

পোস্ট হয়েছেঃ ০৬:২৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০২১

রাজবাড়ীমেইল ডেস্কঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীর দৌলতদিয়া এলাকা থেকে অভিযান চালিয়ে নৌফাঁড়ি পুলিশ পৃথক দুটি নৌকাসহ বিপুল পরিমান কারেন্ট জাল ও জাটকা ইলিশ জব্দ করেছে। একই সাথে সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ইলিশ শিকার করার অপরাধে তিনজনকে গ্রেপ্তার করেছে।

সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে এক শ্রেণীর অসাধু জেলেরা নৌকা নিয়ে নিষিদ্ধ কারেন্ট জালের মাধ্যমে জাটকা ইলিশ শিকার করছিল। এমন সংবাদের ভিত্তিতে সোমবার (৮ ফেব্রুয়ারী) বিকেলে দৌলতদিয়া নৌপুলিশের একটি দল পদ্মা নদীতে অভিযান চালায়।

গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার ছোটভাকলা ইউনিয়নের চর বরাট নতুন পাড়ার মো. আলাউদ্দিন শেখ (৩২)। তার কাছ থেকে পুলিশ ২৩ হাত লম্বা একটি জেলে নৌকা, ৫ হাজার বর্গ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল এবং ১ কেজি জাটকা ইলিশ জব্দ করে। এছাড়া চর বরাট গ্রামের মো. হাসান খাঁ (২৬) ও একই গ্রামের মো. নান্নু সরদার (২৭)। এই দুইজনের কাছ থেকে পুলিশ প্রায় ২৫ হাত লম্বা একটি জেলে নৌকা, ১০ হাজার বর্গ মিটার কারেন্ট জাল এবং ১ কেজি জাটকা ইলিশ জব্দ করে। নৌপুলিশ ফাঁড়ির এএসআই মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে এ ঘটনায় সোমবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে ১৯৫০ সালের মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে গোয়ালন্দ ঘাট থানায় পৃথক দুটি মামলা দায়ের করেন।

সংবাদের সত্যতা নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর জানান, গ্রেপ্তারকৃতদের আজ মঙ্গলবার রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে।