০৮:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীর উড়াকান্দা বিচ ও গোদার বাজারে ভ্রমন পিপাসু মানুষের ভিড়

ইমরান হোসেন, রাজবাড়ীঃ রাজবাড়ী জেলা সদরের পদ্মা নদী সংলগ্ন উড়াকান্দা বিচ (ইউকে) ও গোদার বাজার এলাকায় ঈদের ছুটিতে পরিবার নিয়ে ঘুরে বেড়াতে এসেছেন হাজারো ভ্রমন পিপাসু দর্শনার্থী। কর্মময় জীবনের অবসরে খানিকটা আনন্দ উপভোগে ঈদে ঘরে ফেরা মানুষের প্রশান্তি ও আনন্দে মেতে উঠতে পদ্মার প্রাকৃতিক পরিবেশে একাত্ব হয়েছেন।

নদীতে পানির কলতানে প্রকৃতির এই অপার সৌন্দর্য উপভোগে কেউ উঠছেন নৌকায়, স্পিড বোট ও ট্রলারে আবার অনেকে দেখা গেছে নাগোর দোলা, চরকী সহ নানা ধরনের বাহনে চড়তে। স্মৃতি ধরে রাখতে তুলছেন সেলফি ও ছবি।

রাজবাড়ীতে তেমন কোন দর্শনীয় পর্যটন এলাকা না থাকায় পদ্মা নদীর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে হাজার হাজার মানুষের সমাগম হয়। তবে গত দুই বছর করোনার কারনে জন সমামগ নিষিদ্ধ থাকলেও এবার ঈদে পদ্মার প্রাকৃতিক দৃশ্য দেখতে উড়াকান্দা বীচ ও গোদার বাজার এলাকায় হাজার হাজার মানুষের সমাগম হয়। খানিকটা মানষিক প্রশান্তি পেতে পদ্মা নদীর এ স্থানে আসছেন মানুষ। কেউ কেউ ক্যামেরায় বন্দি করছেন, আবার কেউ তুলছেন সেলফি। স্পিডবোট, ইঞ্জিন চালিত নৌকা ও ট্রলারে নদীর পরিবেশ উপভোগ করেতে ঘুরে বেরাচ্ছেন পরিবারের ছোট বড় ও বাচ্চাদের নিয়ে। এ স্থানে ফুসকা, চটপটি সহ নানা ধরনের দোকান বসেছে। হাজার হাজার মানুষের পদচারনায় মুখরিত ও মেলায় পরিনত হয়েছে পুরো পদ্মার বিচ এলাকা। গত দুই-তিন দিন এ স্থান দুটিতে প্রায় ৫০ থেকে ৬০ হাজার দর্শনার্থীর সমাগম হয়েছে বলে জানান কতৃপক্ষ। প্রতিটি রাইডে ২০ টাকা থেকে ১০০ টাকা পর্যন্ত টিকেট কেটে চরতে হয় দর্শনার্থীদের।

সাধারন দর্শনার্থীরা বলেন, করোনার কারনে বেশ কিছুদিন আনন্দ উপভোগ থেকে বঞ্চিত হলেও এবার কোন বিধি নিষেধ না থাকায় ঘরতে এসেছেন পদ্মার প্রাকৃতিক দৃশ্য দেখতে। তারা ঈদের আনন্দ উপভোগ করতে পরিবার ও বাচ্চাদের নিয়ে ঘুরতে এসেছেন। বিশেষ করে পদ্মার প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে তারা ভিড় জমিয়েছে এ স্থানে। হাজার হাজার মানুষের পদচারনায় মুখরিত হয়েছে বিচের এই পুরো এলাকা। সকাল থেকে সন্ধ্যার পর পর্যন্ত থাকে মানুষের ভিড়।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

রাজবাড়ীর উড়াকান্দা বিচ ও গোদার বাজারে ভ্রমন পিপাসু মানুষের ভিড়

পোস্ট হয়েছেঃ ০৯:১৬:৫৩ অপরাহ্ন, শনিবার, ৭ মে ২০২২

ইমরান হোসেন, রাজবাড়ীঃ রাজবাড়ী জেলা সদরের পদ্মা নদী সংলগ্ন উড়াকান্দা বিচ (ইউকে) ও গোদার বাজার এলাকায় ঈদের ছুটিতে পরিবার নিয়ে ঘুরে বেড়াতে এসেছেন হাজারো ভ্রমন পিপাসু দর্শনার্থী। কর্মময় জীবনের অবসরে খানিকটা আনন্দ উপভোগে ঈদে ঘরে ফেরা মানুষের প্রশান্তি ও আনন্দে মেতে উঠতে পদ্মার প্রাকৃতিক পরিবেশে একাত্ব হয়েছেন।

নদীতে পানির কলতানে প্রকৃতির এই অপার সৌন্দর্য উপভোগে কেউ উঠছেন নৌকায়, স্পিড বোট ও ট্রলারে আবার অনেকে দেখা গেছে নাগোর দোলা, চরকী সহ নানা ধরনের বাহনে চড়তে। স্মৃতি ধরে রাখতে তুলছেন সেলফি ও ছবি।

রাজবাড়ীতে তেমন কোন দর্শনীয় পর্যটন এলাকা না থাকায় পদ্মা নদীর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে হাজার হাজার মানুষের সমাগম হয়। তবে গত দুই বছর করোনার কারনে জন সমামগ নিষিদ্ধ থাকলেও এবার ঈদে পদ্মার প্রাকৃতিক দৃশ্য দেখতে উড়াকান্দা বীচ ও গোদার বাজার এলাকায় হাজার হাজার মানুষের সমাগম হয়। খানিকটা মানষিক প্রশান্তি পেতে পদ্মা নদীর এ স্থানে আসছেন মানুষ। কেউ কেউ ক্যামেরায় বন্দি করছেন, আবার কেউ তুলছেন সেলফি। স্পিডবোট, ইঞ্জিন চালিত নৌকা ও ট্রলারে নদীর পরিবেশ উপভোগ করেতে ঘুরে বেরাচ্ছেন পরিবারের ছোট বড় ও বাচ্চাদের নিয়ে। এ স্থানে ফুসকা, চটপটি সহ নানা ধরনের দোকান বসেছে। হাজার হাজার মানুষের পদচারনায় মুখরিত ও মেলায় পরিনত হয়েছে পুরো পদ্মার বিচ এলাকা। গত দুই-তিন দিন এ স্থান দুটিতে প্রায় ৫০ থেকে ৬০ হাজার দর্শনার্থীর সমাগম হয়েছে বলে জানান কতৃপক্ষ। প্রতিটি রাইডে ২০ টাকা থেকে ১০০ টাকা পর্যন্ত টিকেট কেটে চরতে হয় দর্শনার্থীদের।

সাধারন দর্শনার্থীরা বলেন, করোনার কারনে বেশ কিছুদিন আনন্দ উপভোগ থেকে বঞ্চিত হলেও এবার কোন বিধি নিষেধ না থাকায় ঘরতে এসেছেন পদ্মার প্রাকৃতিক দৃশ্য দেখতে। তারা ঈদের আনন্দ উপভোগ করতে পরিবার ও বাচ্চাদের নিয়ে ঘুরতে এসেছেন। বিশেষ করে পদ্মার প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে তারা ভিড় জমিয়েছে এ স্থানে। হাজার হাজার মানুষের পদচারনায় মুখরিত হয়েছে বিচের এই পুরো এলাকা। সকাল থেকে সন্ধ্যার পর পর্যন্ত থাকে মানুষের ভিড়।