০৮:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দে আ.লীগ নেতাদের বিরুদ্ধে হয়রানীমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদকঃ রাজবাড়ীর গোয়ালন্দে পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মন্ডল ও উপজেলা আ.লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর বিরুদ্ধে দায়েরকৃত চাঁদাবাজীর মামলাকে মিথ্যা, ভিত্তিহীন বলে দাবী করা হয়েছে। রোববার বিকেলে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবী করা হয়। সেই সাথে কোন রূপ তদন্ত ছাড়াই এ ধরণের মামলা রেকর্ড করার নিন্দা জানানো হয়।

রোববার (৮ নভেম্বর) বিকেলে পৌর আওয়ামী লীগের কার্যনির্বাহীর কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনের আয়োজন করে পৌর আ.লীগ। হয়রানীমূলক মিথ্যা মামলার প্রতিবাদ জানিয়ে এক পৃষ্ঠার লিখিত বক্তব্য পাঠ করেন পৌর আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. নজরুল ইসলাম মন্ডল। এসময় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সুজ্জল, আরেক অভিযুক্ত উপজেলা আ.লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মোল্লা, পৌর আ.লীগের সহ-সভাপতি মজিবর মন্ডল, আব্দুল জলিল মন্ডল, সিরাজ মন্ডল, নারু রাহা, আইন বিষয়ক সম্পাদক নাজিরুল ইসলাম, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম কোরবান প্রমূখ উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে নজরুল ইসলাম মন্ডল বলেন, মামলার এজাহারে গত ১ নভেম্বর রাজবাড়ী সদর উপজেলার বানিবহ ঘিমোড়া এলাকার ব্যবসায়ী শফিকুল ইসলাম বাদী হয়ে যে সময় উল্লেখ করে মামলাটি করেছেন মূলত ওই সময় আমি এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য আব্দুর রহমান এবং রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে অভ্যর্থনা জানাতে দৌলতদিয়ার ৪নং ফেরিঘাটে অবস্থান করছিলাম। তাছাড়া মামলার বাদী শফিফুল ইসলামকে ব্যক্তিগতভাবে চিনি না, কখনো কথাও হয়নি। বিধায় মামলাটি মিথ্যা ও ভিত্তিহীন।

তিনি আরো উল্লেখ করেন, বাদী তার ভুল বুঝতে পেরে বৃহস্পতিবার (৫ নভেম্বর) বৃহস্পতিবার রাজবাড়ীর ৩নং জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হয়ে মামলাটি মীমাংসার মাধ্যমে প্রত্যাহারের জন্য বিচারকের কাছে আবেদন করেছেন। ওই আদালতে বাদীর উপস্থিতিতে আমরা জামিন লাভ করি। আমি মনে করি বাদী, একটি মহলের রষানলের শিকার হয়ে এ ধরনের একটি মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে হয়রানীর চেষ্টা করেছিল। শুধু তাই নয়, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সুজ্জল সহ আরো অনেক আ.লীগ নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে হয়রানী করা হচ্ছে বলেও দাবী করা হয়।

প্রসঙ্গত, শফিকুল ইসলাম দৌলতদিয়ার ৬নম্বর ফেরিঘাট বিকল্প সড়কের পাশে জায়গা ইজারা নিয়ে বালু, পাথর ও খোয়া রাখতে জায়গা ঠিক করছিলেন। ৩১ অক্টোবর বলগেট করে বালু আনলে বলগেট চালককে মারধর ও এক লাখ টাকা চাঁদাদাবীর অভিযোগ এনে আ.লীগ নেতা মোহাম্মদ আলী মোল্লা, নজরুল ইসলাম মন্ডল, স্থানীয় ইউপি সদস্য কাশেম আলী খা সহ চিহিৃত ৬জন এবং অজ্ঞাত আরো ৫-৬জনকে আসামী করে ১ নভেম্বর গোয়ালন্দ ঘাট থানায় একটি চাঁদাবাজীর মামলা দায়ের করেন।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, ব্যবসায়ী শফিফুল ইসলামের মামলাটি রেকর্ডভূক্ত করা হয়েছে। নিয়ম অনুযায়ী মামলার তদন্ত কর্মকর্তা যথাযথ তদন্তপূর্বক আদালতে চার্জশিট দিবেন। এরপর আদালতে মামলাটি নিষ্পত্তি হবে। মামলা প্রত্যাহারের আইনগত সুযোগ নেই। বাদী আদালতে এ জাতীয় আবেদন দিয়ে থাকলে তাও তদন্তের মধ্যে খতিয়ে দেখা হবে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

গোয়ালন্দে আ.লীগ নেতাদের বিরুদ্ধে হয়রানীমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

পোস্ট হয়েছেঃ ০৯:২৩:১১ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২০

নিজস্ব প্রতিবেদকঃ রাজবাড়ীর গোয়ালন্দে পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মন্ডল ও উপজেলা আ.লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর বিরুদ্ধে দায়েরকৃত চাঁদাবাজীর মামলাকে মিথ্যা, ভিত্তিহীন বলে দাবী করা হয়েছে। রোববার বিকেলে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবী করা হয়। সেই সাথে কোন রূপ তদন্ত ছাড়াই এ ধরণের মামলা রেকর্ড করার নিন্দা জানানো হয়।

রোববার (৮ নভেম্বর) বিকেলে পৌর আওয়ামী লীগের কার্যনির্বাহীর কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনের আয়োজন করে পৌর আ.লীগ। হয়রানীমূলক মিথ্যা মামলার প্রতিবাদ জানিয়ে এক পৃষ্ঠার লিখিত বক্তব্য পাঠ করেন পৌর আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. নজরুল ইসলাম মন্ডল। এসময় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সুজ্জল, আরেক অভিযুক্ত উপজেলা আ.লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মোল্লা, পৌর আ.লীগের সহ-সভাপতি মজিবর মন্ডল, আব্দুল জলিল মন্ডল, সিরাজ মন্ডল, নারু রাহা, আইন বিষয়ক সম্পাদক নাজিরুল ইসলাম, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম কোরবান প্রমূখ উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে নজরুল ইসলাম মন্ডল বলেন, মামলার এজাহারে গত ১ নভেম্বর রাজবাড়ী সদর উপজেলার বানিবহ ঘিমোড়া এলাকার ব্যবসায়ী শফিকুল ইসলাম বাদী হয়ে যে সময় উল্লেখ করে মামলাটি করেছেন মূলত ওই সময় আমি এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য আব্দুর রহমান এবং রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে অভ্যর্থনা জানাতে দৌলতদিয়ার ৪নং ফেরিঘাটে অবস্থান করছিলাম। তাছাড়া মামলার বাদী শফিফুল ইসলামকে ব্যক্তিগতভাবে চিনি না, কখনো কথাও হয়নি। বিধায় মামলাটি মিথ্যা ও ভিত্তিহীন।

তিনি আরো উল্লেখ করেন, বাদী তার ভুল বুঝতে পেরে বৃহস্পতিবার (৫ নভেম্বর) বৃহস্পতিবার রাজবাড়ীর ৩নং জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হয়ে মামলাটি মীমাংসার মাধ্যমে প্রত্যাহারের জন্য বিচারকের কাছে আবেদন করেছেন। ওই আদালতে বাদীর উপস্থিতিতে আমরা জামিন লাভ করি। আমি মনে করি বাদী, একটি মহলের রষানলের শিকার হয়ে এ ধরনের একটি মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে হয়রানীর চেষ্টা করেছিল। শুধু তাই নয়, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সুজ্জল সহ আরো অনেক আ.লীগ নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে হয়রানী করা হচ্ছে বলেও দাবী করা হয়।

প্রসঙ্গত, শফিকুল ইসলাম দৌলতদিয়ার ৬নম্বর ফেরিঘাট বিকল্প সড়কের পাশে জায়গা ইজারা নিয়ে বালু, পাথর ও খোয়া রাখতে জায়গা ঠিক করছিলেন। ৩১ অক্টোবর বলগেট করে বালু আনলে বলগেট চালককে মারধর ও এক লাখ টাকা চাঁদাদাবীর অভিযোগ এনে আ.লীগ নেতা মোহাম্মদ আলী মোল্লা, নজরুল ইসলাম মন্ডল, স্থানীয় ইউপি সদস্য কাশেম আলী খা সহ চিহিৃত ৬জন এবং অজ্ঞাত আরো ৫-৬জনকে আসামী করে ১ নভেম্বর গোয়ালন্দ ঘাট থানায় একটি চাঁদাবাজীর মামলা দায়ের করেন।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, ব্যবসায়ী শফিফুল ইসলামের মামলাটি রেকর্ডভূক্ত করা হয়েছে। নিয়ম অনুযায়ী মামলার তদন্ত কর্মকর্তা যথাযথ তদন্তপূর্বক আদালতে চার্জশিট দিবেন। এরপর আদালতে মামলাটি নিষ্পত্তি হবে। মামলা প্রত্যাহারের আইনগত সুযোগ নেই। বাদী আদালতে এ জাতীয় আবেদন দিয়ে থাকলে তাও তদন্তের মধ্যে খতিয়ে দেখা হবে।