০৯:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দে অটোরিকশা হতে চাঁদা বন্ধের দাবিতে বিক্ষোভ

মইন মৃধা, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ী গোয়ালন্দে অটোরিকশা হতে পৌর পার্কিং ও অটোরিকশা মালিক সমিতির নামে চাঁদা বন্ধের দাবিতে বিক্ষোভ করেছে উপজেলা অটোরিকশা চালকেরা। রোববার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা মাঠ চত্বরে অটোরিকশা থামিয়ে একটি বিক্ষোভ মিছিল বের করে মহাসড়ক দিয়ে গোয়ালন্দ বাসস্ট্যান্ডে হয়ে পৌরসভায় গিয়ে শেষ হয়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজবাড়ী জেলা শহরে থাকার কারনে বিকাল ৪টা পর্যন্ত মাঠে অটো নিয়ে ইউএনও আসার অপেক্ষা করেন তারা। পরবর্তীতে বিকালেই উপজেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ উপজেলা নির্বাহী অফিসের কার্যালয়ে বসে বিষয়টি সমাধানের সিদ্ধান্ত নেন।

এসময় অটোরিকশা চালকরা অভিযোগ করে বলেন, ৫ আগস্ট দেশ নতুনভাবে দেশ স্বাধীন হওয়ার পরে কোথাও চাঁদা দিতে হয় না। কিন্ত গোয়ালন্দ অটোরিকশা চালাতে গেলে পৌর পার্কিং বাবদ ২৫ টাকা এবং অটোরিকশা মালিক সমিতির নাম করে দিতে হয় ১০ টাকা। দৌলতদিয়া ঘাটে প্রতিবার অটো নিয়ে গেলেই দিতে হয় ১০ টাকা। তারা অভিযোগ করে আরও বলেন, অটোরিকশার চাঁদা না দিলে মারধর করে পুলিশের কাছে দিয়ে মামলা দেয়ার ভয়ভীতি দেখায়।

তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে, পৌর পার্কিংয়ের নামে চাঁদা বন্ধ করতে হবে, মালিক সমিতির চাঁদা বন্ধ করতে হবে, দৌলতদিয়া টার্মিনালের চাঁদা বন্ধ করতে হবে, পুলিশ ডিউটি ব্যবস্থা বন্ধ করতে হবে ও হাইওয়ে পুলিশ অটো ধরে ২৫০০ থেকে ২৬০০ টাকা চাঁদা আদায় বা মামলা বন্ধ করতে হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র জানান, আমরা বিকালে অটোচালকদের সাথে বসেছিলাম, তাদের দাবিগুলো শুনেছি। পৌরসভায় প্রশাসক আসেননি বলে তাদের সমস্যা সমাধান করতে পারিনি। আমরা তিনদিনের সময় নিয়েছি। আগামী মঙ্গলবার পৌরসভার প্রশাসক আসলে বসে তাদের সমস্যাগুলো সমাধান করা হবে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

রাজবাড়ীতে সাবেক রেলপথ মন্ত্রী সহ ১০ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের

গোয়ালন্দে অটোরিকশা হতে চাঁদা বন্ধের দাবিতে বিক্ষোভ

পোস্ট হয়েছেঃ ০৯:৩১:১৫ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪

মইন মৃধা, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ী গোয়ালন্দে অটোরিকশা হতে পৌর পার্কিং ও অটোরিকশা মালিক সমিতির নামে চাঁদা বন্ধের দাবিতে বিক্ষোভ করেছে উপজেলা অটোরিকশা চালকেরা। রোববার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা মাঠ চত্বরে অটোরিকশা থামিয়ে একটি বিক্ষোভ মিছিল বের করে মহাসড়ক দিয়ে গোয়ালন্দ বাসস্ট্যান্ডে হয়ে পৌরসভায় গিয়ে শেষ হয়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজবাড়ী জেলা শহরে থাকার কারনে বিকাল ৪টা পর্যন্ত মাঠে অটো নিয়ে ইউএনও আসার অপেক্ষা করেন তারা। পরবর্তীতে বিকালেই উপজেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ উপজেলা নির্বাহী অফিসের কার্যালয়ে বসে বিষয়টি সমাধানের সিদ্ধান্ত নেন।

এসময় অটোরিকশা চালকরা অভিযোগ করে বলেন, ৫ আগস্ট দেশ নতুনভাবে দেশ স্বাধীন হওয়ার পরে কোথাও চাঁদা দিতে হয় না। কিন্ত গোয়ালন্দ অটোরিকশা চালাতে গেলে পৌর পার্কিং বাবদ ২৫ টাকা এবং অটোরিকশা মালিক সমিতির নাম করে দিতে হয় ১০ টাকা। দৌলতদিয়া ঘাটে প্রতিবার অটো নিয়ে গেলেই দিতে হয় ১০ টাকা। তারা অভিযোগ করে আরও বলেন, অটোরিকশার চাঁদা না দিলে মারধর করে পুলিশের কাছে দিয়ে মামলা দেয়ার ভয়ভীতি দেখায়।

তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে, পৌর পার্কিংয়ের নামে চাঁদা বন্ধ করতে হবে, মালিক সমিতির চাঁদা বন্ধ করতে হবে, দৌলতদিয়া টার্মিনালের চাঁদা বন্ধ করতে হবে, পুলিশ ডিউটি ব্যবস্থা বন্ধ করতে হবে ও হাইওয়ে পুলিশ অটো ধরে ২৫০০ থেকে ২৬০০ টাকা চাঁদা আদায় বা মামলা বন্ধ করতে হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র জানান, আমরা বিকালে অটোচালকদের সাথে বসেছিলাম, তাদের দাবিগুলো শুনেছি। পৌরসভায় প্রশাসক আসেননি বলে তাদের সমস্যা সমাধান করতে পারিনি। আমরা তিনদিনের সময় নিয়েছি। আগামী মঙ্গলবার পৌরসভার প্রশাসক আসলে বসে তাদের সমস্যাগুলো সমাধান করা হবে।