Rajbarimail.com
ঢাকা, বৃহস্পতিবার , ৭ অগাস্ট ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. আলোচিত খবর

রাজবাড়ীতে নতুন পুলিশ সুপারের যোগদান

রাজবাড়ী মেইল ডেস্ক
২৮ জুলাই ২০২৩, ১০:৫৩ অপরাহ্ণ

Link Copied!

কামাল হোসেন, রাজবাড়ীঃ রাজবাড়ীর ৩১ তম পুলিশ সুপার হিসাবে যোগদান করেছেন জি এম আবুল কালাম আজাদ। বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকালে যোগদানের পর বিদায়ী পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামানের কাছ থেকে তিনি দায়িত্বভার গ্রহন করেন।

বিদায়ী পুলিশ সুপার ২৪ তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা এমএম শাকিলুজ্জামান ২০২০ সালের ২৯ ডিসেম্বর রাজবাড়ীতে যোগদান করেছিলেন। তিনি রাজবাড়ীতে ২ বছর ৬ মাস ২৯ দিন দায়িত্ব পালন শেষে বৃহস্পতিবার (২৭ জুলাই) খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপির) উপপুলিশ কমিশনার হিসাবে যোগদানের জন্য রাজবাড়ী ত্যাগ করেন।

জানা গেছে, গত ১৭ জুলাই বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্্র মন্ত্রনালয় জননিরাপত্তা বিভাগ-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. মাহবুর রহমান শেখ স্বাক্ষরিত ১০৯৪ নম্বর প্রজ্ঞাপনে তাকে জনস্বার্থে রাজবাড়ী জেলার পুলিশ সুপার হিসাবে পদায়ন এবং ১০৯৫ নম্বর প্রজ্ঞাপনে বিদায়ী পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামানকে খুলনা মেট্রোপলিটনে বদলি করা হয়।

রাজবাড়ীর নবাগত পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ ২৭ তম বিসিএস এর মাধ্যমে সহকারী পুলিশ সুপার পদে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। এরপর তিনি এপিবিএন-৮ এর সহকারি পুলিশ সুপার, স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), মঠবাড়িয়া সার্কেল, সিলেট জেলার দক্ষিণ সার্কেল, অতিরিক্ত পুলিশ সুপার হিসাবে পিরোজপুর ও খুলনায় জেলায় (দক্ষিণ) এবং সিটি এসবির বিশেষ পুলিশ সুপার হিসাবে ঢাকায় দায়িত্ব পালন করেছেন। এরপূর্বে ২০২১ সালের ২ মে খুলনার জেলায় এডিশনাল এসপি পদে কর্মরত থাকা অবস্থায় তিনি পুলিশ সুপার পদে পদোন্নতি পান।

তাঁর বাড়ি সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউপির গানদুলিয়া গ্রামে। তিনি ব্যাক্তি জীবনে এক ছেলে সন্তানের জনক ও তাঁর সহধর্মিনী একজন গৃহিণী। শিক্ষা জীবনে কুমিল্লা ক্যাডেট কলেজ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা গ্রহন করেন তিনি।

নবাগত পুলিশ সুপারের দায়িত্ব গ্রহনকালে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সালাহউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইফতেখারুজ্জামানসহ বিভিন্ন ইউনিটের কর্মকর্তাগণ।

এ সময় তিনি জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে কর্মকর্তাদের অর্পিত দায়িত্ব পালনে দিক নির্দেশনা প্রদান করেন। একই সাথে তিনি রাজবাড়ীবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

বালিয়াকান্দিতে সাব রেজিস্ট্রি অফিসের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগ, মানববন্ধন

রাজবাড়ীতে পদ্মা নদীর এক ইলিশের দাম সাড়ে ১২ হাজার টাকা

রাজবাড়ীর পাংশায় বজ্রপাতে এক নারী ও কিশোরের মৃত্যু

পদ্মা নদীর ভাঙনে দৌলতদিয়ার সবকটি ফেরি ঘাট ঝুঁকিতে

রাজবাড়ীতে মাছরাঙা টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দৌলতদিয়ায় মাত্র ৭০০ টাকায় বিক্রি হলো এক মণ ওজনের বিপন্ন শুশুক

২০২০ সাল থেকে কিছু সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানে কারিগরি শিক্ষা চালু করা হবে

২০২০ সাল থেকে কিছু সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানে কারিগরি শিক্ষা চালু করা হবে

২০২১ সালের সব শিক্ষা প্রতিষ্ঠানে দুটি করে ট্রেড চালু হবে: শিক্ষামন্ত্রী

২০২১ সালের সব শিক্ষা প্রতিষ্ঠানে দুটি করে ট্রেড চালু হবে: শিক্ষামন্ত্রী

২০২১ সালের মধ্যে দেশের সন শিক্ষা প্রতিষ্ঠানে দুটি করে ট্রেড চালু করা হবে

২০২১ সালের মধ্যে দেশের সন শিক্ষা প্রতিষ্ঠানে দুটি করে ট্রেড চালু করা হবে

ঢাকার দুই সিটিতে জাপার মেয়র প্রার্থী কামরুল ও মিলন

ঢাকার দুই সিটিতে জাপার মেয়র প্রার্থী কামরুল ও মিলন