০৫:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দে বেসরকারীভাবে প্রথম বিনামূল্যে গরু-ছাগলের টিকাদান ও চিকিৎসা প্রদান

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় বেসরকারীভাবে প্রথম বারের মতো বিনামূল্যে গরু-ছাগলের টিকাদান ও চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। ছাগলের পিপিআর এবং গরুর তর্কা রোগের টিকা প্রদান করা হয়। সোমবার ভোর ৬টা থেকে শুরু করে দুপুর পর্যন্ত চলে এ কার্যক্রম। গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়ন পরিষদ চত্বরে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

রাজবাড়ী ভেটেরিনারি স্টুডেন্টস্ ফেডারেশন এর আয়োজনে গোয়ালন্দ উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর সার্বিক সহযোগিতায় ‘ফ্রি ভেটেরিনারি মেডিক্যাল ক্যাম্প’ অনুষ্ঠিত হয়। এ সময় উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন ফকীর, গোয়ালন্দ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. নুরুল ইসলাম তালুকদার, ভেটেরিনারী সার্জন (ভিএস) মিজানুর রহমান, ভেটেরিনারি স্টুডেন্টস্ ফেডারেশন রাজবাড়ী জেলার সভাপতি তাওফিক-ই মওলা, সাধারণ সম্পাদক তুহিনুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক আশিষ কুমার বৈরাগী সৌরভ, কার্যকরী সদস্য নিত্য কুমার সরকার, সামিয়া জাহান শোভা, সাইফুল ইসলাম, রাজেন্দ্র বিশ^াস প্রমূখ উপস্থিত ছিলেন। বিনামূল্যে টিকাদান ও চিকিৎসাসেবা প্রদান কার্যক্রমের সার্বিকভাবে সহযোগিতা করছে ডক্টর’স এগ্রো ভেট, স্কয়ার ও ফার্মা এন্ড ফার্ম নামক প্রতিষ্ঠান।

সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক আশিষ কুমার বৈরাগী সৌরভ বলেন, গোয়ালন্দ উপজেলায় এ ধরনের সম্পূর্ণ বিনামূল্যে গরু-ছাগলের মাঝে টিকাদান এবং চিকিৎসা সেবা প্রদানের আয়োজন প্রথমবার হয়। ভোর ৬টা থেকে শুরু করে বেলা ১০টা পর্যন্ত গরু-ছাগলের মাঝে টিকা প্রদান করা হয়। বেলা ১০টার পর থেকে দুপুর পর্যন্ত সকল প্রাণীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। আমার মতো শুধু গোয়ালন্দ উপজেলায় নয়, রাজবাড়ী জেলায় এ ধরনের কার্যক্রম এই প্রথম অনুষ্ঠিত হচ্ছে।

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা নুরুল ইসলাম তালুকদার বলেন, এ ধরনের কার্যক্রম গোয়ালন্দে সরকারীভাবে আমরা করে থাকলেও বেসরকারীভাবে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে। সংগঠনের পক্ষ থেকে ছাগলের মাঝে পিপিআর এবং গরুর শরীরে তর্কা রোগের টিকা প্রদান করা হচ্ছে। এ ধরনের কার্যক্রম আরো বাড়ানো দরকার বলে তিনি মনে করেন।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

গোয়ালন্দে বেসরকারীভাবে প্রথম বিনামূল্যে গরু-ছাগলের টিকাদান ও চিকিৎসা প্রদান

পোস্ট হয়েছেঃ ০৬:০৫:১২ অপরাহ্ন, সোমবার, ২২ মার্চ ২০২১

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় বেসরকারীভাবে প্রথম বারের মতো বিনামূল্যে গরু-ছাগলের টিকাদান ও চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। ছাগলের পিপিআর এবং গরুর তর্কা রোগের টিকা প্রদান করা হয়। সোমবার ভোর ৬টা থেকে শুরু করে দুপুর পর্যন্ত চলে এ কার্যক্রম। গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়ন পরিষদ চত্বরে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

রাজবাড়ী ভেটেরিনারি স্টুডেন্টস্ ফেডারেশন এর আয়োজনে গোয়ালন্দ উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর সার্বিক সহযোগিতায় ‘ফ্রি ভেটেরিনারি মেডিক্যাল ক্যাম্প’ অনুষ্ঠিত হয়। এ সময় উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন ফকীর, গোয়ালন্দ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. নুরুল ইসলাম তালুকদার, ভেটেরিনারী সার্জন (ভিএস) মিজানুর রহমান, ভেটেরিনারি স্টুডেন্টস্ ফেডারেশন রাজবাড়ী জেলার সভাপতি তাওফিক-ই মওলা, সাধারণ সম্পাদক তুহিনুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক আশিষ কুমার বৈরাগী সৌরভ, কার্যকরী সদস্য নিত্য কুমার সরকার, সামিয়া জাহান শোভা, সাইফুল ইসলাম, রাজেন্দ্র বিশ^াস প্রমূখ উপস্থিত ছিলেন। বিনামূল্যে টিকাদান ও চিকিৎসাসেবা প্রদান কার্যক্রমের সার্বিকভাবে সহযোগিতা করছে ডক্টর’স এগ্রো ভেট, স্কয়ার ও ফার্মা এন্ড ফার্ম নামক প্রতিষ্ঠান।

সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক আশিষ কুমার বৈরাগী সৌরভ বলেন, গোয়ালন্দ উপজেলায় এ ধরনের সম্পূর্ণ বিনামূল্যে গরু-ছাগলের মাঝে টিকাদান এবং চিকিৎসা সেবা প্রদানের আয়োজন প্রথমবার হয়। ভোর ৬টা থেকে শুরু করে বেলা ১০টা পর্যন্ত গরু-ছাগলের মাঝে টিকা প্রদান করা হয়। বেলা ১০টার পর থেকে দুপুর পর্যন্ত সকল প্রাণীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। আমার মতো শুধু গোয়ালন্দ উপজেলায় নয়, রাজবাড়ী জেলায় এ ধরনের কার্যক্রম এই প্রথম অনুষ্ঠিত হচ্ছে।

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা নুরুল ইসলাম তালুকদার বলেন, এ ধরনের কার্যক্রম গোয়ালন্দে সরকারীভাবে আমরা করে থাকলেও বেসরকারীভাবে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে। সংগঠনের পক্ষ থেকে ছাগলের মাঝে পিপিআর এবং গরুর শরীরে তর্কা রোগের টিকা প্রদান করা হচ্ছে। এ ধরনের কার্যক্রম আরো বাড়ানো দরকার বলে তিনি মনে করেন।