Rajbarimail.com
ঢাকা, শনিবার , ১৫ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. আলোচিত খবর

রাজবাড়ীতে নিখোঁজের একদিন পর পদ্মায় ভেসে উঠল শিশুর মরদেহ

রাজবাড়ী মেইল ডেস্ক
৭ জুন ২০২৪, ১০:০২ অপরাহ্ণ

Link Copied!

ইমরান মনিম, রাজবাড়ীঃ রাজবাড়ীতে পদ্মায় ডুবে নিখোঁজের একদিন পর নদী থেকে ভাসমান অবস্থায় আব্দুর রহমান মন্ডল নামে আড়াই বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৭ জুন) সকাল ৬টার দিকে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মহাদেবপুর গ্রামের পদ্মা নদী থেকে মরদেহটি উদ্ধার করেন স্থানীয় লোকজন। এর আগে বৃহস্পতিবার (৬ জুন) বিকেলের দিকে বাড়ির কাছে পদ্মা নদীতে ডুবে নিখোঁজ হয় শিশু আব্দুর রহমান মন্ডল। সে স্থানীয় মহাদেবপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী বিপ্লব মণ্ডলের ছেলে।

প্রতিবেশী চাচা রাজা আহমেদ জানান, বাড়ির কাছে পদ্মা নদী হওয়ায় বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে ১০ বছর বয়সী বড় ভাই সিমরান মন্ডল নদীতে গোসল করতে যায়। বড় ভাইয়ের পেছন পেছন নদীর পাড়ে যায় আব্দুর রহমান। এলাকার কয়েকজন সিমরানের পেছনে রহমানকে যেতে দেখে বিষয়টি গুরুত্ব দেননি। ভেবেছেন বড় ভাইয়ের সঙ্গেই তো যাচ্ছে। তবে রহমানের যাওয়ার বিষয়টি খেয়াল করেনি বড় ভাই সিমরান। সিমরান গোসল করে বাড়িতে ফিরে আসলেও এরপর থেকে আব্দুর রহমানের কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে সিমরানের পেছনে রহমানকে যারা নদীর দিকে যেতে দেখেছেন তারা বিষয়টি জানালে পরিবারের লোকজন নদীতে খোঁজাখুঁজি শুরু করে। বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টা পর্যন্ত নদীর পাড়সহ বিভিন্ন জায়গায় খুঁজেও আব্দুর রহমানকে পাওয়া যায়নি। পরদিন আজ শুক্রবার সকাল ৬টার দিকে বাড়ির পাশে পদ্মা নদীতে তার মরদেহ ভাসতে দেখেন স্থানীয় জেলেরা। এরপর জেলেদের সহযোগিতায় মরদেহটি পদ্মা নদী থেকে উদ্ধার করা হয়।

সংবাদের সত্যতা নিশ্চিত করে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখারুল আলম প্রধান জানান, পদ্মা নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধারের খবর পেয়ে বেলা ১১টার দিকে নিজেই ঘটনাস্থলে যাই। এ বিষয়ে পরিবারের কোন অভিযোগ না থাকায় এবং আমাদের কোন সন্দেহের কারণ না থাকায় পারিবারিবারিকভাবে দাফনের ব্যবস্থা করা হয়।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

গোয়ালন্দে নবাগত ইউএনও সাথী দাসের সাথে সাংবাদিক ফোরাম নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

সমবায়ের মাধ্যমে জীবনকে উন্নতি করতে হবে – ইউএনও সাথী দাস

রাজবাড়ীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো প্রাক বাংলা উৎসব

রাজবাড়ীতে জাতীয় সমবায় দিবসের র‍্যালি ও আলোচনা সভা

রাজবাড়ীতে ২৬ কেজির পদ্মার পাঙ্গাশ বিক্রি হলো ৬৮ হাজার টাকায়

রাজবাড়ীতে শিশু ধর্ষনের অভিযোগে গ্রেপ্তার কিশোরকে শিশু উন্নয়ন কেন্দ্রে প্রেরণ

রাজবাড়ীতে সাড়ে ৪২ হাজার টাকায় বিক্রি হলো মহাবিপন্ন বাগাড়

কালুখালীতে রাতের আধারে কৃষকের ধরন্ত কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

রাজবাড়ীর খানখানাপুরে ৩১ দফা বাস্তবায়নে বিএনপি’র মতবিনিময় সভা

গোয়ালন্দে ইউএনও হিসেবে যোগদান করলেন সাথী দাস

ভিক্ষা না করে জীবনসংগ্রাম চালানো ৭৮ বছরের জন্মান্ধ রাজবাড়ীর আব্দুল গফুরের পাশে বিএনপি

রাজবাড়ীতে অ্যাম্বুলেন্সকে আয়করের আওতায় না আনার দাবিতে মানববন্ধন