০৬:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে বিদেশী পিস্তল ও গুলিসহ সন্ত্রাসী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীতে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ৪ রাউন্ড গুলিসহ  সন্ত্রাসী  মোঃ দুল্লা শেখ ওরফে শামিম শেখ (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে রাজবাড়ীর গোয়েন্দা পুলিশের (ডিবি)একটি দল। এসময় তার কাছ থেকে একটি পালসার মোটরসাকেল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত সন্ত্রাসী দুল্লা শেখ পাবনার  আমিনপুর থানার মিরপুর গ্রামের বাসিন্দা। সে বর্তমান রাজবাড়ী সদর উপজেলার বেথুলিয়া মাতাইল্লা পাড়ায় বসবাস করে।

বুধবার (২২ জুন) দুপুর ১২ টার দিকে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য  জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সালাহ উদ্দিন।।

প্রেস ব্রিফিং এ তিনি বলেন, পুলিশ সুপার এম.এম শাকিলুজ্জামানের নির্দেশনায় ডিবির একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ২টার সময় অভিযান পরিচালনা করে। অভিযানে রাজবাড়ী সদর থানার চরলক্ষীপুর গ্রামের পারভেজের মুদি দোকানের পাশে পাকা রাস্তার উপর থেকে মোঃ দুল্লা শেখ ওরফে শামিম শেখকে অস্ত্র সহ গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায়  রাজবাড়ী সদর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত শামিম একজন পেশাদার অস্ত্রধারী সন্ত্রাসী। তার বিরুদ্ধে পাবনা, রাজবাড়ীর বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতিসহ মোট ৪টি মামলা রয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

রাজবাড়ীতে বিদেশী পিস্তল ও গুলিসহ সন্ত্রাসী গ্রেপ্তার

পোস্ট হয়েছেঃ ১১:৩৭:০২ অপরাহ্ন, বুধবার, ২২ জুন ২০২২

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীতে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ৪ রাউন্ড গুলিসহ  সন্ত্রাসী  মোঃ দুল্লা শেখ ওরফে শামিম শেখ (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে রাজবাড়ীর গোয়েন্দা পুলিশের (ডিবি)একটি দল। এসময় তার কাছ থেকে একটি পালসার মোটরসাকেল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত সন্ত্রাসী দুল্লা শেখ পাবনার  আমিনপুর থানার মিরপুর গ্রামের বাসিন্দা। সে বর্তমান রাজবাড়ী সদর উপজেলার বেথুলিয়া মাতাইল্লা পাড়ায় বসবাস করে।

বুধবার (২২ জুন) দুপুর ১২ টার দিকে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য  জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সালাহ উদ্দিন।।

প্রেস ব্রিফিং এ তিনি বলেন, পুলিশ সুপার এম.এম শাকিলুজ্জামানের নির্দেশনায় ডিবির একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ২টার সময় অভিযান পরিচালনা করে। অভিযানে রাজবাড়ী সদর থানার চরলক্ষীপুর গ্রামের পারভেজের মুদি দোকানের পাশে পাকা রাস্তার উপর থেকে মোঃ দুল্লা শেখ ওরফে শামিম শেখকে অস্ত্র সহ গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায়  রাজবাড়ী সদর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত শামিম একজন পেশাদার অস্ত্রধারী সন্ত্রাসী। তার বিরুদ্ধে পাবনা, রাজবাড়ীর বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতিসহ মোট ৪টি মামলা রয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।