০৮:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

মহানবী হযরত মোহাম্মদ (সঃ) এর ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে পাংমায় বিক্ষোভ

মোক্তার হোসেনঃ ফ্রান্সে সে দেশের সরকারের পৃষ্ঠপোষকতায় মহানবী হযরত মোহাম্মদ (সঃ) এর ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে বাংলাদেশের সর্বত্র প্রতিবাদ মিছিল ও সমাবেশ অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় পাংশা ও কালুখালীর দক্ষিণাঞ্চলের লাড়ীবাড়ী বাজারে শুক্রবার ৬ নভেম্বর জুম্মার নামাজের পর বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।

পাংশার সাওরাইল, মৃগী ও পাট্টা ইউনিয়নের বিভিন্ন মসজিদ থেকে মুসল্লীরা ব্যানার, ফেস্টুন ও ফ্রান্সের প্রেসিডেন্টের কুশপুত্তলিকা নিয়ে লাড়ীবাড়ী হাইস্কুল মাঠে জমায়েত হয়। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিলটি লাড়ীবাড়ী বাজারসহ আশপাশের সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিল শেষে ফ্রান্সের প্রেসিডেন্টের কুশপুত্তলিকা দাহ করা হয়।

সমাবেশে সাওরাইল ইউপির চেয়ারম্যান শহিদুল ইসলাম আলী, আলহাজ্ব মাওলানা মো. আব্দুল কুদ্দুস, চাঁদ আলী মাস্টার, পুঁইজোর সিদ্দিকীয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা সাঈদ আহমেদ, উপাধ্যক্ষ আমিরুল ইসলাম, মাওলানা মো. ইউনুস আলী, মাওলানা গোলাম মওলা, মাওলানা জালাল উদ্দিন ও আনিস মোল্লা প্রমূখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, ফ্রান্সের প্রেসিডেন্ট বিশ্বনবী হযরত মোহাম্মদ (সঃ) এর ব্যাঙ্গচিত্র প্রদর্শন করে সারা বিশ্বের মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ করেছে। আমরা মহানবীর উম্মত হয়ে ঘরে বসে থাকতে পারিনা। মহানবীর প্রতি ভালোবাসা এবং মহান আল্লাহতায়াল প্রতি বিশ্বাস রেখে ফ্রান্সের প্রেসিডেন্টের বিরুদ্ধে প্রতিবাদে মাঠে নেমেছি। ফ্রান্সের পণ্য বর্জনের আহবান জানান বক্তারা।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

মহানবী হযরত মোহাম্মদ (সঃ) এর ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে পাংমায় বিক্ষোভ

পোস্ট হয়েছেঃ ১০:৪৮:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২০

মোক্তার হোসেনঃ ফ্রান্সে সে দেশের সরকারের পৃষ্ঠপোষকতায় মহানবী হযরত মোহাম্মদ (সঃ) এর ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে বাংলাদেশের সর্বত্র প্রতিবাদ মিছিল ও সমাবেশ অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় পাংশা ও কালুখালীর দক্ষিণাঞ্চলের লাড়ীবাড়ী বাজারে শুক্রবার ৬ নভেম্বর জুম্মার নামাজের পর বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।

পাংশার সাওরাইল, মৃগী ও পাট্টা ইউনিয়নের বিভিন্ন মসজিদ থেকে মুসল্লীরা ব্যানার, ফেস্টুন ও ফ্রান্সের প্রেসিডেন্টের কুশপুত্তলিকা নিয়ে লাড়ীবাড়ী হাইস্কুল মাঠে জমায়েত হয়। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিলটি লাড়ীবাড়ী বাজারসহ আশপাশের সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিল শেষে ফ্রান্সের প্রেসিডেন্টের কুশপুত্তলিকা দাহ করা হয়।

সমাবেশে সাওরাইল ইউপির চেয়ারম্যান শহিদুল ইসলাম আলী, আলহাজ্ব মাওলানা মো. আব্দুল কুদ্দুস, চাঁদ আলী মাস্টার, পুঁইজোর সিদ্দিকীয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা সাঈদ আহমেদ, উপাধ্যক্ষ আমিরুল ইসলাম, মাওলানা মো. ইউনুস আলী, মাওলানা গোলাম মওলা, মাওলানা জালাল উদ্দিন ও আনিস মোল্লা প্রমূখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, ফ্রান্সের প্রেসিডেন্ট বিশ্বনবী হযরত মোহাম্মদ (সঃ) এর ব্যাঙ্গচিত্র প্রদর্শন করে সারা বিশ্বের মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ করেছে। আমরা মহানবীর উম্মত হয়ে ঘরে বসে থাকতে পারিনা। মহানবীর প্রতি ভালোবাসা এবং মহান আল্লাহতায়াল প্রতি বিশ্বাস রেখে ফ্রান্সের প্রেসিডেন্টের বিরুদ্ধে প্রতিবাদে মাঠে নেমেছি। ফ্রান্সের পণ্য বর্জনের আহবান জানান বক্তারা।