ইমরান হোসেন, রাজবাড়ীঃ রাজবাড়ীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর সহ ধর্মিনী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলায় রায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রাজবাড়ী জেলা বিএনপি ও এর অংগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শুক্রবার (৪ আগষ্ট) বিকালে রাজবাড়ী জেলা বিএনপির আয়েজনে জেলা বিএনপির কার্যালয় সমাবেশ করে নেতা কর্মীরা। নানা স্লোগানে সমাবেশ স্থলে জড়ো হতে থাকে নেতারা। এসময় তারেক রহমান ও তাঁর স্ত্রীর নামে সাজানো মামলার রায়ের প্রতিবাদ জানান হয়। অবিলম্বে সরকারের আজ্ঞাবহ কোর্ট কর্তৃক ফরমায়েশী সাজানো মামলার এ রায় স্থগীত করে তারেক রহমান ও জোবায়দা রহমানকে বেকসুর খালাশ দিতে দাবী জানায় নেতারা। এ সময় অবৈধ শেখ হাসিনা সরকারকে অবিলম্বে পদত্যাগ করতেও স্লোগান দেয় নেতারা।
বিক্ষোভ সমাবেশে বক্তৃতা করেন জেলা বিএনপির আহব্বায়ক এ্যাডভেকেট লিয়াকত আলী বাবু, সদস্য সচিব এ্যাডভোকেট কামরুল আলম, সাবেক জেলা বিএনপির সাধারন সম্পাদক হারুনুর রশিদ হারুন, জেলা বিএনপির যুগ্ন আহব্বায়ক রেজাউল করিম পিন্টু, জেলা কৃষক দলের সভাপতি একেএম সিরাজুল আলম চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, যুবদলের সদস্য সচিব আমিনুর রহমান, জেলা ছাত্র দলের আহব্বায়ক আরিফুল ইসলাম রোমান, সদস্য সচিব শহীদুল ইসলাম শামীম, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন সম্পাদক নাইমুর রহমান মালেক, সিনিয়র যুগ্ন আহব্বায়ক আহম্মেদ হোসেন খোকন প্রমূখ।