ষ্টাফ রিপোর্টার, রাজবাড়ীঃ রাজবাড়ীতে শিশুশ্রম নিরসন বিষয়ক সচেতনতামুলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার বিকালে রাজবাড়ী অফিসার্স ক্লাবেে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের আয়োজনে এ কর্মশালায় বিভিন্ন ঝুকিপূর্ণ কাজে নিয়োজিত শিশু ও তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন। কর্মশালা শেষে ১৫ জন শিশুর মাঝে শিক্ষা উপকরণ দেওয়া হয়।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মাহাবুর রহমান শেখের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম। আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক লুতফর রহমান (রাজস্ব), উপ আনুষ্ঠানিক শিক্ষা রাজবাড়ীর সহকারী পরিচালক, সরৎ চন্দ্র কর্মকার, রাজবাড়ী সমাজ সেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ জোবায়ের উসুফ প্রমুখ।