নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীতে ৩৭ জন অসহায় দরিদ্র পরিবারের মাঝে চেক বিতরন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল এগারটার দিকে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে দরিদ্র পরিবারের মাঝে বিভিন্ন অংকের চেক বিতরন করা হয়।
চেক বিতরণ অনুষ্ঠানে রাজবাড়ী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মার্জিয়া সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরন করেন রাজবাড়ী -১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী।
এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট ইমদাদুল হক বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল প্রমূখ।
আলোচনা অনুষ্ঠান শেষে রাজবাড়ী সদর উপজেলার ৩৭ জন দরিদ্র অসহায় পরিবারের মাঝে বিভিন্ন অংকে ১ লক্ষ ২৫ হাজার টাকা প্রদান করা হয়।