০৪:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দে আইনশৃঙ্খলা কমিটির সভায় বালু উত্তোলন ও পরিবহন বন্ধের দাবী

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় উপজেলার বিভিন্ন স্থান থেকে অবৈধ উপায়ে বালু-মাটি উত্তোলন ও পরিবহন বন্ধে প্রশাসনের প্রতি জোড়ালো দাবী জানান। এছাড়া বিভিন্ন গ্রামাঞ্চলে জুয়াড়িরা জুয়ার আসর বসিয়ে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে। জুয়াড়িদের তৎপরতা বন্ধেরও দাবী জানান সদস্যরা।

সোমবার (১৭ জানুয়ারী) গোয়ালন্দ উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভার সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুর রহমান। এসময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সৈয়দ আমিরুল ইসলাম শামীম, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের অধ্যক্ষ আব্দুল হালিম তালুকদার, উপজেলা হিন্দু, বৈদ্য খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নির্মল কুমার চক্রবর্তী, গোয়ালন্দ প্রেসক্লাব সভাপতি রাশেদ রায়হান, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল প্রমূখ বক্তব্য রাখেন।

দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল বলেন, দীর্ঘদিন ধরে সুবিধাবাদী চক্র দৌলতদিয়াসহ উপজেলার বিভিন্ন অঞ্চলে অবৈধ উপায়ে বালু-মাটি উত্তোলন করছে। এসব বালুমাটি বাহী শত শত ট্রাক নিয়মিত চলাচল করায় রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে। অনেক সময় দিনের পরিবর্তে সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত চক্রটি বালু-মাটি উত্তোলন করছে। বন্ধ না হলে রাস্তা ঘাট, পরিবেশ কোনটাই ঠিক থাকবে না। পৌর শহরের রাস্তা দিয়ে নিয়মিত গাড়ি চলাচল করায় রাস্তাও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

উজানচর ইউপি চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা বলেন, প্রতারক চক্রের খপ্পড়ে পড়ে বিদেশে পাঠানোর কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ায় ৮-৯টি পরিবার পথে বসার উপক্রম হয়েছে। প্রতারক চক্র নানা প্রলোভন দেখিয়ে ইটালিসহ নানা দেশে পাঠানোর কথা বলে একেকজনের কাছ থেকে ২০-২২ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। চক্রটি চিহিৃত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবী জানান। এছাড়া ইদানিং গরু চুরিও বেড়ে গেছে। পরিবারের সম্বল গরু নিয়ে যাওয়ায় পরিবারকে পথে বসিয়ে দিচ্ছে।

গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, নিরাপত্তার স্বার্থে স্থানীয়দের আরো বেশি সতর্ক ও সচেতন হতে হবে। স্বল্প সংখ্যক পুলিশ দিয়ে সবদিকে খেয়াল রাখা কষ্টকর। অন্য জেলার লোকজন স্থানীয়দের মাধ্যমে বিদেশে পাঠানোর কথা বলে প্রতারণার শিকার হচ্ছেন। এক্ষেত্রে কোন রিক্রুটিং এজেন্সি ছাড়া ব্যক্তিগত সর্ম্পক দিয়ে বিদেশে যাওয়া ঠিক হবে না। এ ধরনের চক্রের কাউকে পাওয়া মাত্র পুলিশকে জানানোর অনুরোধ জানান।

সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুর রহমান বলেন, অবৈধভাবে বালুমাটি উত্তোলনের খবর পাওয়া মাত্র অভিযান চালিয়ে বন্ধ করা হচ্ছে। ইতিমধ্যে কয়েক স্থানে বন্ধ করে দেওয়া হয়েছে। তবে সরকারি উন্নয়নমূলক কাজের জন্য কিছু জায়গায় কাজের অনুমোতি রয়েছে। তাই বলে সরকারি কাজের কথা বলে ব্যবসা করার সুযোগ দেওয়া হবে না।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

গোয়ালন্দে আইনশৃঙ্খলা কমিটির সভায় বালু উত্তোলন ও পরিবহন বন্ধের দাবী

পোস্ট হয়েছেঃ ০৩:৩২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় উপজেলার বিভিন্ন স্থান থেকে অবৈধ উপায়ে বালু-মাটি উত্তোলন ও পরিবহন বন্ধে প্রশাসনের প্রতি জোড়ালো দাবী জানান। এছাড়া বিভিন্ন গ্রামাঞ্চলে জুয়াড়িরা জুয়ার আসর বসিয়ে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে। জুয়াড়িদের তৎপরতা বন্ধেরও দাবী জানান সদস্যরা।

সোমবার (১৭ জানুয়ারী) গোয়ালন্দ উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভার সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুর রহমান। এসময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সৈয়দ আমিরুল ইসলাম শামীম, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের অধ্যক্ষ আব্দুল হালিম তালুকদার, উপজেলা হিন্দু, বৈদ্য খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নির্মল কুমার চক্রবর্তী, গোয়ালন্দ প্রেসক্লাব সভাপতি রাশেদ রায়হান, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল প্রমূখ বক্তব্য রাখেন।

দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল বলেন, দীর্ঘদিন ধরে সুবিধাবাদী চক্র দৌলতদিয়াসহ উপজেলার বিভিন্ন অঞ্চলে অবৈধ উপায়ে বালু-মাটি উত্তোলন করছে। এসব বালুমাটি বাহী শত শত ট্রাক নিয়মিত চলাচল করায় রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে। অনেক সময় দিনের পরিবর্তে সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত চক্রটি বালু-মাটি উত্তোলন করছে। বন্ধ না হলে রাস্তা ঘাট, পরিবেশ কোনটাই ঠিক থাকবে না। পৌর শহরের রাস্তা দিয়ে নিয়মিত গাড়ি চলাচল করায় রাস্তাও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

উজানচর ইউপি চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা বলেন, প্রতারক চক্রের খপ্পড়ে পড়ে বিদেশে পাঠানোর কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ায় ৮-৯টি পরিবার পথে বসার উপক্রম হয়েছে। প্রতারক চক্র নানা প্রলোভন দেখিয়ে ইটালিসহ নানা দেশে পাঠানোর কথা বলে একেকজনের কাছ থেকে ২০-২২ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। চক্রটি চিহিৃত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবী জানান। এছাড়া ইদানিং গরু চুরিও বেড়ে গেছে। পরিবারের সম্বল গরু নিয়ে যাওয়ায় পরিবারকে পথে বসিয়ে দিচ্ছে।

গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, নিরাপত্তার স্বার্থে স্থানীয়দের আরো বেশি সতর্ক ও সচেতন হতে হবে। স্বল্প সংখ্যক পুলিশ দিয়ে সবদিকে খেয়াল রাখা কষ্টকর। অন্য জেলার লোকজন স্থানীয়দের মাধ্যমে বিদেশে পাঠানোর কথা বলে প্রতারণার শিকার হচ্ছেন। এক্ষেত্রে কোন রিক্রুটিং এজেন্সি ছাড়া ব্যক্তিগত সর্ম্পক দিয়ে বিদেশে যাওয়া ঠিক হবে না। এ ধরনের চক্রের কাউকে পাওয়া মাত্র পুলিশকে জানানোর অনুরোধ জানান।

সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুর রহমান বলেন, অবৈধভাবে বালুমাটি উত্তোলনের খবর পাওয়া মাত্র অভিযান চালিয়ে বন্ধ করা হচ্ছে। ইতিমধ্যে কয়েক স্থানে বন্ধ করে দেওয়া হয়েছে। তবে সরকারি উন্নয়নমূলক কাজের জন্য কিছু জায়গায় কাজের অনুমোতি রয়েছে। তাই বলে সরকারি কাজের কথা বলে ব্যবসা করার সুযোগ দেওয়া হবে না।