০৩:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দে পদ্মার পানি বৃদ্ধি অব্যাহত, ঝুঁকিতে দৌলতদিয়া ফেরি ঘাট

রাজবাড়ীমেইলঃ রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘন্টায় আরো ২৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে পানি বিপদসীমার ৮৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধির কারণে দৌলতদিয়া ফেরি ঘাট ঝুকিতে রয়েছে। বৃহস্পতিবার দুপুরে প্রায় দেড় ঘন্টা সবচেয়ে ব্যস্ততম ৫ নম্বর ফেরি ঘাটটি সংস্কার কাজের জন্য বন্ধ রাখা হয়।

পানি উন্নয়ন বোর্ড গোয়ালন্দ কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত ইদ্রিস আলী জানান, গত বুধবার সকাল ৬টার পর থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘন্টায় পদ্মা নদীতে আরো ২৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। বর্তমানে ভাগ্যকূল গোয়ালন্দ পয়েন্টে পানি বিপদ সীমার ৮৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক মাহাবুব আলী সরদার বলেন, পদ্মায় দ্রুত পানি বাড়াতে সবকটি ফেরি ঘাট ঝুঁকির মুখে রয়েছে। তিন দিন ধরে প্রচুর পানি বাড়ছে। আগামী আরো কয়েকদিন এভাবে পানি বাড়তে থাকলে একাধিক ঘাট তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। দ্রুত পানি বাড়ায় দৌলতদিয়ার সবচেয়ে ব্যস্ততম ও বড় ৫ নম্বর ফেরি ঘাটের পন্টুনের নিচের ইটের আদলা সহ অন্যান্য উপকরণ সরে যাওয়ায় ফেরিতে গাড়ি ওঠানামায় কিছুটা বিঘ্ন ঘটে।

তিনি আরো বলেন, বেলা তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত প্রায় দেড় ঘন্টা ঘাটটি বন্ধ করে দ্রুত পন্টুনের নিচের সংস্কার কাজ করা হয়। এছাড়া এই রুটের চলাচলত ১৫টি ফেরির মধ্যে তীব্র স্রোতের বিপরিতে চলতে না পারায় চারদিন ধরে ইউটিলিটি ফেরি সন্ধ্যা মালতি বসা রয়েছে। যান্ত্রিক ক্রটির কারণে তিন দিন ধরে রো রো ফেরি শাহ জালাল বসা রয়েছে। ফলে বর্তমানে ১৩টি ফেরি মিলে যানবাহন পারাপার অব্যাহত রাখা হয়েছে।

এদিকে পানি বৃদ্ধির কারণে উপজেলার দৌলতদিয়া ও দেবগ্রাম ইউপির অধিকাংশ এলাকা তলিয়ে গেছে। ঝুকিতে পড়েছে বাজার ও শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়া পানিবন্দি হয়ে পড়েছে অন্তত দেড় হাজার পরিবার।

দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল বলেন, পদ্মায় পানি বৃদ্ধির সাথে স্রোত দেখা দেওয়ায় নদী তীরবর্তী এলাকায় ভাঙন অব্যাহত রয়েছে। তবে পানি সমতল ভূমির উপরে থাকায় ভাঙনের মাত্রা কিছুটা কম। ভাঙনের কারণে যদু মাতুব্বর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় যে কোন মুুহুর্তে নদীগর্ভে বিলীন হয়ে যাবে। নদীর পাড় ভাঙতে ভাঙতে বিদ্যালয়ের নিকট চলে এসেছে। তবে দ্রুত বিদ্যালয় সরাতে আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বলেন, বন্যা দুর্গত এলাকার ৮০০ মানুষের জন্য চাল বরাদ্দ দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে আরো দেওয়া হবে। দ্রুত পানি বাড়ায় অনেক রাস্তাঘাট তলিয়ে গেছে। ২৫ হেক্টর জমির ফসল তলিয়ে গেছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

গোয়ালন্দে পদ্মার পানি বৃদ্ধি অব্যাহত, ঝুঁকিতে দৌলতদিয়া ফেরি ঘাট

পোস্ট হয়েছেঃ ০৮:২৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০

রাজবাড়ীমেইলঃ রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘন্টায় আরো ২৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে পানি বিপদসীমার ৮৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধির কারণে দৌলতদিয়া ফেরি ঘাট ঝুকিতে রয়েছে। বৃহস্পতিবার দুপুরে প্রায় দেড় ঘন্টা সবচেয়ে ব্যস্ততম ৫ নম্বর ফেরি ঘাটটি সংস্কার কাজের জন্য বন্ধ রাখা হয়।

পানি উন্নয়ন বোর্ড গোয়ালন্দ কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত ইদ্রিস আলী জানান, গত বুধবার সকাল ৬টার পর থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘন্টায় পদ্মা নদীতে আরো ২৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। বর্তমানে ভাগ্যকূল গোয়ালন্দ পয়েন্টে পানি বিপদ সীমার ৮৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক মাহাবুব আলী সরদার বলেন, পদ্মায় দ্রুত পানি বাড়াতে সবকটি ফেরি ঘাট ঝুঁকির মুখে রয়েছে। তিন দিন ধরে প্রচুর পানি বাড়ছে। আগামী আরো কয়েকদিন এভাবে পানি বাড়তে থাকলে একাধিক ঘাট তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। দ্রুত পানি বাড়ায় দৌলতদিয়ার সবচেয়ে ব্যস্ততম ও বড় ৫ নম্বর ফেরি ঘাটের পন্টুনের নিচের ইটের আদলা সহ অন্যান্য উপকরণ সরে যাওয়ায় ফেরিতে গাড়ি ওঠানামায় কিছুটা বিঘ্ন ঘটে।

তিনি আরো বলেন, বেলা তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত প্রায় দেড় ঘন্টা ঘাটটি বন্ধ করে দ্রুত পন্টুনের নিচের সংস্কার কাজ করা হয়। এছাড়া এই রুটের চলাচলত ১৫টি ফেরির মধ্যে তীব্র স্রোতের বিপরিতে চলতে না পারায় চারদিন ধরে ইউটিলিটি ফেরি সন্ধ্যা মালতি বসা রয়েছে। যান্ত্রিক ক্রটির কারণে তিন দিন ধরে রো রো ফেরি শাহ জালাল বসা রয়েছে। ফলে বর্তমানে ১৩টি ফেরি মিলে যানবাহন পারাপার অব্যাহত রাখা হয়েছে।

এদিকে পানি বৃদ্ধির কারণে উপজেলার দৌলতদিয়া ও দেবগ্রাম ইউপির অধিকাংশ এলাকা তলিয়ে গেছে। ঝুকিতে পড়েছে বাজার ও শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়া পানিবন্দি হয়ে পড়েছে অন্তত দেড় হাজার পরিবার।

দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল বলেন, পদ্মায় পানি বৃদ্ধির সাথে স্রোত দেখা দেওয়ায় নদী তীরবর্তী এলাকায় ভাঙন অব্যাহত রয়েছে। তবে পানি সমতল ভূমির উপরে থাকায় ভাঙনের মাত্রা কিছুটা কম। ভাঙনের কারণে যদু মাতুব্বর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় যে কোন মুুহুর্তে নদীগর্ভে বিলীন হয়ে যাবে। নদীর পাড় ভাঙতে ভাঙতে বিদ্যালয়ের নিকট চলে এসেছে। তবে দ্রুত বিদ্যালয় সরাতে আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বলেন, বন্যা দুর্গত এলাকার ৮০০ মানুষের জন্য চাল বরাদ্দ দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে আরো দেওয়া হবে। দ্রুত পানি বাড়ায় অনেক রাস্তাঘাট তলিয়ে গেছে। ২৫ হেক্টর জমির ফসল তলিয়ে গেছে।