নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের দুদুখান পাড়ায় বাঁশ ঝাড়ের ভিতর কাসেম শেখ (৪০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। রোববার দুপুর ২টার দিকে বাঁশ ঝাড়ের ভিতর থেকে তার স্ত্রীসহ স্থানীয়রা লাশ উদ্ধার করে। সে স্থানীয় আব্দুল গনি শেখ এর ছেলে। কসেম দুই মেয়ে ও এক ছেলের জনক। এলাকাবাসীর ধারনা ‘নেশা’র টাকা জোগাড় করতে না পারায় সে আত্মহত্যা করেছে।
সরেজমিন বেলা আড়াইটার দিকে ঘটনাস্থলে দেখা যায়, দুদুখানপাড়া স্থানীয় পল্লী চিকিৎসক কোবাত হোসেন এর বাড়ির পিছনে বিশাল আকারের বাঁশ ঝাড়। বাঁশ ঝাড়ের ভিতর কাসেমের মৃত দেহ মাটিতে পড়ে আছে। পড়নে লুঙ্গি, ডোরাকাট গেঞ্জি পড়া। পাশে পড়ে আছে একটি গামছা, এক জোড়া স্যান্ডেল, কয়েকটি তাস, মোমবাতি আর নেশা করার বিশেষ এক ধরনের ফয়েল কাগজ। ছেলের লাশের পাশে বসে বৃদ্ধা মা কান্না করছিল। এসময় স্থানীয় ৬নম্বর ওয়ার্ড ইউপি সদস্য চুন্নু মীর মালতসহ শতাধিক নারী পুরুষ ভিড় করেছে।
কাসেমের মা জানান, সকালে বাড়ি থেকে বের হওয়ার সময় টাকা চেয়েছিল। টাকা না দেওয়া ওর স্ত্রী ও আমার সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বের হয়। এরপর আর বাড়ি ফিরেনি। দুপুর হয়ে যাওয়ায় ছেলে বৌ সীমা আক্তার খোঁজ করতে থাকে। বাড়ির অদূরে কোব্বাত ডাক্তারের বাড়ির পিছনে বাঁশ ঝাড়ে থাকতে পারে সন্দেহ মোতাবেক এসে দেখে বাঁশ ঝাড়ের ভিতর একটি ডম্বল গাছের ডালের সাথে গলায় গামছা পেচিয়ে ঝুলে আছে। এসময় চিৎকার করলে দৌড়ে তিনিও (মা) ছুটে আসেন। পরে দুই জনে ধরে লাশ মাটিতে নামান। তাদের চিৎকারে আশপাশের অনেকে ছুটে আসেন।
স্থানীয় দুদুখান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও স্থানীয় বাসিন্দা নাসরিন আক্তার ইতি বলেন, এ এলাকায় বর্তমানে জুয়া আর নেশার ছড়াছড়ি চলছে। মৃত কাসেমসহ স্থানীয় বেশ কিছু তরুণ-যুবক নেশার সাথে জড়িয়ে পড়েছে। তারা বিভিন্ন বাঁশ ঝাড়ের ভিতর লুকিয়ে জুয়া খেলে, একই সঙ্গে বিভিন্ন নেশাও করে। বিভিন্ন স্থান থেকে অনেকে এখানে নেশার আড্ডা দিতে আসতো। ভয়ে এলাকাবাসী কিছু বলতে সাহস পেত না।
স্থানীয় ইউপি সদস্য চুন্নু মীর মালত বলেন, কাসেম সহ স্থানীয় বেশ কয়েকজন যুবক নিয়মিত এই বাঁশ ঝাড়ের ভিতর জুয়া খেলতো আর নেশা করতো। মদ, গাঁজা, ইয়াবা, হেরোইনসহ নানা ধরনের মাদকের সাথে তারা সম্পৃক্ত। অথচ তাদের নির্দিষ্ট কোন পেশা নেই। প্রতিদিন নেশার টাকা জোগাড় করতে না পারায় পরিবারসহ স্থানীয় অনেকের সঙ্গে তারা বিরোধে জড়িয়ে পড়ছে। তাঁর ধারনা নেশার টাকা জোগাড় করতে না পেরেই কাসেম বাঁশ ঝাড়ে গলায় নিজের গামছা পেচিয়ে আত্মহত্যা করেছে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, আমরা স্থানীয়দের কাছ থেকে নেশার সাথে জড়িয়ে পড়ার খবর পেয়েছি। তবে দুঃখের বিষয় স্থানীয়ভাবে জুয়া খেলা বা নেশার আড্ডা হয় অথচ আমাদের কেউ জানায়না। আমরা লাশের সুরতহাল শেষে ময়না তদন্তের প্রস্তুতি নিচ্ছি