০৮:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দ হাসপাতালঃ এক যুগ পর সিজারিয়ানে সন্তান জন্ম, নাম রাখা হয়েছে শাহাদত রাসেল

বিশেষ প্রতিনিধি, রাজবাড়ীঃ প্রায় এক যুগ পর রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ৫০শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অস্ত্রপচারের (সিজারিয়ান অপারেশন) মাধ্যমে সন্তানের জন্ম হয়েছে। এক যুগ আগে অপারেশনের যাবতীয় যন্ত্রপাতি বরাদ্দ আসলেও চিকিৎসক এবং অবকাঠামোগত অন্যান্য সুবিধা না থাকায় অস্ত্রপচার হতোনা। বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকীর বিশেষ দিনে সিজারিয়ানে শিশুর জন্ম হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ শেখ রাসেলকে অনুসরন করে শিশুটির নাম রেখেছে শাহাদত হোসেন রাসেল।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, স্বাস্থ্য কমপ্লেক্সটি ২৫ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নতি হওয়ার পর ২০০৩ সালে প্রসূতি সেবা বিভাগ চালু হয়। সে অনুপাতে এখানে প্রয়োজনীয় সকল ধরনের যন্ত্রাংশ বরাদ্দ প্রদান করা হয়। ২০১১ সালের প্রথম পর্যন্ত ৯টি সিজারিয়ান অপারেশন হয়। অপারেশন থিয়েটারের সকল যন্ত্রাংশ বরাদ্দ আসলেও গাইনী চিকিৎসক ও এনেসথেসিয়াসহ অন্যান্য সুবিধা না থাকায় অপারেশন কার্যক্রম বন্ধ ছিল। তবে স্বাভাবিক প্রসূতি সেবা চালু ছিল। জেলা সদর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে প্রত্যন্ত উপজেলা গোয়ালন্দ হওয়ায় দীর্ঘদিন ভোগান্তি পোহাতে হয় উপজেলাবাসীকে। এ ধরনের সিজারসহ গুরুত্বপূর্ণ অপারেশনের ক্ষেত্রে জেলা সদর হাসপাতাল অথবা ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের ওপর নির্ভর করতে হতো।

পরবর্তীতে সির্ভিল সার্জন মো. ইব্রাহিম টিটন এর সহযোগিতায় গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দ মো. আমিরুল হক শামীম এর তত্বাবধানে ছোট-খাটো অপারেশনের উদ্যোগ নেওয়া হয়। সম্প্রতি এক যুবকের হাতের আঙ্গুলের ওপর থাকা একটি টিউমার অপারেশনের মধ্য দিয়ে অপারেশন কার্যক্রম শুরু করে।

রাজবাড়ী সদর উপজেলার বরাট কাঁচরন্দ এলাকার আমানত হোসেনের স্ত্রী শারমীন আক্তারের সন্তান জন্মদানের সময় হওয়ায় সোমবার সকালে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। চিকিৎসকগন শাররীক অবস্থার খোঁজ খবর নিয়ে জরুরি সিজারের সিদ্ধান্ত নেন। দুপুরে অপারেশন থিয়েটারে নেওয়া হয় গৃহবধু শারমীন আক্তারকে। চিকিৎসক সৈয়দ আমিরুল হক শামীমের তত্বাবধানে গাইনি চিকিৎসক তৃপ্তি সরকার সিজার করলে ছেলে সন্তান ভূমিষ্ঠ হয়। এসময় চিকিৎসক প্রদীব কান্তি পাল, আবাসিক চিকিৎসা কর্মকর্তা শাহ মো. শরীফ, চিকিৎসক নাজনীন নাহার নীরা, জ্যেষ্ঠ সেবিকা মৃদুলা বিশ্বাস, হোসনে আরা সহযোগিতা করেন।
সিজারিয়ানে জন্ম নেওয়া শিশুটির খালা পারভীন খাতুন বলেন, সিজারিয়ান অপারেশন করে আমার বোন ছেলে সন্তানের মা হয়েছেন। কোন টাকা-পয়সা ছাড়াই চিকিৎসকগন সিজার করেছেন। আমার মতো সাধারণ মানুষের জন্য খুবই উপকার হয়েছে। এ জন্য নিজের কাছেও বেশ ভালো লাগছে।

দৌলতদিয়া বেপারী পাড়ার তোতা শেখ বলেন, দীর্ঘদিন সিজারিয়ান অপারেশন বন্ধ থাকার পর আবারও চালু হওয়ায় অনেক সাধারণ পরিবারের জন্য সুবিধা হবে। তবে অনেক সময় দালালের খপ্পরে পড়ে ভুলভাল বুঝিয়ে বেসরকারি ক্লিনিকে নেওয়ার চেষ্টা করে। এখন থেকে হাসপাতালে অপারেশন চালু হওয়ায় কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দ আমিরুল হক শামীম বলেন, অপারেশনের সকল সরঞ্জমাদি থাকার পরও অ্যানেসথেসিয়া ও গাইনি চিকিৎসক না থাকায় এতদিন অপারেশন সম্ভব ছিলনা। এক সপ্তাহ আগে গাইনি বিভাগের চিকিৎসক হিসেবে তৃপ্তি সরকার যোগদান করেন। এর আগে অ্যানেসথেসিয়া চিকিৎসক যোগদান করায় সম্ভব হয়েছে। শোক দিবসের দিনে সিজারের মাধ্যমে ছেলে সন্তান জন্ম নেওয়ায় নাম রাখা হয় শাহাদাত হোসেন রাসেল। এখন থেকে নিয়মিত সিজার চলবে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

গোয়ালন্দ হাসপাতালঃ এক যুগ পর সিজারিয়ানে সন্তান জন্ম, নাম রাখা হয়েছে শাহাদত রাসেল

পোস্ট হয়েছেঃ ১১:৩৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২

বিশেষ প্রতিনিধি, রাজবাড়ীঃ প্রায় এক যুগ পর রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ৫০শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অস্ত্রপচারের (সিজারিয়ান অপারেশন) মাধ্যমে সন্তানের জন্ম হয়েছে। এক যুগ আগে অপারেশনের যাবতীয় যন্ত্রপাতি বরাদ্দ আসলেও চিকিৎসক এবং অবকাঠামোগত অন্যান্য সুবিধা না থাকায় অস্ত্রপচার হতোনা। বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকীর বিশেষ দিনে সিজারিয়ানে শিশুর জন্ম হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ শেখ রাসেলকে অনুসরন করে শিশুটির নাম রেখেছে শাহাদত হোসেন রাসেল।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, স্বাস্থ্য কমপ্লেক্সটি ২৫ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নতি হওয়ার পর ২০০৩ সালে প্রসূতি সেবা বিভাগ চালু হয়। সে অনুপাতে এখানে প্রয়োজনীয় সকল ধরনের যন্ত্রাংশ বরাদ্দ প্রদান করা হয়। ২০১১ সালের প্রথম পর্যন্ত ৯টি সিজারিয়ান অপারেশন হয়। অপারেশন থিয়েটারের সকল যন্ত্রাংশ বরাদ্দ আসলেও গাইনী চিকিৎসক ও এনেসথেসিয়াসহ অন্যান্য সুবিধা না থাকায় অপারেশন কার্যক্রম বন্ধ ছিল। তবে স্বাভাবিক প্রসূতি সেবা চালু ছিল। জেলা সদর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে প্রত্যন্ত উপজেলা গোয়ালন্দ হওয়ায় দীর্ঘদিন ভোগান্তি পোহাতে হয় উপজেলাবাসীকে। এ ধরনের সিজারসহ গুরুত্বপূর্ণ অপারেশনের ক্ষেত্রে জেলা সদর হাসপাতাল অথবা ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের ওপর নির্ভর করতে হতো।

পরবর্তীতে সির্ভিল সার্জন মো. ইব্রাহিম টিটন এর সহযোগিতায় গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দ মো. আমিরুল হক শামীম এর তত্বাবধানে ছোট-খাটো অপারেশনের উদ্যোগ নেওয়া হয়। সম্প্রতি এক যুবকের হাতের আঙ্গুলের ওপর থাকা একটি টিউমার অপারেশনের মধ্য দিয়ে অপারেশন কার্যক্রম শুরু করে।

রাজবাড়ী সদর উপজেলার বরাট কাঁচরন্দ এলাকার আমানত হোসেনের স্ত্রী শারমীন আক্তারের সন্তান জন্মদানের সময় হওয়ায় সোমবার সকালে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। চিকিৎসকগন শাররীক অবস্থার খোঁজ খবর নিয়ে জরুরি সিজারের সিদ্ধান্ত নেন। দুপুরে অপারেশন থিয়েটারে নেওয়া হয় গৃহবধু শারমীন আক্তারকে। চিকিৎসক সৈয়দ আমিরুল হক শামীমের তত্বাবধানে গাইনি চিকিৎসক তৃপ্তি সরকার সিজার করলে ছেলে সন্তান ভূমিষ্ঠ হয়। এসময় চিকিৎসক প্রদীব কান্তি পাল, আবাসিক চিকিৎসা কর্মকর্তা শাহ মো. শরীফ, চিকিৎসক নাজনীন নাহার নীরা, জ্যেষ্ঠ সেবিকা মৃদুলা বিশ্বাস, হোসনে আরা সহযোগিতা করেন।
সিজারিয়ানে জন্ম নেওয়া শিশুটির খালা পারভীন খাতুন বলেন, সিজারিয়ান অপারেশন করে আমার বোন ছেলে সন্তানের মা হয়েছেন। কোন টাকা-পয়সা ছাড়াই চিকিৎসকগন সিজার করেছেন। আমার মতো সাধারণ মানুষের জন্য খুবই উপকার হয়েছে। এ জন্য নিজের কাছেও বেশ ভালো লাগছে।

দৌলতদিয়া বেপারী পাড়ার তোতা শেখ বলেন, দীর্ঘদিন সিজারিয়ান অপারেশন বন্ধ থাকার পর আবারও চালু হওয়ায় অনেক সাধারণ পরিবারের জন্য সুবিধা হবে। তবে অনেক সময় দালালের খপ্পরে পড়ে ভুলভাল বুঝিয়ে বেসরকারি ক্লিনিকে নেওয়ার চেষ্টা করে। এখন থেকে হাসপাতালে অপারেশন চালু হওয়ায় কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দ আমিরুল হক শামীম বলেন, অপারেশনের সকল সরঞ্জমাদি থাকার পরও অ্যানেসথেসিয়া ও গাইনি চিকিৎসক না থাকায় এতদিন অপারেশন সম্ভব ছিলনা। এক সপ্তাহ আগে গাইনি বিভাগের চিকিৎসক হিসেবে তৃপ্তি সরকার যোগদান করেন। এর আগে অ্যানেসথেসিয়া চিকিৎসক যোগদান করায় সম্ভব হয়েছে। শোক দিবসের দিনে সিজারের মাধ্যমে ছেলে সন্তান জন্ম নেওয়ায় নাম রাখা হয় শাহাদাত হোসেন রাসেল। এখন থেকে নিয়মিত সিজার চলবে।