মইনুল হক, গোয়ালন্দঃ রাজবাড়ী জেলার গোয়ালন্দ পৌরসভায় সোমবার দুপুরে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছমির মোল্লা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের মাঠ চত্বরে এলজিইডি’র অধীনে (আইইউজিআইপি) প্রকল্পের আওতায় ৩ দশমিক ৬০৫ কিলোমিটার সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এতে সড়ক উন্নয়নে ব্যায় ধরা হয়েছে ৮ কোটি ৭৩ লক্ষ ৯৫ হাজার ৮০৮ টাকা।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভার মাধ্যমে প্রকল্প কাজের শুভ উদ্বোধন করেন গোয়ালন্দ পৌরসভার মেয়র মোঃ নজরুল ইসলাম মন্ডল।
উদ্বোধনী সভায় উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) মো. রুহুল আমিন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. ফেরদৌস আলম খান, পৌরসভার প্যানেল মেয়র মো. ফজলুল হক, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এনায়েত হোসেন জাকির, ত্রান ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির পলাশ, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম মাহবুবুর রাব্বানী, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. মাসুদুর রহমান, আমেরিকা প্রবাসী মো. সিরাজুল ইসলামসহ পৌরসভার অন্যান্য কাউন্সিলর, পৌর এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সালুর সঞ্চালনায় আলোচনা সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন পৌরসভার প্যানেল মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন রনি।
আলোচনা সভায় পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল বলেন, এলজিইডি’র অধীনে (আইইউজিআইপি) প্রকল্পের আওতায় ৮ কোটি ৭৩ লক্ষ ৯৫ হাজার ৮০৮ টাকা ব্যয়ে পৌর শহরের নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়নে সড়কের নির্মাণ কাজ উদ্বোধন করা হলো।
তিনি আরও বলেন, আপনাদের সহযোগিতায় এই শহরকে একটি মডেল শহর করতে চাই। সে জন্য আপনাদের সহযোগিতার প্রয়োজন। আপনাদের সকলের সহযোগিতায় এরকম একের পর এক উন্নয়ন গোয়ালন্দ পৌরসভায় হবে। আপনারা জেনে আরো খুশি হবেন যে বাংলাদেশে ৫টি পৌরসভার মধ্যে গোয়ালন্দ পৌরসভা দ্বিতীয় স্থানে রয়েছে, যে কারনে আমাদের পৌরসভায় উন্নয়ন কাজ চলমান রয়েছে।
গোয়ালন্দ পৌরসভার বাস্তবায়নে ও এডিবি ব্যাংকের অর্থায়নে প্রকল্পের কাজটি বাস্তবায়ন করবে মেসার্স কামরুল এন্ড ব্রাদার্স লিমিটেড।