০৬:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

ট্রাক উল্টে দৌলতদিয়ার ৩ নম্বর ঘাট বন্ধ, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যানের পরিদর্শন

আবুল হোসেনঃ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত রাজবাড়ী জেলার গোয়ালন্দের দৌলতদিয়ায় গত কয়েক দিন পদ্মা নদীর পানি বিপৎসীসার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধির কারনে দুইটি ফেরি ঘাটের সংযোগ সড়ক ডুবে গেছে। মঙ্গলবার ৩নম্বর ঘাট সড়কের গর্তে পড়ে ট্রাক উল্টে যাওয়ায় ঘাটটি বন্ধ রয়েছে। বর্তমানে তিনটি ঘাট দিয়ে যানবাহন ফেরিতে ওঠানামা করছে।

ঈদের আগে ঘাট পরিস্থিতি দেখতে মঙ্গলবার সকালে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক দৌলতদিয়া ঘাট পরিদর্শনে আসেন। ফেরি সংকট, ঘাটগুলো সচল, ঈদে ঘরমুখো মানুষ ভোগান্তি ছাড়া বাড়ি ফিরতে পারে সমনিত্বভাবে মোকাবেলা করতে বিআইডাব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক বলেছেন।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে দৌলতদিয়া পানিতে ডুবে যাওয়া ৩ ও ৬নং ঘাটের সংযোগ সড়ক পরিদর্শন করেন তিনি। আসন্ন ঈদে ঘরমুখো মানুষ যাতে নির্বিঘেœ বাড়ী যেতে পারে সে জন্য সংশ্লিষ্ট সকলকে পরামর্শ প্রদান করেন। পরিদর্শনে এসে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান সাংবাদিকদের বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশিত সকল কাজ জেলা প্রশাসকের মাধ্যমে সমন্বয় করে বাস্তবায়ন করব। স্থায়ীভাবে নদী ভাঙ্গন রোধ ও দৌলতদিয়া ফেরি ঘাট আধুনিকায়ন করার জন্য একটি বড় প্রকল্প গ্রহন করা হয়েছে।

্এসময় গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম, সহকারি কমিশনার (ভুমি) আব্দুল্লাহ আল মামুন, বিআইডাব্লিউটিএ’র নির্বাহী প্রকৌশলী মো. নিজাম উদ্দিন পাঠান, বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রনি, দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. আব্দুল মুন্নাফ, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল প্রমুখ।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয় জানায়, মঙ্গলবার সকালে দৌলতদিয়ার ৩নম্বর ঘাটে ফেরি থেকে নামার পর পণ্যবাহি একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৮-৪৭২০) ডুবন্ত সড়কের মাঝে গর্তে চাকা পড়ে উল্টে যায়। এরপর থেকে ওই ঘাট দিয়ে ফেরিতে যানবাহন ওঠানামা বন্ধ রয়েছে। ঘাটে সংস্কার কাজ করছে রাজবাড়ী সড়ক ও জনপদ বিভাগ এবং বিআইডব্লিউটিএ। ইটের আদলা ও বালুভর্তি বস্তা ফেলে সংস্কার কাজ করছে। কাজ শেষ না হওয়া পর্যন্ত ৩নম্বর ঘাটটি বন্ধ থাকবে।

দৌলতদিয়ার বাকি ৪, ৫ ও ৬নম্বর ঘাট চালু রয়েছে। ৬টির মধ্যে মাত্র তিনটি ঘাট চালু থাকায় যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে। এরমধ্যে ৬ নম্বর ঘাটের সংযোগ সড়কও তলিয়ে গেলে সওজ ও বিআইডব্লিউটিএ ইটের আদলা ও বালুভর্তি বস্তা ফেলে সংস্কার কাজ করে ঘাটটি চালু রাখা হয়।

বিআইডব্লিউটিএ দৌলতদিয়ার দায়িত্বপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলী মো. শাহ আলম বলেন, কর্তৃপক্ষের নির্দেশে সড়ক ও জনপদ বিভাগ ও বিআইডব্লিউটিএ যৌথভাবে ঘাট সংস্কারের কাজ করছে। ৩নম্বর ঘাটের সংযোগ সড়কের দুই পাশে বিআইডব্লিউটিএ বালুভর্তি বস্তা ফেলছে। যাতে করে আর বাইরের পানি সড়কের মাঝে না আসতে পারে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

ট্রাক উল্টে দৌলতদিয়ার ৩ নম্বর ঘাট বন্ধ, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যানের পরিদর্শন

পোস্ট হয়েছেঃ ০৫:২১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০

আবুল হোসেনঃ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত রাজবাড়ী জেলার গোয়ালন্দের দৌলতদিয়ায় গত কয়েক দিন পদ্মা নদীর পানি বিপৎসীসার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধির কারনে দুইটি ফেরি ঘাটের সংযোগ সড়ক ডুবে গেছে। মঙ্গলবার ৩নম্বর ঘাট সড়কের গর্তে পড়ে ট্রাক উল্টে যাওয়ায় ঘাটটি বন্ধ রয়েছে। বর্তমানে তিনটি ঘাট দিয়ে যানবাহন ফেরিতে ওঠানামা করছে।

ঈদের আগে ঘাট পরিস্থিতি দেখতে মঙ্গলবার সকালে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক দৌলতদিয়া ঘাট পরিদর্শনে আসেন। ফেরি সংকট, ঘাটগুলো সচল, ঈদে ঘরমুখো মানুষ ভোগান্তি ছাড়া বাড়ি ফিরতে পারে সমনিত্বভাবে মোকাবেলা করতে বিআইডাব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক বলেছেন।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে দৌলতদিয়া পানিতে ডুবে যাওয়া ৩ ও ৬নং ঘাটের সংযোগ সড়ক পরিদর্শন করেন তিনি। আসন্ন ঈদে ঘরমুখো মানুষ যাতে নির্বিঘেœ বাড়ী যেতে পারে সে জন্য সংশ্লিষ্ট সকলকে পরামর্শ প্রদান করেন। পরিদর্শনে এসে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান সাংবাদিকদের বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশিত সকল কাজ জেলা প্রশাসকের মাধ্যমে সমন্বয় করে বাস্তবায়ন করব। স্থায়ীভাবে নদী ভাঙ্গন রোধ ও দৌলতদিয়া ফেরি ঘাট আধুনিকায়ন করার জন্য একটি বড় প্রকল্প গ্রহন করা হয়েছে।

্এসময় গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম, সহকারি কমিশনার (ভুমি) আব্দুল্লাহ আল মামুন, বিআইডাব্লিউটিএ’র নির্বাহী প্রকৌশলী মো. নিজাম উদ্দিন পাঠান, বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রনি, দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. আব্দুল মুন্নাফ, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল প্রমুখ।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয় জানায়, মঙ্গলবার সকালে দৌলতদিয়ার ৩নম্বর ঘাটে ফেরি থেকে নামার পর পণ্যবাহি একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৮-৪৭২০) ডুবন্ত সড়কের মাঝে গর্তে চাকা পড়ে উল্টে যায়। এরপর থেকে ওই ঘাট দিয়ে ফেরিতে যানবাহন ওঠানামা বন্ধ রয়েছে। ঘাটে সংস্কার কাজ করছে রাজবাড়ী সড়ক ও জনপদ বিভাগ এবং বিআইডব্লিউটিএ। ইটের আদলা ও বালুভর্তি বস্তা ফেলে সংস্কার কাজ করছে। কাজ শেষ না হওয়া পর্যন্ত ৩নম্বর ঘাটটি বন্ধ থাকবে।

দৌলতদিয়ার বাকি ৪, ৫ ও ৬নম্বর ঘাট চালু রয়েছে। ৬টির মধ্যে মাত্র তিনটি ঘাট চালু থাকায় যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে। এরমধ্যে ৬ নম্বর ঘাটের সংযোগ সড়কও তলিয়ে গেলে সওজ ও বিআইডব্লিউটিএ ইটের আদলা ও বালুভর্তি বস্তা ফেলে সংস্কার কাজ করে ঘাটটি চালু রাখা হয়।

বিআইডব্লিউটিএ দৌলতদিয়ার দায়িত্বপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলী মো. শাহ আলম বলেন, কর্তৃপক্ষের নির্দেশে সড়ক ও জনপদ বিভাগ ও বিআইডব্লিউটিএ যৌথভাবে ঘাট সংস্কারের কাজ করছে। ৩নম্বর ঘাটের সংযোগ সড়কের দুই পাশে বিআইডব্লিউটিএ বালুভর্তি বস্তা ফেলছে। যাতে করে আর বাইরের পানি সড়কের মাঝে না আসতে পারে।