০৮:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

দৌলতদিয়ায় প্যানেল চেয়ারম্যান গনি মন্ডল হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ

মইন মৃধা, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার আওয়ামী লীগ নেতা ও দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল গনি মন্ডলকে (৬০) গুলি করে হত্যার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে। মঙ্গলবার দুপুর দেড়টার পর মহাসড়কের দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে প্রায় ত্রিশ মিনিট কয়েকশ বিক্ষুব্ধ জনতা ও তাঁর স্বজনেরা এ অবরোধ সৃষ্টি করে বিক্ষোভ প্রকাশ করতে থাকে। তারা অনতিবিলম্বে হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানান।
এ সময় বিক্ষুব্ধ জনতার সাথে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন গোয়ালন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী আসাদ।
এদিকে খবর পেয়ে একদল পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে আসেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল্লাহ আল তায়াবীর। তিনি তার বক্তব্যে আব্দুল গনি মন্ডলের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাঁর মতো একজন ভালো মানুষকে নির্মমভাবে গুলি করে হত্যাকারীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তারের বিষয়ে বিক্ষোভকারীদেরকে আশ্বস্ত করেন। এরপর পরে বেলা ২ টার দিকে অবরোধ তুলে নেয়া হয়। তবে আগামী ২ দিনের মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার করতে না পারলে আবারো মহাসড়ক অবরোধসহ কঠোর আন্দোলনের ঘোষনা দেন ভাইস চেয়ারম্যান।
বুধবার (৩১ আগষ্ট) রাত পৌনে দশটার দিকে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে জানায নামাজ শেষে বাড়ি ফেরার পথে বাড়ির কাছে দুর্বৃত্তরা গণি মন্ডলকে গুলি করে। সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
গনি মন্ডল দৌলতদিয়া দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের টানা চার বারের নির্বাচিত সদস্য ও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান। এ ছাড়া তিনি গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সাবেক ত্রান বিষয়ক সম্পাদক এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও বর্তমান  কার্যকরী কমিটির সদস্য।
ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

দৌলতদিয়ায় প্যানেল চেয়ারম্যান গনি মন্ডল হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ

পোস্ট হয়েছেঃ ০৬:১৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১
মইন মৃধা, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার আওয়ামী লীগ নেতা ও দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল গনি মন্ডলকে (৬০) গুলি করে হত্যার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে। মঙ্গলবার দুপুর দেড়টার পর মহাসড়কের দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে প্রায় ত্রিশ মিনিট কয়েকশ বিক্ষুব্ধ জনতা ও তাঁর স্বজনেরা এ অবরোধ সৃষ্টি করে বিক্ষোভ প্রকাশ করতে থাকে। তারা অনতিবিলম্বে হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানান।
এ সময় বিক্ষুব্ধ জনতার সাথে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন গোয়ালন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী আসাদ।
এদিকে খবর পেয়ে একদল পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে আসেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল্লাহ আল তায়াবীর। তিনি তার বক্তব্যে আব্দুল গনি মন্ডলের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাঁর মতো একজন ভালো মানুষকে নির্মমভাবে গুলি করে হত্যাকারীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তারের বিষয়ে বিক্ষোভকারীদেরকে আশ্বস্ত করেন। এরপর পরে বেলা ২ টার দিকে অবরোধ তুলে নেয়া হয়। তবে আগামী ২ দিনের মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার করতে না পারলে আবারো মহাসড়ক অবরোধসহ কঠোর আন্দোলনের ঘোষনা দেন ভাইস চেয়ারম্যান।
বুধবার (৩১ আগষ্ট) রাত পৌনে দশটার দিকে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে জানায নামাজ শেষে বাড়ি ফেরার পথে বাড়ির কাছে দুর্বৃত্তরা গণি মন্ডলকে গুলি করে। সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
গনি মন্ডল দৌলতদিয়া দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের টানা চার বারের নির্বাচিত সদস্য ও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান। এ ছাড়া তিনি গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সাবেক ত্রান বিষয়ক সম্পাদক এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও বর্তমান  কার্যকরী কমিটির সদস্য।