০৫:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

পদ্মার ২০ কেজি ওজনের কাতল বিক্রি হলো ২৮ হাজার টাকায়

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে রোববার দুপুরে পদ্মা নদীর ২০ কেজি ওজনের একটি বড় কাতল মাছ ২৮ হাজার টাকায় বিক্রি হয়েছে। মাছটি সকালে পাবনার এক জেলের জালে ধরা পড়লে দৌলতদিয়া ফেরি ঘাট এলাকার মৎস্য ব্যবসায়ীর কাছে বিক্রি করেন। ওই মৎস্য ব্যবসায়ী মাছটি রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেন।

স্থানীয় মৎস্যজীবীরা জানান, ঈদের কয়েকদিন জেলেরা নদীতে তেমন একটা নামেননি। ঈদের চতুর্থ দিন গত শুক্রবার থেকে অনেকে নদীতে মাছ শিকারে নেমেছেন। শনিবার সন্ধ্যার পাবনার কাজীরহাট এলাকার কয়েকজন জেলে যমুনা নদীতে মাছ শিকারে নামেন। রাতে তেমন ভালো মাছ শিকার করতে না পারায় তারা হতাশ হন। রাত শেষে আজ রোববার সকাল ৯টার দিকে যমুনা নদী পার হয়ে রাজবাড়ী সদর উপজেলার জৌকুড়া পদ্মা নদীতে জাল গোটানোর সময় ঝাকি দিলে বুঝতে পারেন বড় কোন মাছ ধরা পড়েছে। পরে জাল টেনে নৌকায় তুলতেই দেখতে পান বড় এক কাতল। দৌলতদিয়া ফেরি ঘাট এলাকার মৎস্য ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করতে থাকেন। পরে বেলা ১১টার দিকে মাছটি দৌলতদিয়ার ৫নম্বর ফেরি ঘাট এলাকার শাকিল-সোহান মৎস্য আড়তদার শাহজাহান শেখ এর সাথে কথা বললে তিনি মাছটি কিনে নেন।

শাহজাহান শেখ জানান, বেলা ১১টার দিকে দৌলতদিয়ার ৫নম্বর ফেরি ঘাট সংলগ্ন তার আড়ত ঘরে মাছটি নিয়ে আসলে সকলের উপস্থিতিতে মাছটি ওজন দিয়ে দেখতে পান প্রায় ২০ কেজি হয়েছে। প্রতি কেজি ১ হাজার ৩০০ টাকা কেজি দরে মোট ২৬ হাজার টাকায় কিনে নেন। মাছটি কেনার পর আড়ত ঘরে রাখলে অনেক উৎসুক মানুষ ঘরে ভিড় করতে থাকেন। এই ফাঁকে তিনি বিবিভিন্ন স্থানে মুঠোফোনে যোগাযোগ করতে থাকেন। এক পর্যায়ে রাজবাড়ীর বালিয়াকান্দির নারুয়া এলাকার এক ব্যক্তি তিনি ঢাকায় ব্যবসা বাণিজ্য করেন। তার সাথে কথা বললে মাছটি কেনার আগ্রহ দেখান। পরে কেজি প্রতি ১০০ টাকা লাভে ১ হাজার ৪০০ টাকা কেজি দরে মোট ২৮ হাজার টাকায় তার কাছে বিক্রি করেন। মাছটি বেলা দুইটার দিকে মোটরসাইকেল যোগে তার গ্রামের বাড়ি বালিয়াকান্দি পাঠিয়ে দেন।

গোয়ালন্দ উপজেলার সহকারী মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ জানান, নদীতে পানি বাড়তে শুরু করেছে। আগামীতে পদ্মা নদীতে আরো বড় বড় রুই, কাতল, বোয়াল, পাঙ্গাশ, রিঠা, চিতল সহ বিভিন্ন দেশীয় প্রজাতির সুস্বাদু মাছ পাওয়া যাবে বলে তিনি মনে করেন।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

পদ্মার ২০ কেজি ওজনের কাতল বিক্রি হলো ২৮ হাজার টাকায়

পোস্ট হয়েছেঃ ১১:০৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ৮ মে ২০২২

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে রোববার দুপুরে পদ্মা নদীর ২০ কেজি ওজনের একটি বড় কাতল মাছ ২৮ হাজার টাকায় বিক্রি হয়েছে। মাছটি সকালে পাবনার এক জেলের জালে ধরা পড়লে দৌলতদিয়া ফেরি ঘাট এলাকার মৎস্য ব্যবসায়ীর কাছে বিক্রি করেন। ওই মৎস্য ব্যবসায়ী মাছটি রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেন।

স্থানীয় মৎস্যজীবীরা জানান, ঈদের কয়েকদিন জেলেরা নদীতে তেমন একটা নামেননি। ঈদের চতুর্থ দিন গত শুক্রবার থেকে অনেকে নদীতে মাছ শিকারে নেমেছেন। শনিবার সন্ধ্যার পাবনার কাজীরহাট এলাকার কয়েকজন জেলে যমুনা নদীতে মাছ শিকারে নামেন। রাতে তেমন ভালো মাছ শিকার করতে না পারায় তারা হতাশ হন। রাত শেষে আজ রোববার সকাল ৯টার দিকে যমুনা নদী পার হয়ে রাজবাড়ী সদর উপজেলার জৌকুড়া পদ্মা নদীতে জাল গোটানোর সময় ঝাকি দিলে বুঝতে পারেন বড় কোন মাছ ধরা পড়েছে। পরে জাল টেনে নৌকায় তুলতেই দেখতে পান বড় এক কাতল। দৌলতদিয়া ফেরি ঘাট এলাকার মৎস্য ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করতে থাকেন। পরে বেলা ১১টার দিকে মাছটি দৌলতদিয়ার ৫নম্বর ফেরি ঘাট এলাকার শাকিল-সোহান মৎস্য আড়তদার শাহজাহান শেখ এর সাথে কথা বললে তিনি মাছটি কিনে নেন।

শাহজাহান শেখ জানান, বেলা ১১টার দিকে দৌলতদিয়ার ৫নম্বর ফেরি ঘাট সংলগ্ন তার আড়ত ঘরে মাছটি নিয়ে আসলে সকলের উপস্থিতিতে মাছটি ওজন দিয়ে দেখতে পান প্রায় ২০ কেজি হয়েছে। প্রতি কেজি ১ হাজার ৩০০ টাকা কেজি দরে মোট ২৬ হাজার টাকায় কিনে নেন। মাছটি কেনার পর আড়ত ঘরে রাখলে অনেক উৎসুক মানুষ ঘরে ভিড় করতে থাকেন। এই ফাঁকে তিনি বিবিভিন্ন স্থানে মুঠোফোনে যোগাযোগ করতে থাকেন। এক পর্যায়ে রাজবাড়ীর বালিয়াকান্দির নারুয়া এলাকার এক ব্যক্তি তিনি ঢাকায় ব্যবসা বাণিজ্য করেন। তার সাথে কথা বললে মাছটি কেনার আগ্রহ দেখান। পরে কেজি প্রতি ১০০ টাকা লাভে ১ হাজার ৪০০ টাকা কেজি দরে মোট ২৮ হাজার টাকায় তার কাছে বিক্রি করেন। মাছটি বেলা দুইটার দিকে মোটরসাইকেল যোগে তার গ্রামের বাড়ি বালিয়াকান্দি পাঠিয়ে দেন।

গোয়ালন্দ উপজেলার সহকারী মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ জানান, নদীতে পানি বাড়তে শুরু করেছে। আগামীতে পদ্মা নদীতে আরো বড় বড় রুই, কাতল, বোয়াল, পাঙ্গাশ, রিঠা, চিতল সহ বিভিন্ন দেশীয় প্রজাতির সুস্বাদু মাছ পাওয়া যাবে বলে তিনি মনে করেন।