০৮:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

দৌলতদিয়া ঘাটে পণ্যবাহি গাড়ির লম্বা লাইন, বাড়তি টাকা নিয়ে গাড়ি ছেড়ে দেওয়ার অভিযোগ

ফেরি স্বল্পতার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে দুই দিন ধরে পণ্যবাহি গাড়ির লম্বা লাইন তৈরী হচ্ছে। ঘাটে গাড়ির চাপ কমাতে গোয়ালন্দ মোড় এলাকায় আটকে রাখা হচ্ছে এসব গাড়ি। আর সেখান থেকে বাড়তি টাকা নিয়ে দৌলতদিয়ার উদ্দেশ্যে আগে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে ট্রাফিক পুলিশের বিরুদ্ধে।

আজ মঙ্গলবার সকালে দৌলতদিয়ায় যায়, ঢাকা-খুলনা মহাসড়ে প্রায় দুই কিলোমিটার লম্বা পণ্যবাহি গাড়ির লাইন। অনেক গাড়ি একদিন আগে থেকে সিরিয়ালে পড়ে আছে। লাইনে আটকে থাকা কয়েকজন গাড়ি চালক ক্ষোভ প্রকাশ করে বলেন, ঘাটে গাড়ির লম্বা লাইন রয়েছে এমন খবরে গোয়ালন্দ মোড়ে দায়িত্বরত ট্রাফিক পুলিশ কিছু দালালের মাধ্যমে চালকদের থেকে ৫০০ থেকে এক হাজার টাকা নিয়ে ঘাটের উদ্দেশ্যে ছেড়ে দিচ্ছে। যারা টাকা দিচ্ছে না তাদের নিময়ানুসারে ছাড়া হচ্ছে। চালকদের এমন অভিযোগের সত্যতা পাওয়া যায় ঘাটে লাইনে থাকা চালকদের সাথে কথা বলে।

কুষ্টিয়া থেকে প্লাস্টিক সামগ্রী বোঝাই করে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রাক (ঢাকা মেট্রো ট-১৪-৯৯৪৬) চালক মুকুল শেখ ক্ষোভ প্রকাশ করে বলেন, সোমবার সকালে গোয়ালন্দ মোড় পৌছলে কর্তব্যরত ট্রাফিক পুলিশ তাদেরকে আটকে দেয়। বলা হয় ঘাট দিয়ে ভিআইপি পার হচ্ছে, সাধারণ পণ্যবাহি গাড়ি যাবে না। এভাবে সারাদিন ও রাতে আটকে রাখা হয়। পরদিন গতকাল মঙ্গলবার সকাল আটটার দিকে ছেড়ে দেয়া হয়। ঘাটে এসে দেখি শতাধিক ট্রাক রয়েছে। অথচ ওই সময় যারা ট্রাফিক পুলিশকে ৫০০ থেকে এক হাজার টাকা দিয়েছে তাদের ছেড়ে দিয়েছে। স্থানীয় এক ব্যক্তি আমাকেও প্রস্তাব করলে রাজি না হওয়ায় নিয়ম অনুযায়ী আসতে একদিন এক রাত থাকতে হয়।

এমন অভিযোগের সত্যতা খুঁজতে তার সামনে থাকা আরেক পন্যবাহি ট্রাক চালককে পাওয়া যায়। ট্রাক (কুষ্টিয়া ট-১১-১০৩৩) চালক হাফিজ খান বলেন, কুষ্টিয়া থেকে চাউল বোঝাই করে গতকাল মঙ্গলবার সকালে ঢাকার বাবু বাজারের উদ্দেশ্যে রওয়ানা হই। গোয়ালন্দ মোড় এলাকায় পৌছলে ট্রাফিক পুলিশ আটকে দিলে স্থানীয় এক ব্যক্তির মাধ্যমে আমি নিজে ৫০০ টাকা দেই। কিছুক্ষন পর আমাকে যাওয়ার সঙ্কেত দিলে সরাসরি দৌলতদিয়ায় যায়। এখনো গোয়ালন্দ মোড় পণ্যবাহি গাড়ির লাইন রয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন করপোরেশন (বিআইডবিøউটিসি) দৌলতদিয়া কার্যালয় জানায়, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে মোট ১৬টি ফেরি থাকলেও বনলতা ও মাধবীলতা নামক দুটি ইউটিলিটি ফেরি সরিয়ে ফেলায় ফেরি স্বল্পতা দেখা দিয়েছে। গত সোমবার (১৬ মার্চ) গাইবান্ধার বালাশি নামক ঘাটে এখান থেকে একটি ও বেশ কয়েকদিন আগে আরো একটি ছোট ফেরি যান্ত্রিক ক্রটি দেখা দেওয়ায় নারায়ণগঞ্জের ডকইয়ার্ডে নেওয়ায় সমস্যা সৃষ্টি হচ্ছে।

গোয়ালন্দ মোড় ট্রাফিক পুলিশের বিরুদ্ধে বাড়তি টাকা নেওয়ার অভিযোগ প্রসঙ্গে ট্রাফিক বিভাগের জ্যেষ্ঠ পরিদর্শক মো. আসাদুজ্জামান বলেন, এক শ্রেণীর লোক আছে যারা পুলিশের নাম ব্যবহার করে চালকদের কাছ থেকে অনৈতিক সুবিধা নিয়ে থাকে। তবে কেউ যদি সরাসরি পুলিশের সাথে এ ধরনের বিনিময় করে থাকে তাহলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযোগ ঠিক নয় বলে তিনি দাবী করেন।

বিআইডবিøউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ছোট-বড় মিলে ১৬টি ফেরি চলাচল করতো। গত সোমবার এই রুট থেকে একটি ছোট ফেরিকে গাইবান্ধার বালাশি নামক ঘাটে নিয়ে গেছে। বেশ কয়েক দিন আগে আরো একটি ছোট ফেরি সংস্কারের জন্য ডকইয়ার্ডে পাঠানো হয়। ফেরি স্বল্পতার কারণে ঘাটে গাড়ির চাপ পড়ছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

দৌলতদিয়া ঘাটে পণ্যবাহি গাড়ির লম্বা লাইন, বাড়তি টাকা নিয়ে গাড়ি ছেড়ে দেওয়ার অভিযোগ

পোস্ট হয়েছেঃ ১০:৩৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২০

ফেরি স্বল্পতার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে দুই দিন ধরে পণ্যবাহি গাড়ির লম্বা লাইন তৈরী হচ্ছে। ঘাটে গাড়ির চাপ কমাতে গোয়ালন্দ মোড় এলাকায় আটকে রাখা হচ্ছে এসব গাড়ি। আর সেখান থেকে বাড়তি টাকা নিয়ে দৌলতদিয়ার উদ্দেশ্যে আগে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে ট্রাফিক পুলিশের বিরুদ্ধে।

আজ মঙ্গলবার সকালে দৌলতদিয়ায় যায়, ঢাকা-খুলনা মহাসড়ে প্রায় দুই কিলোমিটার লম্বা পণ্যবাহি গাড়ির লাইন। অনেক গাড়ি একদিন আগে থেকে সিরিয়ালে পড়ে আছে। লাইনে আটকে থাকা কয়েকজন গাড়ি চালক ক্ষোভ প্রকাশ করে বলেন, ঘাটে গাড়ির লম্বা লাইন রয়েছে এমন খবরে গোয়ালন্দ মোড়ে দায়িত্বরত ট্রাফিক পুলিশ কিছু দালালের মাধ্যমে চালকদের থেকে ৫০০ থেকে এক হাজার টাকা নিয়ে ঘাটের উদ্দেশ্যে ছেড়ে দিচ্ছে। যারা টাকা দিচ্ছে না তাদের নিময়ানুসারে ছাড়া হচ্ছে। চালকদের এমন অভিযোগের সত্যতা পাওয়া যায় ঘাটে লাইনে থাকা চালকদের সাথে কথা বলে।

কুষ্টিয়া থেকে প্লাস্টিক সামগ্রী বোঝাই করে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রাক (ঢাকা মেট্রো ট-১৪-৯৯৪৬) চালক মুকুল শেখ ক্ষোভ প্রকাশ করে বলেন, সোমবার সকালে গোয়ালন্দ মোড় পৌছলে কর্তব্যরত ট্রাফিক পুলিশ তাদেরকে আটকে দেয়। বলা হয় ঘাট দিয়ে ভিআইপি পার হচ্ছে, সাধারণ পণ্যবাহি গাড়ি যাবে না। এভাবে সারাদিন ও রাতে আটকে রাখা হয়। পরদিন গতকাল মঙ্গলবার সকাল আটটার দিকে ছেড়ে দেয়া হয়। ঘাটে এসে দেখি শতাধিক ট্রাক রয়েছে। অথচ ওই সময় যারা ট্রাফিক পুলিশকে ৫০০ থেকে এক হাজার টাকা দিয়েছে তাদের ছেড়ে দিয়েছে। স্থানীয় এক ব্যক্তি আমাকেও প্রস্তাব করলে রাজি না হওয়ায় নিয়ম অনুযায়ী আসতে একদিন এক রাত থাকতে হয়।

এমন অভিযোগের সত্যতা খুঁজতে তার সামনে থাকা আরেক পন্যবাহি ট্রাক চালককে পাওয়া যায়। ট্রাক (কুষ্টিয়া ট-১১-১০৩৩) চালক হাফিজ খান বলেন, কুষ্টিয়া থেকে চাউল বোঝাই করে গতকাল মঙ্গলবার সকালে ঢাকার বাবু বাজারের উদ্দেশ্যে রওয়ানা হই। গোয়ালন্দ মোড় এলাকায় পৌছলে ট্রাফিক পুলিশ আটকে দিলে স্থানীয় এক ব্যক্তির মাধ্যমে আমি নিজে ৫০০ টাকা দেই। কিছুক্ষন পর আমাকে যাওয়ার সঙ্কেত দিলে সরাসরি দৌলতদিয়ায় যায়। এখনো গোয়ালন্দ মোড় পণ্যবাহি গাড়ির লাইন রয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন করপোরেশন (বিআইডবিøউটিসি) দৌলতদিয়া কার্যালয় জানায়, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে মোট ১৬টি ফেরি থাকলেও বনলতা ও মাধবীলতা নামক দুটি ইউটিলিটি ফেরি সরিয়ে ফেলায় ফেরি স্বল্পতা দেখা দিয়েছে। গত সোমবার (১৬ মার্চ) গাইবান্ধার বালাশি নামক ঘাটে এখান থেকে একটি ও বেশ কয়েকদিন আগে আরো একটি ছোট ফেরি যান্ত্রিক ক্রটি দেখা দেওয়ায় নারায়ণগঞ্জের ডকইয়ার্ডে নেওয়ায় সমস্যা সৃষ্টি হচ্ছে।

গোয়ালন্দ মোড় ট্রাফিক পুলিশের বিরুদ্ধে বাড়তি টাকা নেওয়ার অভিযোগ প্রসঙ্গে ট্রাফিক বিভাগের জ্যেষ্ঠ পরিদর্শক মো. আসাদুজ্জামান বলেন, এক শ্রেণীর লোক আছে যারা পুলিশের নাম ব্যবহার করে চালকদের কাছ থেকে অনৈতিক সুবিধা নিয়ে থাকে। তবে কেউ যদি সরাসরি পুলিশের সাথে এ ধরনের বিনিময় করে থাকে তাহলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযোগ ঠিক নয় বলে তিনি দাবী করেন।

বিআইডবিøউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ছোট-বড় মিলে ১৬টি ফেরি চলাচল করতো। গত সোমবার এই রুট থেকে একটি ছোট ফেরিকে গাইবান্ধার বালাশি নামক ঘাটে নিয়ে গেছে। বেশ কয়েক দিন আগে আরো একটি ছোট ফেরি সংস্কারের জন্য ডকইয়ার্ডে পাঠানো হয়। ফেরি স্বল্পতার কারণে ঘাটে গাড়ির চাপ পড়ছে।