Rajbarimail.com
ঢাকা, সোমবার , ২৭ অক্টোবর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. ভিন্ন স্বাদের খবর
  6. স্বাস্থ্য
  7. আলোচিত খবর

পাংশায় ৪০ বছর বয়সী কিষাণীর একসঙ্গে তিন সন্তান প্রসব

রাজবাড়ী মেইল ডেস্ক
২৬ জুন ২০২৪, ৮:৫৬ পূর্বাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, পাংশা, রাজবাড়ীঃ রাজবাড়ীর পাংশায় ছকিনা বেগম নামের ৪০ বছর বয়সী এক নারী একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন। সোমবার দিবাগত রাত ১১টার দিকে পাংশা শহরের আধুনিক ক্লিনিকে অস্ত্রোপচার ছাড়াই নরমাল ডেলিভারিতে তিন শিশু জন্ম দেন এই নারী। চিকিৎসকরা জানিয়েছেন, নবজাতক ৩ ছেলে ও মা সখিনা বেগম ভালো আছেন। ছকিনা বেগম জেলার কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের হরিণাডাঙ্গি গ্রামের কৃষক বিল্লাল খানের স্ত্রী।

নবজাতকদের বাবা বিল্লাল খান জানান, তার ঘরে দুই স্ত্রী। প্রথম স্ত্রীর ঘরে এক ছেলে ও তিন মেয়ে রয়েছে। দ্বিতীয় স্ত্রী সখিনা বেগমের আগে বিয়ে হয়েছিল। তার স্বামী মারা যাওয়ায় চার বছর আগে তিনি সখিনাকে বিয়ে করেন। এই ঘরে আগের পক্ষের দুই ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। সব মিলে তার দুই স্ত্রীর ঘরে চার মেয়ে ও তিন ছেলে সন্তান রয়েছে। সাত সন্তানের পর দ্বিতীয় স্ত্রী সখিনার ঘরে এবার একত্রে তিন ছেলে সন্তান জন্ম নেয়।

বিল্লাল খান জানান, তার স্ত্রী প্রায় এক মাস আগে পাংশার বোয়ালিয়া ইউনিয়নের ধানচন্দ্রপুর গ্রামের বাবার বাড়িতে আসেন। গত সোমবার দিনগত রাত ১০টার দিকে তাঁর স্ত্রীর প্রসব ব্যাথা উঠলে দ্রুত পাংশা আধুনিক ক্লিনিকে ভর্তি করেন। রাত ১১টার দিকে কোন প্রকার অস্ত্রোপচার ছাড়া তার তিনটি ছেলে সন্তান নরমালি ডেলিভারি হয়। একসঙ্গে তিন ছেলে সন্তান হওয়ায় সে খুবই আনন্দিত এবং পরিবারের অন্যান্য সদস্যসহ আত্মীয়-স্বজনরাও খুশি। তবে বিল্লাল খানের চোখে মুখে আনন্দের আড়ালে রয়েছে হতাশার ছাপ।

তিনি বলেন, সামান্য কৃষি কাজ করে সংসার চালাতে হয়। এরপর ঘরে রয়েছে দুই স্ত্রী। আগের সন্তানদের পাশাপাশি একত্রে শিশু সন্তান নিয়ে অনেকটা বিপাকে পড়েছেন। খাবারসহ চিকিৎসার খরচ চালাতে হিমশিম খাচ্ছেন। সোমবার রাতে ভর্তির পর থেকে আজ মঙ্গলবার পর্যন্ত প্রায় ২৫ হাজার টাকা খরচ হয়েছে। যদি কোন বিত্তবান ব্যক্তি আমার এই বিপদে খুশি মনে পাশে দাড়ার তাহলে অনেকটা খুশি হবো। তবে সবার কাছে শিশু সন্তান ও তার মায়ের জন্য দোয়া প্রার্থনা করেন তিনি।

সোমবার দুপুরে পাংশার ওই বেসরকারি হাসপাতালে দেখা যায়, দ্বিতীয় তলার খোলা কক্ষের মাঝের দিকে বেডে পাশাপাশি তিন শিশু সন্তানকে শুইয়ে রাখা হয়েছে। পাশের আরেক বেডে মা সখিনা বেগম ব্যাথায় কাতরাচ্ছেন। দেখভাল করছেন স্বামী বিল্লাল খান ও সখিনার ছোট বোন সালমা বেগম।

সালমা বেগম বলেন, তিন বাচ্চা জন্ম গ্রহণের পর থেকে এত মানুষ ভিড় করছে আমরা ঠিকমতো বাচ্চাদের যত্ন পর্যন্ত করতে পারছিনা। এমনকি শিশুদের মায়ের প্রতি একটু খেয়াল করা বা তার ঠিকমতো চিকিৎসাও করানো যাচ্ছে না। এখন এত মানুষের ভিড় আর প্রশ্নের উত্তর দিতে আমরা সকলেই বিরক্ত হয়ে যাচ্ছি। আপনার সবাই তাদের জন্য দোয়া করবেন।

পাংশা আধুনিক ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের গাইনী বিশেষজ্ঞ আকতিনা হানি সুমনা বলেন, সোমবার রাতে সখিনা ভর্তির পর তার স্বামীসহ পরিবারের সদস্যরা সিজার করাতে চাপ দিতে থাকেন। তখন আমার স্বামী গোপালগঞ্জ শেখ সায়রা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক (সার্জারী) কেএম আবু জালাল এবং আমি প্রাথমিক পরীক্ষা করে দেখতে পাই নরমাল ডেলিভারি সম্ভব। সবার চাপ উপেক্ষা করে রাত ১১টার দিকে তিন ছেলে শিশুর নরমাল ডেলিভারি করায়। কোন অস্ত্রোপচার ছাড়া নরমাল ডেলিভারি করাতে পেরে অনেক খুশি। তিন নবজাতক ও তাদের মা সুস্থ আছেন।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে র‌্যাব পরিচয়ে মুরগিভর্তি গাড়ি ছিনতাইয়ের দুইদিন পর মামলা দায়ের, তিন দিনেও গ্রেপ্তার বা উদ্ধার নেই

রাজবাড়ীতে মিথ্যা অভিযোগ দিয়ে পুলিশ কনস্টেবলকে হয়রানির অভিযোগ

রাজবাড়ীতে প্রতিবন্ধীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

রাজবাড়ীতে র‌্যাব পরিচয়ে চেকপোস্টে তল্লাশি, মুরগভির্তি গাড়ি ছিনতাই

গোয়ালন্দ উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শন করলেন জেলা প্রশাসক

গোয়ালন্দে জাকের পার্টির জনসভা ও র‍্যালি অনুষ্ঠিত

জনদুর্ভোগ কমাতে ও চলাচলের উপযোগী করতে ফরিদপুরে যুবদলের উদ্যোগে রাস্তা সংস্কার

পরিবেশ আইন অমান্য করায় রাজবাড়ীর অর্ণব ফার্টিলাইজারকে জরিমানা, সাময়িক বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে অস্ত্রের মুখে কৃষকের এক লাখ টাকা ছিনতাই, ইউপি সদস্য সহ পাঁচজনের নামে মামলা

রাজবাড়ীতে সওজের মাস্টাররোল কর্মচারীদের সাত দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

রাজবাড়ীতে সরকারি কলেজে শিক্ষককে হেনস্তা; বিচারের দাবিতে মানববন্ধন, তদন্ত কমিটি গঠন

রাজবাড়ীতে দুই সপ্তাহে সাড়ে তিন কোটি টাকার জাল ধ্বংস, ১৩০ জেলে দণ্ড প্রদান