নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ “আর নয় বাল্য বিয়ে এগিয়ে যাবো স্বপ্ন নিয়ে” রাজবাড়ীতে বাল্যবিয়ে নিরোধ আইন-২০১৭ ও বাল্যবিয়ে নিরোধ বিধিমালা-২০১৮ জেন্ডার সমতা শিশু অধিকার বিষয়ে দিন ব্যাপি সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ বাল্যবিয়ে প্রতিরোধ প্রকল্পের আওতায় রোববার সকালে রাজবাড়ী জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর, প্ল্যান বাংলাদেশের সহযোগীতায় এবং ঢাকা আহছানিয়া মিশনের আয়োজনে এরাজবাড়ী অফিসার্স ক্লাবে এ অরিয়েন্টশন কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতি হিসেবে বক্তৃতা করেন, রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান।অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক সুবর্ণা রানী সাহা, আরডিসি মো. রফিকুল ইসলাম, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিপুল শিকদার, মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক আজমির হোসেন, আহসানিয়া মিশনের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর জেরিন আফরোজ প্রমুখ।
দিনব্যাপি বাল্যবিয়ে নিরোধ আইন-২০১৭ ও বাল্যবিয়ে নিরোধ বিধিমালা-২০১৮ বাস্তবায়নে সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ।গন মাধ্যমগুলোতে এর ব্যাপক প্রচারনা করে জনসচেতনতা বৃদ্ধি করা হলে দেশে বাল্যবিয়ে কমবে বলে জানান বক্তারা।